![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিটলারের উগ্র রাজনোতিক উচ্চাভিলাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির অন্যতম অনুঘটক হিসেবে বিবে্চিত।যার ফলে আজো জার্মান জাতি সারা বিশ্বের কাছে বিব্রত।তবে এই প্রথম কাকতালীয়ভাবে হলেও মধ্যেপ্রাচ্য সৃষ্ট শরণার্থী সংকট জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানবিক দায় এড়ানোর সূবর্ণ সুযোগ এনে দিয়েছে।তাই সারা বিশ্বের বেশিরভাগ উন্নত দেশ যখন শরণার্থীদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে , সেখানে জার্মানি তার সীমান্ত বলতে গেলে খুলে দিয়েছে।
এক আমেরিকা ও কানাডা যদি চায় তারা এই মুহুর্তে পাঁচ কোটি শরণার্থী গ্রহণের সক্ষমতা রাখে।তাই দূর্মূখেরা যে যাই বলুক না কেন মানবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন পরিবর্তন না হলে জার্মানি এই বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিতে রাজী হত না। যেখানে বর্তমান সারা বিশ্বের রাষ্ট্রসমূহের সংকীর্ণ রক্ষনশীল নীতিমালায় সীমান্তে নিশ্চছিদ্র নিরাপত্তার ফাঁক গলিয়ে সুঁই প্রবেশে করানো সম্ভব হয় না।
সেপ্রেক্ষিতে এটা নির্দ্বিধায় বলা যায় বর্তমান সিরিয়া নিয়ে বিশ্বের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে ঘরছাড়া লাখ লাখ শরণার্থীদের আশ্রয় দিয়ে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দায় কিছুটা হলেও ঘোচাঁতে পারবে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪১
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: হতে পারে ফালতু কথা । আমার মনে হয়েছে তাই বলেছি।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
ডক্টর ওসমান বলেছেন: আমি ইতিহাস পর্যালোচনা ও বর্তমানের জার্মান দের অবস্থা দেখে ঠিক পুরোপুরিভাবে বিশ্বাস করতে সাহস পাচ্ছি না যে তার দায় ঘোঁচাচ্ছে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৪
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: আপনার ধারণা উড়িয়ে দেয়া যায় না। তবে আমার হয় হয়ত তারা তাদের দায় কিছুটা হলেও ঘোঁচাতে চায়। আমি বেশ কিছু জার্মানির সাথে কথা বলে বুঝেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে তারা ভুলে যেতে চায়।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৩
কালীদাস বলেছেন: হাস্যকর পোস্ট দিয়েছেন। জার্মানরা ইউরোপের সবচেয়ে বিনয়ি জাতি। এদের দানখয়রাতে অনেকগুলো ইউরোপিয়ান দেশের ইকোনমি দাড়িয়ে আছে। সেকেন্ড ওয়াল্ড ওয়ারের জন্য ওরা দুঃখিত এবং ঐ রিলেটেড কোন ট্রেস পেলেও শক্ত পেনাল্টি দিতে হয় জার্মানিতে। রিফিউজি ঢুকতে দিচ্ছে নেহায়াত মানবতার জন্য। মেডিটেরিয়ানের এপাশে জার্মানদের জেনারেল ছিলেন ডেজার্ট ফক্স, যাকে তার শত্রুরা পর্যন্ত শ্রদ্ধা করত, এবং সেকেন্ড ওয়াল্ড ওয়ারে ঐ একটা জার্মান দখলকৃত জায়গাতেই কন জেনোসাইড উনি চালাতে দেননি, হিটলারের ব্যাপক চিল্লাচিল্লির পরও। তাহলে কিসের দায়বদ্ধতা জার্মানদের??
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪০
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: আপনার জন্ম মনে হয় জার্মানিতে হয়েছে। আর আপনি এমনভাবে কথা বলেছেন মনে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিতে একজন জেনারেল ছিল , আবার তিনি হিটলারের চেয়েও ক্ষমতাধর ছিলেন। জার্মানির দায়বদ্ধতা এই জন্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মানি শুরু করেছিলো। দায়বদ্ধতা এই জন্যে এই যুদ্ধে কোটি মানুষ মারা গিয়েছিলো।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
কালীদাস বলেছেন:
পুরাই জার্মান বানিয়ে দিলেন আমাকে! সাবাশ
যখন কমেন্টটা করি, তখনই বুঝেছিলাম এই টাইপেরই কিছু একটা রিপ্লাই পাব বাইদ্যাওয়ে, রিফিউজি ক্রাইসিস যখন শুরু হয় (গত মাসের শেষের দিকে) তখন কিছু জার্মান ফ্রেন্ডের সাথে আড্ডায় বলছিলাম যে আমাদের দেশে কিছু লোকের ধারণা জার্মানরা সেকেন্ড ওয়াল্ড ওয়ারের লজ্জা ঢাকার জন্য এখন এসব এইডের কাজ করে বেড়ায় সারা দুনিয়ায়, বা রিফিউজি নিয়ে বেশি মাতামাতি করছেনা হাঙেরির মত। উত্তরে সব কয়জন মুখ টিপে হেসেছিল। এজন্যই এদের বিনয়ি বলি, কারণ সাথে ফ্রেঞ্চ এবং ইটালিয়ান ফ্রেন্ডরা খ্যাক খ্যাক করে হেসেছিল।
এনিওয়ে, আমি লাকি যে আমি জার্মান না, নাহলে বাংলায় লেখা এই নিখাদ বিনুদন মিস করতাম ভবিষ্যতেও এরকম আনন্দময় পোস্ট আশা করব আপনার কাছে
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
অর্ণব আর্ক বলেছেন: ফালতু কথা।