![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের প্রত্যেকের স্কুল জীবনে একটি গল্প পড়েছি অথবা শুনেছি 'একটি শিশুর মাতৃত্ব দাবী করে দুইজন মহিলা দাবী করেছেন ,কেউ তাদের দাবী ছাড়তে রাজী না।অবশেষে বিজ্ঞ বিচারক রায় প্রদান করলেন শিশুটিকে দুইভাগ করে দুই মহিলার মধ্যে ভাগ করে দিতে।'' ঠিক তখন মা হিসেবে দাবী করা একজন মহিলা চিৎকার করে বিচারকের উদ্দেশ্য বলতে শুরু করলেন 'আমার সন্তানের দরকার নেই, তবুও তাকে দুই ভাগ করার দরকার নেই ,তিনি শিশুটিকে অন্য মহিলাটিকে দিয়ে দিতে বললেন।'' গল্পের শেষটা আমরা সবাই জানি,তাই উল্লেখ করলাম না ।
গল্পটি আজকের আলোচনায় খুব বেশি প্রাসঙ্গিক না শুধু একটি বিষয়ের জন্য উল্লেখ করছি তা হচ্ছে 'ভালোবাসার রকমফের' । আমরা সবাই জানি ''শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব নিজেকেরকে কথায় কথায় স্বাধীনতার পক্ষের শক্তি, দেশপ্রেমিক বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন ।''
নাগরিক হিসেবে আমরাও তাদের সেই কথা বিশ্বাস করি । তারাই আসলে প্রকৃত দেশপ্রেমিক। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের চেয়ে কেউ এই দেশকে ভালবাসতেই পারে না। তাই দেশের মানুষও এক মাত্র তাদেরকেই অনুরোধ জানাতে পারে-
প্লিজ 'আপনারা প্রকৃত দেশপ্রেমিক হিসেবে দেশের বর্তমান অচলাবস্থা থেকে আমাদের মুক্তি দিন,দেশটাকে সুস্থভাবে চলতে দিন।আমাদের ব্যবসা-বাণিজ্য,শিক্ষা, চিকিৎসাসহ দৈনন্দিন জীবনকে অবিরাম ব্যহত হওয়ার হাত থেকে আমাদের রক্ষা করুন ।''
আমরা আপনাদের কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করি, আপনারাই প্রকৃত এবং একমাত্র দেশপ্রেমিক। আর আপনারা যেহেতু এই দেশকে সবচেয়ে বেশি ভালোবাসেন , তাই দেশ ও দেশের জনগণের কোনো ক্ষতি হোক তা আপনারা চাইতেই পারেন না, এটাও বিশ্বাস করি । সুতরাং কেবল আপনারাই পারেন, দেশের বর্তমান দুঃসহ অবস্থা থেকে ১৬ কোটি মানুষকে মুক্তি দেয়ার কার্যকরী উদ্যেগ গ্রহণ করতে।''
প্লিজ, আমাদের মুক্তি দিন।আমাদের আর ভোগাবেন না।আমরা মুক্তি চাই!!
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৭
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: ধন্যবাদ।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৪
নিলু বলেছেন: মুক্তি সহজ পথে পাওয়া না , মুক্তি পেতে মুক্তির আন্দোলন করতে হয় , আওয়ামীলীগ এবং বি এন পি এর মদ্ধে দন্দ কোথায় এবং দুইয়ের মধ্যে কার নিতী সঠিক তা আমাদের নিদ্ধারন করতে হবে , তারপর ==== ?
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৭
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮
মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: প্রকৃত দেশী প্রেমীক এই দুটো দলের একটাও যদি হতো তবে আজ আমাদের এ ধরনের সমস্যার মূখোমুখি হতেই হতোনা। আজ লাখো লাখো মানুষের জনজীবন হুমকির পথে। আজ বাড়ী বের হবার পূর্বে আমাদের হাজার বার ভাবতে হচ্ছে আমার গায়ে এসে ঐ বোমটা পড়বেনা তো?, বেঁচে ফিরবো তো বাড়িতে? নাকি আমার ছেলে দুটা আজই অনাথ হয়ে যাবে?
আমি এই দুই দলকে বলতে চাই, আপনাদের কারো কি বাড়ি বেড় হবার আগে এমন ফিলিং হয়। আমি জানি হয়না আপনাদের এমন ফ্লিংস্ কারন আপনারা তো ঘোরেন মহান প্রটেকশনে, আপনারা কি বুঝবেন জনগণের কষ্টকে।
আপনাদের অনুরোধ করছি, বন্ধ করুন আপনাদের এই ব্যাক্তিগত ক্ষমতা দখল কোলাহল, ভাবুন শুধু একবার আপনারা আমাদের কতটা কষ্টে রেখেছেন।
কথার অবশেষে মাকসুদুর রহমান ভাইয়ের মতো করে বলতে চা...
""আমরা মুক্তি চাই"""