নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মাকসুদুর রহমান

মোঃ মাকসুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সমাজকল্যানমন্ত্রী সৈয়দ মহসিন আলী পদোন্নতি পেয়ে উপ-প্রধানমন্ত্রী হতে পারেন!!!!!

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:২২



বর্তমান সমাজকল্যানমন্ত্রী( আদৌ সমাজের কল্যান সাধিত হচ্ছে কিনা তা দেশের মানুষ জানে না) লাগামহীন কথাবার্তা আর আওয়ামী লীগের দলীয় অবস্থান দুটোকে আলাদা করে দেখার কোন সু্যোগ নেই। এর আগেও আওয়ামী লীগ নেতৃত্বের লাগামহীন কথাবার্তা জনগনের কান ঝালাপালা হয়েছিল, এখনো হচ্ছে। এটা আসলে আওয়ামী লীগের কুরুচিপূর্ণ রাজনীতির এক পরিকল্পিত রূপ । আমাদের সকলের মনে থাকার কথা গত ৬ বছর কামরুল ইসলাম ও হাইব্রিড নেতা হানিফ এই ভুমিকায় সফল ভাবে দায়িত্ব পালন করেছেন।যার পুরস্কার স্বরূপ আমরা দেখেছি কামরুলকে পুর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে পদোন্নতি পেতে আর হানিফ কে এম পি পদ উপহার পেতে। আর এবারে সরকারের পক্ষে বিতর্কিত মন্তব্য করার দায়িত্ব পেয়েছেন সমাজকল্যানমন্ত্রী সৈয়দ মহসিন আলী ও হাসান মাহমুদ । এজন্য হয়তবা আগামীতে সমাজকল্যানমন্ত্রী সৈয়দ মহসিন আলী পদোন্নতি পেয়ে উপ-প্রধানমন্ত্রীও হতে পারেন। কারণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন শুধুমাত্র বিতর্কিত মন্তব্য করার মাধ্যমেই কেবল কামরুল ইসলাম সর্বোচ্চ নেতৃত্বকে খুশী করে কেবিনেট মন্ত্রীর পদ বাগিয়ে নিয়েছেন।দেখা যাক কি হয় আমাদের ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে !!আশা করি যে কোনো সময় সে ধরনের একটি দেশের মানুষ শুনতে পাবে!!!!

(তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, এ ধরনের কুরূচিপুর্ন বাক্যালাপের সুদীর্ঘ ইতিহাসের এক ঐতিহ্যের আধিকারী বাংলাদেশ আওয়ামী লীগ। তাই এই ধরনের লাগামহীন মন্তব্যের রোগটা খুব সহজেই আওয়ামী লীগের নেতারা ছাড়তে পারবেন এটা আশা করা একটুও বাঞ্চনীয় নয়।)

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৪২

কলাবাগান১ বলেছেন: উই আর লুকিং ফর শুত্রস- কে বলেছিল এত সহজেই ভুলে গেলেন???

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩

মোঃ মাকসুদুর রহমান বলেছেন: না ভুলব কেন? কিন্তু তার সাথে কি মিল খুজে পেলেন ?

২| ১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৫০

ঢাকাবাসী বলেছেন: এরকম কুরুচিপুর্ণ কথাবার্তা আম্লীঘাররাই বলতে পারে।

৩| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪২

আরুশা বলেছেন: B:-) B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.