![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'সিদ্ধান্তহীনতা' একটি রাজনৈতিক দলের অন্যতম মৌলিক সমস্যা। এ ধরনের সমস্যা একসময় শূধুমাত্র ওই দলকেই নয় দেশকেও সামগ্রিক বিপর্যয়ের মুখে ফেলে দিতে পারে।যে সমস্যাটি এই মুহুর্তে বিএনপি'র রাজনীতির প্রেক্ষাপটে অধিকহারে প্রযোজ্য। একটি রাজনৈতিক দল দিনের পর দিন কিভাবে ''মস্তিস্ক প্রসুত বুদ্ধিবৃত্তিক রাজনীতির উপর নির্ভরশীল না হয়ে একদল অর্ধ শিক্ষিত গণবিচ্ছিন্ন পেশী শক্তি নির্ভর দূর্নীতিবাজ নেতৃত্বের কাছে দলকে বিলিয়ে দেয়'' তা বিএনপি'র বর্তমান অবস্থান চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এরপরও কি বিএনপি'র তথাকথিত বিপ্লবী নেতৃত্ব বলবেন বিএনপি'র রাজনীতি সঠিকভাবে চলছে ?
না , মোটেই সঠিকভাবে চলছে না । তাই সময় এসেছে উট পাখির মতো মুখ লুকিয়ে না থেকে বিএনপি'র সামগ্রিক রাজনীতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার । অনেক হয়েছে শীর্ষ নেতৃত্বের এখন অন্তত শতশত নেতাকর্মির ভবিষ্যত পরিণতির দিকে তাকিয়ে হলেও দলকে ঐক্যবদ্ধ করা। অন্যথায় বিএনপির জন্য ভয়ংকর রাজনৈতিক সময় অপেক্ষা করছে।
(পূণশ্চঃ বিএনপি'র উচিৎ সময় নষ্ট না করে অবিলম্বে ঢাকা (উত্তর ) সিটি কর্পোরেশন নির্বাচনে মাহী বি চৌধুরীকে সমর্থন প্রদান করা । দয়া করে আর 'সিদ্ধান্তহীনতা'য় ভুগবেন না।)
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
তারেকের গুরু মাহীই আসল ডাকাত হতে পারে ঢাকাবাসীর জন্য!