নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মাকসুদুর রহমান

মোঃ মাকসুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বেকে ''জিহবার লাগাম টেনে ধরতে হবে''

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

প্রসঙ্গঃ ‘ন্যাড়ী কুত্তার মতো পিটামু'
- ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের এই বক্তব্য শুনে আমাদের গ্রামাঞ্চলে বহুল প্রচলিত একটি কথা সবাইকে মনে করিয়ে দিচ্ছে আর তা হলো-''বাঁশ গাছের গোড়া থেকে বাঁশ গাছই জন্মে কখনই ভেন্না গাছ জন্মে না।"
আমরা সবাই জানি, মাত্রই কয়েকদিন আগে নাজমুলের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, ছাত্রলীগের আজীবন সদস্য ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 'বিএনপি'র সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজনৈতিক যুক্তিতর্কে' ভূলুন্ঠিত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তার 'স্বভাবসুলভ ভঙ্গিতে অশালীন ভাষা প্রয়োগের নতুন রাজনৈতিক কুসংস্কৃতি শুরু করেছেন'।যার ধারাবাহিকতায় আজ নাজমুলের এই অশালীন কথার ফুলঝুরি জাতিকে অবাক বিস্ময়ের সাথে দেখতে বা শুনতে হচ্ছে।ভাবতে অবাক লাগছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং একটি অন্যতম ছাত্র সংগঠনের প্রধান নেতা প্রতিপক্ষ সিনিয়র রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে যে ভাষা প্রয়োগ করেছেন তা সদরঘাট বা গাবতলীতে কর্মরত কুলি শ্রমিকরাও আজকাল ব্যবহার করেন কিনা সন্দেহ আছে।
বাস্তবিকভাবে আমাদের জাতির দুর্ভাগ্য, দেশের একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান নেত্রীর কাছ থেকে আগামী প্রজন্মের নেতৃত্ব হাতে-কলমে যে অশালীন বাক্য ব্যবহার শিখছেন, যার প্রভাব বাংলাদেশের রাজনীতিকে ভবিষ্যতে ভয়ংকরভাবে কলুষিত করবে।
এথেকে মুক্তি পাওয়ার একটাই পথ, আমাদের রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বেকে ভাষা প্রয়োগের ক্ষেত্রে আরো সচেতন হতে হবে ,এক কথায় বললে ''জিহবার লাগাম টেনে ধরতে হবে'' অন্যথ্যায় এর পরিনাম আমাদের সমগ্র জাতির জন্য কেবলমাত্র হতাশাই বয়ে নিয়ে আসবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৭

ঢাকাবাসী বলেছেন: এসব কথাকে তাদের উপরের নেতারা প্রশ্রয় দেন শুনতে ভালবাসেন তাই এরা বলে। চাকরী বাঁচাতে হবেনা?

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

ক্ষতিগ্রস্থ বলেছেন: নাজমুলের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, ছাত্রলীগের আজীবন সদস্য ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 'বিএনপি'র সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজনৈতিক যুক্তিতর্কে' ভূলুন্ঠিত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তার 'স্বভাবসুলভ ভঙ্গিতে অশালীন ভাষা প্রয়োগের নতুন রাজনৈতিক কুসংস্কৃতি শুরু করেছেন'

এসব সুশীল ভাষা... কুশীল হলে আমাদের সুশীলেরা নিশ্চয়ই কলাম লিখে বা টকশোতে প্রতিবাদ করতেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.