নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মাকসুদুর রহমান

মোঃ মাকসুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সুবিধাবঞ্চিত মেয়েদের একটি স্কুল গড়ে তুলতে সাহায্যের আবেদন

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯



সরাসরি ব্যাংকে যোগাযোগ করতে পারেন: অ্যাকাউন্ট নেম: কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল, অ্যাকাউন্ট নং: ০০১২১০০০১৬৮১৯, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, খুলনা শাখা, বাংলাদেশ, সুইফট কোড, SEBDBDDHKLN

----------------------------------------------------------

শিক্ষাপ্রতিষ্ঠানটি হলো কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস।খুলনা শহর থেকে সামান্য দূরে, রূপসা উপজেলার ডোমরা গ্রামে এর অবস্থান।স্কুলের বিশেষত্ব হচ্ছে এখানে অধ্যায়নরত ছাত্রীদের একবেলা খাবারের ব্যবস্থা করা হয়।স্কুলে একবেলা খাবারই তাদের একমাত্র ভরসা।এটা সম্পুর্ণরুপে গ্রামের সুবিধাবঞ্চিত মেয়েদের একটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান।যাদেশ-বিদেশের বিদ্যোৎসাহী মানুষের সাহায্য পরিচালিত হয়।যেখানে শিক্ষকেরা দিনে স্কুলে পড়ান আর রাতে নিজেরা দায়িত্ব ভাগাভাগি করে বিভিন্ন গ্রামে ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন হোমওয়ার্ক করতে তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না। টর্চলাইট নিয়ে তাঁরা গ্রামের পথে বেরিয়ে পড়েন। যাদের বাসায় বিদ্যুৎ নেই, স্কুল থেকে তাদের হারিকেন ও কেরোসিনের খরচ দেওয়া হয়। বাসায় বিদ্যুৎ থাকলে দেওয়া হয় চার্জলাইট, যেন লোডশেডিংয়ে পড়াশোনা আটকে না যায়।(প্রথম আলো)

তাই আমাদের সকল বন্ধুদের নিকট আবেদন আপনারা ‘’একান্তভাবে গ্রামের সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি’’ সামনে এগিয়ে নেয়ার জন্য আর্থিক সাহায্য এগিয়ে আসুন।

কৃতজ্ঞতা প্রকাশঃ জনস্বার্থ মুলক সংবাদটি তুলে ধরার জন্য আব্দুল কাইয়ুম (সাংবাদিক ) ও প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.