![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের কাছে,রাষ্ট্রের কাছে সবচেয়ে বড় প্রয়োজন মানবত্ব, মনুষ্যত্ব। মানুষ মনুষ্যত্ব লাভ করছে কি না সে দায়িত্বটা সম্পুর্ণ মানব সমাজের, রাষ্ট্রের । একটি দেশের শিক্ষাবিভাগের দায়িত্ব আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন-তাঁদের দেখা প্রয়োজন মানুষ হচ্ছে কি না। ক তগুলো ছেলে-মেয়ে এল আপনার বিদ্যালয়ে , দশ বছর পড়িয়ে আপনি তাদের পাঠালেন বিশ্ববিদ্যালয়ে। দেখা গেল পড়াশোনা করল, পাশ করল, ভালো রেজাল্ট করল অথচ তারা নিজের ভিতরে যে পশুত্ব বাস করে সেটাকেই বিণাশ করতে পারল না।
তাইতো এখনো চোখের সামনে একটি মেয়েকে দেখলে তা সে সহপাঠী বা অপরিচিত যেই হোক না কেন তার ভিতরে পশুভাব জেগে ওঠে ।এতে বুঝতে হবে আপনি তাদের কিছুই শেখাননি। বিশেষ করে মানুষ হয়ে ওঠার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যে মনুষ্যত্ব, সেটাই শেখাননি। অতএব , আগে মনুষ্যত্ব দিন , মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলুন।
(পূণশ্চঃ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন তাদের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষকে মনুষ্যত্ব সহ গড়ে তোলা।)
©somewhere in net ltd.