নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মাকসুদুর রহমান

মোঃ মাকসুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সমাজ**অ**কল্যানমন্ত্রীকে *৫৫৫* অভিনন্দন !!!!!!!

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৬



৫ জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার বিষবাস্প সমাজের বিভিন্ন স্তরে ছড়াতে শুরু করেছে।তবে সবাইকে ছাড়িয়ে গেছেন চরমভাবে মানষিক প্রতিবন্ধী সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী ।মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে তিনি একের পর এক বিতর্কিত কর্মকান্ড করেই যাচ্ছেন। সংক্ষেপে আমরা তার এসব বিতর্কিত কার্যক্রমের চুম্বক অংশ তুলে ধরছিঃ

**শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ধূমপান

**লোকাল জনসভায় প্রকাশ্য ধূমপান

**দলবল নিয়ে বিনা পাসপোর্টে ভারতে যেতে না দেয়ায় অভিমান করে বর্ডার থেকে ফেরত আসা

**বিভিন্ন অনুষ্ঠানে বেসুরা গলায় গান গাওয়া

সবশেষে গতকাল(৯ আগষ্ট) প্রকাশ্য আলোচনা সভায় সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলে গালি দেয়া

তবে সাংবাদিকরা গতকালের আলোচনা সভায় তার দেয়া বক্তব্য পাঠকদের উদ্দেশ্য ভদ্রস্থভাবে তুলে ধরার জন্য সেন্সরড করছেন।সে জন্য আমরা সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি।তবে একজন দায়িত্বশীল মন্ত্রী প্রকাশ্য কতটা অশ্লীল শব্দ প্রয়োগ করতে পারে তা দেখে সত্যিই আমরা লজ্জিত ।একজন জননেতা ( দাবী করেন) কতটা নিম্নরুচিকর ভাষা ব্যবহার করতে পারেন তা সকলকে অবগত করার জন্য তার প্রদানকৃত সেন্সরড অংশটুকু তুলে ধরছি।( ১৮++++)

*****************************************************************************************

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের ঠিক করতে নীতিমালা হয়েছে। ওই দিন কেবিনেট মিটিংয়ে আমি থাকলে সাংবাদিকদের .... (অকথ্য শব্দ) দিয়ে বাঁশ ঢুকাতাম। সাংবাদিকদের এখন এমনভাবে ঠিক করা হবে যাতে নিজের স্ত্রীকে পাশে নিয়েও শান্তিতে ঘুমাতে পারবে না। সাংবাদিকরা বদমাইশ, চরিত্রহীন, লম্পট।’সাংবাদিকরা অল্পশিক্ষিত উল্লেখ করে মন্ত্রী বলেন, আমার মেয়ে সাংবাদিকতায় মাস্টার্স। আর যারা পত্রিকায় আমার বিরুদ্ধে লেখালেখি করে তারা দু’এক কলম পড়ালেখা করেছে। আমি বলি একটা, তারা লিখে আরেকটা। দুই টাকা খেয়ে তারা আমার ... (অকথ্য শব্দ) দিয়ে বাঁশ ঢুকাতে চায়। আমার শ্বশুর বাড়ি সিলেটে। সাংবাদিকদের পেছনে সিলেটের মানুষ লেলিয়ে দিতে আমার সময় লাগবে না। সাংবাদিকরা আমার ... (অকথ্য শব্দ) ছিঁড়তে পারবে না।

*****************************************************************************************

সবশেষে আমরা অন্য একটি প্রসঙ্গ উল্লেখ করে শেষ করব। ঘটনাটি বিশ্বের খেলা থেকে সর্বাধিক আয় করা খেলোয়ার টাইগার উডসকে নিয়ে । সম্প্রতি তিনি টুর্নামেন্টে যেভাবে খেলতে চাইছিলেন সেভাবে পারছিলেন না। কিছুতেই কিছু হচ্ছিল না। টাইগার উডসের মেজাজটা চড়ে ছিল সপ্তমেই। তার ওপর মুখের সামনে বেরসিক এক ক্যামেরাম্যান বারবার ঘুরঘুর করছিলেন। কতক্ষন আর মেজাজ ঠিক রাখা যায়, উডস মেজাজ হারিয়ে এমন একটা কথা বসলেন যেটি অশ্রাব্য, তাঁর সঙ্গে কোনোভাবেই যায় না। তার ওপর ডব্লু ব্রিজস্টোন ইনভাইটেশনাল টুর্নামেন্টে গ্যালারিতে অনেক কচিকাঁচাও ছিল। প্রিয় তারকার মুখ থেকে এমন কথা নিশ্চয়ই তারাও আশা করেনি। টুর্নামেন্টটা সরাসরি দেখাচ্ছিল স্কাই স্পোর্টস। টিভিতেও তাই কথাটা স্পষ্ট শোনা গেছে। পরে অবশ্য স্কাই এটির জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে যাঁর করার কথা, সেই উডস এখনো কিছু বলেননি। (মেইল অনলাইন)

দ্রষ্টব্যঃ টাইগার উডসের কথায় যাতে শিশুদের উপর প্রভাব বিস্তার না করে সেজন্য স্কাই টিভি দুঃখ প্রকাশ করেছেন কিন্তু আমাদের সমাজকল্যাণ মন্ত্রীর প্রতিনিয়ত অশ্লীল কথাবার্তা ও কর্মকান্ড আমাদের শিশুদের উপর যাতে প্রভাব বিস্তার না করে সেজন্য কি শেখ হাসিনা দুঃখপ্রকাশ বা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন ? অন্যথায় আমরা ভাবতে বাধ্য হবো, সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্য অনুসারে তার সব কর্মকান্ডে দলীয় প্রধানের অর্থ্যাৎ শেখ হাসিনার সার্বিক সমর্থন রয়েছে।

প্রস্তাবঃ গত ৮ মাসের কার্যক্রমে সৈয়দ মহসিন আলীকে আমরা কোনো ক্রমেই সমাজকল্যান মন্ত্রীর মতো গুরুত্বপুর্ণ দায়িত্বশীল মন্ত্রী হিসেবে মেনে নিতে পারছি না। তার দ্বারা ইতিমধ্যে সমাজের বিভিন্ন স্তরে অকল্যানের বার্তা পৌছে গেছে । তবে সমাজের অকল্যান করার জন্য যা যা করা দরকার তা অবশ্য তিনি ইতিমধ্যেই সফলভাবে করতে সক্ষম হয়েছেন । তাই একজন সফল সমাজ**অ**কল্যানমন্ত্রী হিসেবে আমরা তাকে *৫৫৫* অভিনন্দন জানাচ্ছি!!!!

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনির্বাচিত ১৫৪ জনের মাত্র ১ জনেই এই হাল!!!!!!!!!!!!!!!!!


কি জঘন্য! কি অসভ্য! আর তারপরও চেতনার নামে তারাই বড় গলায় কথা বলে!

আপনার প্রস্তাবতো তাদের জন্য যাদের মিনিমা ভদ্রতাবোধ, আত্ম সম্মানবোধ আছে। এইরকম লোককে যারা মন্ত্রী করেছে তাদের কি সেইসব আচৈ বলে আপনার মনে হয়??????

১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:০১

মোঃ মাকসুদুর রহমান বলেছেন: আপনাকে ধন্যবাদ । এরকম লোকদের যারা মন্ত্রী করেছে তারাও আসলে এধরনের মানষিকতার অধিকারী।

২| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩১

জামান শেখ বলেছেন: সমাজ**অ**কল্যানমন্ত্রী!!!!!!!!ঘৃনা!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.