| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেট পাগলা
....লেখকের অনুমতি ছাড়া লিখা কপি করা নিষেধ.. আমার ভালোলাগা, ভালোবাসা, আশা আকাঙ্খা, চিন্তা-চেতনা, আনন্দ, দুঃখ-বেদনা, সব- সবটুকু শুধু তোমাকে নিয়ে, তোমাকে ঘিরে আমি তাই কামনা করি তোমার ভালোলাগা, ভালোবাসাও সবটুকু যেন আমাকে ঘিরে হয়।
কবিতার লাইন গুলা আজ যেন লাইন হীন
কেমন জানি খুব যান্ত্রিক
তোমার চোখ গুলা আজ কেন জানি মায়া হীন
তোমার অশ্রু গুলা কেন জানি খুব দুঃখবিহীন
তোমার হাতটা কেমন জানি মলিন
এই শহর টা কেমন জানি অর্থহীন
আজ এই পীচ ঢালা রাজপথ কেমন জানি উত্তপ্ত
নেই কোথাও শান্ত ছায়া
যেন সব শান্ত ছায়া এক টুকরো কাঁচের ঘরের ভিতর
কেমন জানি এই জীবনটা গন্তব্য হীন
যেন ওই রেলগাড়ীর মত নেই কোনও ঠিকানা
আমি আজ কেমন জানি আনমনে
আমি আজ কেমন জানি যান্ত্রিক
কেমন জানি ক্লান্তিবিহীন
আমি যেন আজ যন্ত্র মানব
কোন মরীচিকার পিছু ছুটছি আমি
এ যেন এক গন্তব্য হীন যান্ত্রিক পথ
২৭ শে মে, ২০১৪ রাত ১২:৫৯
নেট পাগলা বলেছেন: ধন্যবাদ পৌষ
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৪ রাত ১১:২২
পৌষ বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাই।