নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মাকসুদুর রহমান

মোঃ মাকসুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃএসএসসি পরীক্ষার প্রয়োজন আছে কি ?

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫০


গত কয়েকদিন ধরে সরকারের মন্ত্রীরা এসএসসি পরীক্ষার জন্য চলমান সরকার বিরোধী আন্দোলন স্থগিতের আহবান জানাচ্ছেন।কিন্তু তারাই আবার লাগাতারভাবে বলে যাচ্ছেন বিরোধী দলের আন্দোলন বলে দেশে কিছু নেই।প্রশ্ন হচ্ছে, আন্দোলন যদি নাই হয়, তবে বন্ধের প্রশ্ন আসবে কেন ?তাঁর চেয়ে বড় প্রশ্ন হচ্ছে, দেশে কি এসএসসি পরীক্ষার প্রয়োজন আছে?
পরীক্ষা দিলে যেখানে জনগণের বিশাল অংকের ট্যক্সের টাকার অপচয় ঘটিয়ে ৯০ শতাংস পাস দেখানো হবে ।সাথে ফ্রি হিসেবে শেখ হাসিনা ও নাহিদ সাহেবের ক্লোজ আপ হাসি দেখে জনগণকে ধন্য হতে হবে।আর এ বছর না হয় আগেই ক্লোজ আপ হাসি দেখিয়ে ১০০ শতাংস ছাত্র-ছাত্রীকে পরীক্ষা না নিয়ে পাস করিয়ে দিলেন। তাতে অন্তত দেশের কোটি কোটি টাকার সাশ্রয় হলো।
তাছাড়া যে পার্লামেন্টের ১৫৪জন সদস্য কোনো প্রকার নির্বাচন না করে গঠিত হয়েছে সেখানে ছাত্র-ছাত্রীরা তো অন্ততঃ স্কুলে যাওয়া-আসা করেছে,তাই তাদের নিশ্চিতভাবে পরীক্ষা না দিয়ে পাস করার অধিকার রয়েছে।
সুতরাং দেশের বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধানের পুর্বে শুধুমাত্র এসএসসি পরীক্ষাই নয়, কোনো ধরনের পাবলিক পরীক্ষা নেয়ার কোনো প্রয়োজন নেই।দেশের সার্বিক স্থিতিশীলতার প্রয়োজনে কোনো না কোনো সময়ে জনগণকে ত্যাগ স্বীকার করতে হয়।
বাংলাদেশের জনগণ বর্তমান দমবব্ধকর রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে মুক্তি পেতে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

খেলাঘর বলেছেন:


পরীক্ষাকে 'টেইক হোম' পরীক্ষায় পরিনত করা সম্ভব।

পরীক্ষা হবে নিজের বাসায়; একজন ভলনটিয়ার আশে পাশের ৫/১০ জনের পরীক্ষা নেবেন। উনি কাগজ কেন্দের নিয়ে আসবেন।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

কলাবাগান১ বলেছেন: "দেশের সার্বিক স্থিতিশীলতার প্রয়োজনে কোনো না কোনো সময়ে জনগণকে ত্যাগ স্বীকার করতে হয়।"

হায়রে মানসিকতা মানুষকে পুড়িয়ে মেরে বলে যে আরো ত্যাগ স্বীকার করুন..। যে দল অশিক্ষিত লোকজন দ্বারা চালিত, তারা তো বলবেই পড়ালেখার দরকার নাই... জামাতি-রাজাকারা তো আর কাঠি সরেস.... মেয়েরা পড়ালেখা না করলেই তাদের পোয়াবারো

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

প্রবাসী ভাবুক বলেছেন: যে পার্লামেন্টের ১৫৪জন সদস্য কোনো প্রকার নির্বাচন না করে গঠিত হয়েছে সেখানে ছাত্র-ছাত্রীরা তো অন্ততঃ স্কুলে যাওয়া-আসা করেছে,তাই তাদের নিশ্চিতভাবে পরীক্ষা না দিয়ে পাস করার অধিকার রয়েছে।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৫

এরশাদ বাদশা বলেছেন: বাংলাদেশের জনগণ বর্তমান দমবব্ধকর রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে মুক্তি পেতে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

জনগন ত্যাগ স্বীকার করবে পরীক্ষা না দিয়ে? এই অযৌক্তিক আন্দোলনের কোনো ভিত্তিই নেই। বলছিনা যে হাসিনার সরকার ১০০% সফলতার সাথে দেশ চালাচ্ছে। কিন্তু কমপেয়ার করতে গেল রাজাকার আলবদর আর চোরের দল নিয়ে যে সরকার গঠিত হবে তার চেয়ে হাসিনার সরকার ঢের ভালো কাজ করছে। আপনার মতো দু একজন ব্রেইনওয়াশড কর্মী ছাড়া সেকথা সবাই মানবে। কিসের জন্য এই আন্দোলন? ক্ষমতায় যাওয়ার জন্যই তো...কি হবে এরা ক্ষমতায় গেলে???

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৭

খেলাঘর বলেছেন:
" কিসের জন্য এই আন্দোলন? ক্ষমতায় যাওয়ার জন্যই তো...কি হবে এরা ক্ষমতায় গেলে??? "

-ফালুর মত মালু হবে, কোকোর জায়গায় ফোকো হবে।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৭

এরশাদ বাদশা বলেছেন: পোস্ট রিপোর্টেড।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১০

চলন বিল বলেছেন: খুব ভালো বলেছেন। এখানে পরীক্ষা দেয়া না দেয়া মূল্য হ্রাস পায়

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

সুপ্ত আহমেদ বলেছেন: অফটপিক্স !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.