নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুনবেলায়েত

মামুনবেলায়েত

আমি প্রাকৃতিকতা ভালবাসি

মামুনবেলায়েত › বিস্তারিত পোস্টঃ

মনুষত্ব খোঁজা মানুষের দেশে গনতন্ত্রের জন্য মেকি লড়াই..।

২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৭

কোন অপরাধ নেই ,শুধু অপরাধ বাংলাদেশে বাস করে ,এই অপরাধেই লেলিহান আগুনে পুড়ে মরছে অসংখ্য মানুষ । কেউ গনতন্ত্র রক্ষা করতে রাতের অন্ধকারে গুম আর খুন করছে তো কেউ গনতন্ত্র পুনঃউদ্ধারের জন্য গাড়িতে পেট্টোল দিয়ে আগুনে বাংলাদেশী মারছে । গনতন্ত্র চাই ই চাই । প্রয়োজনে সামাজিক যোগাযোগের সকল মাধ্যম বন্ধ করা হবে ,প্রতিটি প্রতিবাদী মুখে সুপার গ্লু লাগিয়ে পাহারা দিবে গনতন্ত্রের লিজ পাহারাদারের সৈনিকরা ।তবু ও গনতন্ত্র রক্ষা করতে হবে । গনতন্ত্র পুনোউদ্ধারে প্রয়োজনে কাবাব হবে প্রতিটি বাংলাদেশী তার পর ও গনতন্ত্র চাই । অন্ন ,বস্র ,বাসস্থান , চাকুরী কিছুই চাই না । গনতন্ত্র চাই ,ভোটের মাধ্যমে সিল মারার অধিকারের গনতন্ত্র চাই ।এটাই এ দেশের গনতন্ত্র । ব্যালেট পেপারে সিল মারার অধিকার রক্ষা আর পুনঃউদ্ধারের মারপেছে আমরা সাধারন বাংলাদেশীরা । অসাধারন বাংলাদেশীরা তো উনাদের মাথা বিক্রি করেছেন অনেক আগেই চড়া দামে ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

মাহবুবুর রহমান (মাহা) বলেছেন: "গনতন্ত্র চাই"
ভাল লাগছে ভাই।

২| ২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠিকাছে।

তাগোর গুল্লি মারেন। গণতন্ত্রের ফেইক্কা ফালান... স্বৈরতন্ত্ররে বুকে টাইনা লন। সমস্যা নাই।

ভাইডি আপনি কন- আপনি কি চান?
বিদ্যুতের চারদপা মূল্য বৃদ্ধি থেকে জাতিকে রক্ষা-
হলমার্ক কেলেংকারীর ক্ষতিপূরণ
শেয়ারবাজার জালিয়াতির বিচার
বিডিআরের সত্য বিচার!
ট্রানজিটের নামে ভারতকে সারা বাংলাদেশ খুলে দেয়ার ব্যাপার কি মত?
কুইক রেন্টালরে নামে বহুমাত্রিক অর্থনৈতিক শোষন!
বিরোধিদলের মত প্রকাশে বাধা!
গুম
খুন
...............

কেমনে তা পূরণ করবেন। জাতি যদি তা থেকে দিশা পায়!

৩| ২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

মামুনবেলায়েত বলেছেন: যে দেশে তিতুমীর নেই ,নেই ভাসানী শেরে বাংলা ,সে দেশের জনতার এমন হবেই.......

৪| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩

মামুন আল আশরাফ বলেছেন: জানি না কবে দেশে শান্তি ফিরে আসবে.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.