![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্যামবর্ণের ছেলেগুলো ভালোবাসতে জানে!
ঠকবাজি তাদের চামড়ার সাথে যায় না।
তারা হুটকরেই যেমন কারো মনে ঠাঁই পায়না,
তেমনি একবার কাউকে ভালোবাসলে
হুট করেই তাকে ভুলতেও পারেনা!
শ্যামবর্ণের ছেলে গুলো
অদ্ভুত রকমের হ্রদয় নিয়ে জন্মায়।
ভালবাসার মানুষের কাছে সব সময় তারা লজ্জিত আর অপমানিত হয়।
শ্যামবর্ণের ছেলেগুলো
স্বভাব অনেকটা গলির ধারের কুকুরের ন্যায়!
নিজ জীবনে
একবার যারে ভালোবাসে, শত লাথিতেও তার সজ্ঞ ছাড়তে নারাজ!
শ্যামবর্ণের ছেলেগুলো
তাদের জীবনে রাজকুমারী কে চায়না!
বরং যাকে পায় তাকে রাজকুমারী করে রাখে!
অথচ এই সমাজ..
অথচ শ্যামবর্ণের ছেলেগুলো
সমাজের সুন্দরী রমণী গুলো
তাদেরকে নিয়েই খেলতে বেশী পছন্দ করে!
শ্যামবর্ণের ছেলেগুলোর স্বপ্ন নিয়ে খেলতে
এই সমাজ এক পৈশাচিক আনন্দ লাভ করে।
©somewhere in net ltd.