![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন কোনো গুরুতর সমস্যা সকলেই দেখতে পায় , কিন্তু তা সমাধানের চেষ্টা করে না তখন তা বোঝাতে ইংরেজীতে ''Elephant in the room '' বাগধারার ব্যবহার করা হয়।বাংলাদেশে সাধারণ মানুষের ভোটাধিকার, ব্যক্তি নিরাপত্তা, সর্বোপরি গণতন্ত্র যে সংবিধানের পাতার মধ্যে বন্দী হয়ে পড়েছে অথচ এ থেকে দেশকে মুক্ত করার কোনো পদক্ষেপ কেউই নিচ্ছে না । সম্ভবত ইংরেজী ''Elephant in the room '' বাগধারাটির সত্যতা প্রমাণের জন্যই সবাই সবাই যেনো টিনের চশমা পরে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। যদিও এর খেসারাত একদিন আমাদের ভবিষ্যত প্রজন্মকে ভোগ করতে হবে।
©somewhere in net ltd.