![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন পুঁড়ে পুঁড়ে কয়লা হয়া মানুষ গুলো পেট্টোল বোমার আঘাতে দগ্ধ হচ্ছিল ,কিংবা কোন বাহিনী কতৃক বংশ নিধনের সুচনাতে যে মানুষগুলো বুকের ঠিক মাঝখানে গুলি খেয়ে রক্ত ঝরাচ্ছিল আর চটপট করছিল বাঁচার জন্য জবাই করা মুরগীর মত । অথবা পৃথিবীর মাথা বিক্রি করা কুৎসিত মানুষগুলো সম্পর্কে জানার আগেই যে শিশুটি আগুনে জলসে গেলো কোন এক বাসে তার মায়ের কোলে ,তাদের আত্মা এখনো ঘুরছে . এখনো ঘুরছে আত্ম চিৎকারে.এক এক করে জড়ো হচ্ছে সবগুলো আত্মা ।ওরা জানে কে পেট্টোল বোমার আগুনে পুড়িয়েছে তাদের .জানে কার হুকুমে নিরোপরাধী হয়ে ও গুলির আঘাতে রক্ত বিলালো জমিনে । চিৎকার করতে করতে আত্মাগুলো জড়ো হচ্ছে .চেয়ে দেখো তারা আসছে ..তোমাদের দিকে তোমরা যারা মাথা বিক্রি করে দিয়ে টকশোতে মিথ্যাচার করছো দালালি করছো .চেয়ে দেখো আত্মাগুলো আসছে তোমাদের গুলশান কিংবা বঙ্গভবনের দিকে । ওরা জানে কারা চিনিমিনি খেলছে আমাদের স্বপ্ন গুলো নিয়ে । ওরা জানে ,ওরা আসছে দগ্ধ লাশের আত্মাগুলো , ক্রসফায়ার নাটকের বুকে গুলি খাওয়া লাশের আত্মাগুলো আসছে ,তোমাদের মিথ্যাবাদী চ্যানেল গুলো গুড়িয়ে দিতে আসছে .ওরা আসছে..
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৯
মাটি আমার মা বলেছেন: ওদের আসতেই হবে। বিবেকের তাড়নায় এ জাতিকে সাড়া দিতেই হবে। নতুবা ধ্বংস হবে এই জনপদ, সভ্যতা। যদি আধো সভ্যতা বলে কিছু থেকে থাকে।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭
নিলু বলেছেন: পুরাতন প্রেতাত্মার সংখ্যাই তো বেশী
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার লেখার অন্তনির্হিত বক্তব্য ভালো । তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে অনেক সময় বানান ভুল একটি ভালো লেখাকে পড়ার ব্যাপারে পাঠকদের আগ্রহ নষ্ট করে। আপনার পোষ্টের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।
যদি সম্ভব হয়, লেখার বানানগুলোকে একটু ঠিক করে নিন। বানানের ব্যাপারে ব্লগে অনেক ভালো ভালো পোষ্ট আছে। পোষ্টগুলো পড়ে দেখার অনুরোধ রইল।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫
হুতুম বলেছেন: ওরা আসছে তেড়ে আসছে তোমাদের দিকে...