নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মাকসুদুর রহমান

মোঃ মাকসুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

''সত্যই শক্তি''

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৭

সব সাঁচ মিলৈ সো সাঁচ হৈ না মিলৈ সো ঝুঁঠ।
জন রজ্জব সাঁচী কহী ভাবই রিঝি ভাবই রুঠ ।।
''সব সত্যের সাথে যা মেলে তাই সত্য , যা মিলল না তাই মিথ্যা ;রজ্জব বলেছে এই কথাই খাঁটি, এতে তুমি খুশিও আর রাগই কর।''
সত্য বলতে কোনো যোগ্যতা লাগে না ,কারণ সত্যই শক্তি। কিন্তু মিথ্যা বলতে যোগ্যতা লাগে; মিথ্যা বলাটাও একটা শিল্প। একজন প্রকৃত সৃজনশীল শিল্পীই কেবল রঙ তুলির আচঁড়ে কল্পিত বিষয়কে জীবন্ত করে তুলতে পারে ।পক্ষান্তরে, একজন আনকোরা শিল্পী যখন শিল্পচার্য জয়নুল কাক একেঁ বিশ্ববিখ্যাত হয়েছেন ভেবে নিজেও কাকা আঁকা শুরু করে্ন , তখন তা কেবলমাত্র ঘরে কিছু আবর্জনার ঝুড়িঁতে ফেলার যোগ্য কিছু কাগজই বৃদ্ধি করে।
তাই আগে নিজেকে শিল্পী হিসেবে গড়ে তুলতে হবে ,তারপর 'ছবি প্রদর্শনী' করতে হবে । আর আমার মধ্যে যদি সেই যোগ্যতা না থাকে তবে সেইদিকে পা না মাড়ানোই শ্রেয়। সবার যে সব যোগ্যতা থাকতেই হবে এমনতো কোনো কথা নেই, তাতে পৃথিবীও অচল হয়ে যাবে না ।
''কারণ সত্যই শক্তি''

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.