নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মাকসুদুর রহমান

মোঃ মাকসুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

নরেন্দ্র মোদির কাছে শেখ হাসিনার আবেদনঃ বাংলাদেশকে তিনি যেনো তাঁর নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বলেই মনে করেন !!!!

২৪ শে মে, ২০১৪ সকাল ৭:২৫



সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে 'মোদি'র নেতৃত্বে বিজেপি'র বিশাল জয়ের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন নরেন্দ্র মোদি'র সাথে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদি'র কাছে আবেদন জানিয়েছেন, ''বাংলাদেশকে তিনি যেনো নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বলেই মনে করেন।''

(সুত্র-আনন্দবাজার পত্রিকা)



কোলকাতার বহুল প্রচারিত দৈনিকটির ২৩ মে ২০১৪ সংখ্যায় ঠিক 'আবেদন' শব্দটি ব্যবহার করা হয়েছে । যা ব্যক্তিগতভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমাকে গভীরভাবে খুব আহত করেছে। একটি স্বাধীন দেশের প্রধাণমন্ত্রী আর একজন ভাবি প্রধাণমন্ত্রীর সাথে কি অনুরোধের সুরে কথা বলবেন ? তিনি কি তাঁর অধীনস্থ কোনো কর্মচারী ? আমার প্রশ্ন হচ্ছে ,মাননীয় প্রধাণমন্ত্রী যে ব্যক্তি এখন প র্যন্ত শপথ গ্রহণ করেননি তার সাথে এ ধরনের নতজানু ভাষায় কথা বলে জাতি হিসেবে আমাদেরকে লজ্জিত কেনো করেছেন?আর তাছাড়া নরেন্দ্র মোদিকে বাংলাদেশকে তাঁর 'দ্বিতীয় বাড়ি' ভাবার আবেদন জানিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন?



আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশের প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদি'র সাথে টেলিফোন আলাপে 'আবেদন' জাতীয় কোনো শব্দচয়ন করেননি ।আর যদি না করে থাকেন তবে স্বাধীন দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আশা করি, বাংলাদেশ সরকার অতিসত্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যেমে 'আনন্দবাজার' পত্রিকার কাছে প্রতিবাদ লিপি পাঠাবেন।



আর যদি বাংলাদেশের প্রধাণমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদি'কে বাংলাদেশকে তাঁর 'দ্বিতীয় বাড়ি' ভাবার সত্যিই আবেদন জানিয়ে থাকেন ,তাহলে এর মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন?????

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৪ সকাল ৭:৪২

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: এই পত্রিকার অনলাইন সংস্করণের লিংক আছে কি আপনার কাছে?

২| ২৪ শে মে, ২০১৪ সকাল ৮:০৪

কানা দাজ্জাল বলেছেন:
:P :P :P :P :P :P
আপনার শেষ প্যারাটা আমাকে বন্য আনন্দ দিয়েছে।
=p~ =p~ =p~ =p~

৩| ২৪ শে মে, ২০১৪ সকাল ৯:১৭

ঢাকাবাসী বলেছেন: এটাই স্বাভাবিক।

৪| ২৪ শে মে, ২০১৪ সকাল ১১:৩২

নীল আকাশ ২০১৩ বলেছেন: দিল্লী-কলকাতাকে তো হাসিনা বিবি নিজের প্রথম বাড়ি বলেই মনে করে, কিন্তু সেই বাড়ির মানুষেরা তো তার সাথে ব্যবহার ভালো করেনা, কাজ শেষ হলেই লাথি-গুতা দিয়া বাংলাদেশে ফেরত পাঠায়া দেয়। এইজন্য মোদীর দিকে এক্তু তাকায়া দেখল কি কয়, যাইতে দেয়নি দিল্লিতে!

৫| ২৫ শে মে, ২০১৪ সকাল ১১:০০

মোঃ মাকসুদুর রহমান বলেছেন: ব্ল্যাক_ডাইমণ্ড আনন্দ বাজার পত্রিকার অনলাইন সংস্করনের লিংক হচ্ছে http://www.anandabazar.com/

৬| ২৫ শে মে, ২০১৪ সকাল ১১:১২

কীর্তনখোলা তীরে বলেছেন: একটি স্বাধীন দেশের প্রধাণমন্ত্রীর কথাবার্তা বলার সময় শব্দ প্রয়োগের ক্ষেত্রে আরো সচেতন হওয়া উচিৎ।মনে রাখতে হবে তিনি কোনো ব্যক্তিগত ভাবাবেগ প্রকাশ করছেন না , তিনি যা বলছেন তা বাংলাদেশের ১৬ কোটি মানুষের হয়ে কথা বলছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.