![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী, বলো নিবে কি?
বলবো না আকাশের চাঁদ এনে দেব
বলবো না তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করি দেবে কি পাড়ি
হোক যত ঝড়বন্যা
আমার ছোট তরী, বলো যাবে কি?
উপরের অসধারণ গানটি বাংলাভাষাভাষী প্রতিটি মানুষের হৃদয় ছুয়ে যাওয়া এক গান।গানটি শুনলে মনে হয় অন্য কোনো গ্রহ থেকে ভেসে আসছে এক সুরধারা।অন্য গ্রহ থেকে এসে পৃথিবীর মানুষকে তাঁর সুরের যাদুতে মোহাছন্ন করে রেখেছে যে শিল্পী সে আজ পৃথিবীর মানুষের প্রতি ক্ষুব্দ হয়ে অভিমানে অসীমের পাণে ফিরে যেতে উদ্যত।
আমরা যার কথা বলছি সে আর কেউ নন অসম্ভব জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ।গতকাল কন্ঠশিল্পী ন্যান্সির আত্নহত্যা চেষ্টার একটি সংবাদ দেখে আমরা অত্যন্ত আহত হয়েছি । আমরা সকলেই অবগত আছি গত বছর একটি ফেসবুকের একটি স্ট্যটাসকে কেন্দ্র করে তাঁর উপর সরকারী খড়গ নেমে আসে । যার ফলে সেই থেকে তাঁর কোণ ধরনের স্টেজ প্রোগ্রাম সরকারের পেটোয়া বাহিনী কতৃক ভেঙে দেয়া হতো ।শুধু তাই না তারপর থেকে ন্যান্সিকে বিভিন্ন টিভি মিডিয়াও কালোতালিকাভুক্ত করে। ফলে ন্যান্সির পারফরম করার জায়গা অত্যন্ত সংকুচিত হয়ে এসেছিলো। গান একজন শিল্পীর জীবন আর তাই যখন সে তার ভক্তকে শোনাতে না পারে তখন নিশ্চিতভাবে হতাশার অন্ধকারে নিমজ্জিত হবে । গত কিছুদিন ধরে ন্যান্সির সাথে যা করা হয়েছে তা একজন শিল্পীর জন্য নিঃসন্দেহে চরম অপমান ও হতাশা জনক।
সেই চরম অপমান ও হতাশা বাংলাদেশের অত্যন্ত মেধাবী এবং বিপুল জনপ্রিয় কন্ঠশিল্পী অভিমানে আজ নিজেকে শেষ করে দিতে উদ্যত।ন্যান্সির আজকের এই অবস্থার জন্য দায়ী কে ? সমাজ রাষ্ট্র বা সরকার বা আমাদের রাজনীতি কি কোনোভাবে এড়িয়ে যেতে পারে ? অবশ্যই পারি না , বিশেষ করে সরকার তার আচরণের কারণে এই দুঃর্ঘটনার দায় থেকে এতটুকু এড়িয়ে যেতে পারে না ।
যাই হোক আজ আমরা কোনো বিতর্কে যাবো না, আমরা চাই আমাদের প্রিয় শিল্পী ন্যান্সি সুস্থ হয়ে উঠুক । সারা দেশের কোটি কোটি ভক্তের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে আমরা তাঁর সুস্থতার জন্য দোয়া করছি।
(বিঃদ্রঃ আমরা দেখতে পাব বিভিন্ন পত্রিকা বা মিডিয়া তাঁর এই দুঃর্ঘটনা নিয়ে এক ধরনের চরিত্র হরণের গল্প ফাঁদবে। আমরা সকল পত্রিকা ও মিডিয়াকে বিণীতভাবে অনুরোধ করব যাতে ন্যান্সিকে নিয়ে যাতে কোনো মুখরোচক কাহিনী তৈরী করা না হয়)
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: নাহ নাহ নাহ পাখিটির বুকে যেন তীর মেরোনা
ওকে গাইতে দাও ওর কন্ঠ থেকে গান কেড়োনা
দেখ ভেবে পাখিটা মরে গেলে ফাগুন বিদায় নেবে
ওর গান'ই যে ফুল ফোটাক মেরোনা ।
মোহাম্মদ রফির এই জনপ্রিয় গানটি মনে পড়ে গেল। বর্তমানে আমাদের দেশ কোন হিন্দি ছবির ভিলেনের কবলে, ছোট বেলায় পড়া রুপকথার ডাইনির বাস্তব চেহারা দেখছি নেত্রিত্বে।