![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঘ যখন বৃদ্ধ অবস্থায় শিকার ধরতে ব্যর্থ হয়ে মানুষের দিকে থাবা বাড়ায়,তখন সে বুঝতে পারে এতকাল সে কতই না বোকা ছিল। সারা জীবন সে শুধু হরিন শিকারের পিছনে দৌড়ে শক্তি ও বুদ্ধি দুইয়েরই ক্ষয় করেছে।অথচ কি আশ্চর্য মানুষ শিকার করতে তাকে কোনো কষ্টই করতে হয়না।তাই বাঘ সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে সে মানুষ শিকার করেই বাকী জীবন কাটিয়ে দেবে।
ঠিক তেমনি আইন শৃংখলা বাহিনীর সদস্যরা যখন বিনাবিচারে হত্যার লাইসেন্স পেয়ে যায়, ভবিষ্যতে তারা আর কখনো পেশাগত উৎকর্ষতা প্রদর্শন করে তদন্ত পরিচালনা করে অপরাধী ধরতে চায় না কারণ এতে তো শক্তি ও বুদ্ধি দুটোরই ব্যয় হয়।
তাই আমাদেরকে অবশ্যই যেকোনো ধরনের বিচার-বহির্ভুত হত্যাকান্ড বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৪
নতুন বলেছেন: এই জিনিস আমাদের রাজনিতাকরা ক্ষমতার লোভে অন্ধ হবার জন্য বোঝে না....

আবার অনেক জনগনও এই হত্যকান্ডের সমথ`ন করে....