![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্যেও নূন্যতম মাত্রা শিক্ষার প্রয়োজন । কথাটি বেশি প্রযোজ্য রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে। যে বা যে সকল রাজনৈতিক দলের নেতৃত্বের নূন্যতম শিক্ষার অভাব রয়েছে, সেইসব রাজনৈতিক দলের সামগ্রিক পতন অনিবার্য।
বাংলাদেশে বর্তমান সময়ে কিছু কিছু রাজনৈতিক দলের নেতৃত্ব পর্যায়ে নূন্যতম মাত্রার শিক্ষার তীব্র অভাব পরিলক্ষিত হচ্ছে।এবং তার অনিবার্য পরিণতি হিসেবে দলগুলি অবশ্য রাজনৈতিক খেসারাত দিতেও শুরু করেছে।
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল কোন কোন রাজনৈতিক দলের জন্য ভুল থেকে শিক্ষা না গ্রহণের খেসারাতেরই নামান্তর মাত্র।যদিও এক্ষেত্রেও ঐসকল রাজনৈতিক দলের একটা ভুল ব্যাখ্যা নিশ্চিতভাবে তৈরি আছে।
কারণ, ভুলের মধ্যেই যে তাদের একমাত্র আবাস।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪২
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: বুঝলেতো খুব ভালো । পাবলিকের বোঝাটা জরুরী।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
'যা কিছু ভালো তার সাথে প্রথম আলো'
কে কি করতে চায় আর কারা কি বলতে চায় পাব্লিক তা বুঝে।