নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
আমি জানতাম এমনটাই হবে এবং আপনি ই সেটা করবেন!
উড়ে আসা এই মন্তব্যে ফিরে তাকালাম! কথাটার মাঝে আশাভঙ্গের যে বেদনা ছেলেটার চোখে তার বিন্দুমাত্র ছোঁয়া নেই। বরং সেখানে ভয়ঙ্কর ভাবে ফুটে উঠেছে না পাওয়ার তীব্রতা। এই দৃষ্টি আমার খুব চেনা।
ফাইনাল ইয়ার চলছে, দুরন্তবেগে ছুটে আসা পরীক্ষার চোখ রাঙানী উপেক্ষা করে পুরোদমে নাককানে ধোঁয়া ছুটিয়ে সামাজিক কাজকর্ম করে যাচ্ছি। হলের ধামাকা বিদায় অনুষ্ঠানের (র্যাগ ডে ) জন্য সকাল থেকে দুই যায়গায় চান্দাবাজি করে এসে মন মেজাজ ফুরফুরা বেশ। বেশ বুঝলাম কর্পোরেট স্পন্সর যোগার করতে খালি মাঞ্জা আর চাপা মারলেই চলে। হল গেটে আসতেই বাঁধন( স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) ত্রাণ সংগ্রহকারী দলের সবার সাথে দেখা, ওদের সাথে যেতে হবে। শাহানুর জিজ্ঞেস করল এত পট্টি মাইরা তুমি ত্রান সংগ্রহে নামছ? দিবে কেউ কিছু ? নিদেনপক্ষে মুখটা তে একটা অসহায় ভাব আনো চেহারায় তো সূর্যের আলো আছাড় খায়। কইলাম আরেয়ে ধুর মাঞ্জা তো মারছি চান্দা বাজীর লিগা সাধু ইংরেজি তে যারে কয় স্পন্সর আনা।
মতিঝিল এ জি বি কলোনিতে নেমে সবার গ্রুপ আলাদা করছিলাম অল্প সময়ে সবগুলো বাসায় থেকে ত্রাণ করার জন্য, এর মাঝেই এই বিড়ম্বনা। পরিচয়ের প্রথম দিন কি এমন করলাম তোমার সাথে আমি! বলে প্রশ্ন বোধক দৃষ্টি ছুড়ে দিলাম। উত্তর এলো, আমি প্রানপন চাইছি আপনার গ্রুপ এ থাকতে আপনি ঠিক আমাকেই অন্যদের সাথে দিলেন! অবাক হতে গিয়ে হেসে ফেললাম। শুরুতেই ঘোষণা দিলাম যে বাসায় রেফ্রিজেরেটর আছে সবার আগে সেখানে সাহায্য চাইতে যাব- ঠান্ডা পানি চাই। পাশের এক পিচ্চি পালটা আমাকে প্রশ্ন করল, আপনি কেন আগেই ভেবে নিয়েছেন এখানে সবার বাসায় ফ্রিজ নেই ? আচ্ছা চলো অন্য ভাবে বলি "যে বাসায় আমি চাহিবা মাত্র ঠাণ্ডা পানি দিতে বাধ্য থাকিবে এমন বাসায় যাই " আর বলে মনে মনে চিন্তা করছি, ইয়া আল্লাহ ইউনির শেষ পর্যায়ে এসে কার দোয়া কবুল হইল একের পর এক বেইজ্জতি।
এই নিয়ে আজ তৃতীয় দিন এলাকার সিনিয়র ভাই এর রুম থেকে ঘুরে যাচ্ছি একা কথা বলার কোন সুজোগ’ ই পেলাম না। ধরেই নিলাম আগামী কালকের ইন-কোর্স টা খরচের খাতায় গেল। এই মুহূর্তে সিগেরেট ও তিতা লাগছে ! আজকেও দেখলাম ওরা হাত ধরাধরি করে রাস্তা পার হচ্ছে আর তটিনীর ঢেউ হয়ে আছড়ে পরছে তার হাসি সমস্ত ক্যাম্পাস জুড়ে। দেখেতে তো মনে হয় এক্কেবারে চামার শ্রেণীর তার কথায় এত হাসি! কি এত কথা ! কী ই বা এমন গল্প! এতসব ভাবতেই মাথায় আগুন জ্বলে উঠে। আধা খাওয়া সিগারেট টা মাটিতে না ফেলে নিজের ডান পায়ের পাতায় ফেলে বা পা দিয়ে ডলতে লাগলাম।নিশ্চিত সারারাত আজ ক্যাম্পাসের পথের ধুলায় আল্পনা আঁকবো। ফেব্রুয়ারির ক্যাম্পাস কখনো ঘুমায় না! দেখলাম রাতজাগা ঝরা ফুলগুলো আমার যন্ত্রণার সঙ্গী হয়ে সুবাস ছাড়াচ্ছে তুমুল।
এক্সাম হল থেকে বেরুতেই হুড়মুড় করে দুপুর নেমে এলো, আর আমার প্রহর শুরু হল ওর জন্য প্রতীক্ষার। যতক্ষণ কাছে পাই ততক্ষন বসন্ত! যতক্ষণ ছুঁয়ে থাকি শরত স্নিগ্ধ শিউলি সৌরভে মাখা ক্ষন। ঠিক যতটা মুহূর্ত ওর সান্নিধ্যে ততটুকুই ফাল্গুধারায় অবগাহনের সুখ! ওর কাছে থাকা মানে ওড়নার আঁচলে সমস্ত তারা গুলি কে কুড়িয়ে নেয়া।
আজকাল গন্তব্যে পৌঁছাতে ক্লান্ত লাগে পথটা আরো অল্প দীর্ঘ হলেও পারত, আমার একাকীত্বের সাথে মানিয়ে যেত বেশ। মনে হচ্ছে দীঘল সূর্যের ওই পাশ থেকে কেউ ডেকে যাচ্ছে আমাকে আর আমি আজন্ম খুঁজে ফিরছি তোমার কাছে যাবার পথ। কি রে এতক্ষন থেকে তোকে ডাকছি সবাই মিলে শুনতে পাস না নাকি? আরেয়ে কি হইছে তোর এক্ষন দেকতাছি ফিট খাবি।
না কিছু হয় নাই ভাই এমনি হাঁটছিলাম টি এস সির দিকে। ভাল কথা টি এস সি যাবি , কিন্তু এই খোমা কার লিগা বানাইছস ? আমার কাছে গেছিলি শুনলাম ক্যান গেছিলি সেই খবর ও রাখি। ঐসব চিন্তা বাদ দে, এমনিতে সিনিয়র তোর, তার উপর পছন্দ আছে। চাইলেই ওর প্রেমিক কে টাইট দেওন যায়, কিন্তু সেও তো আমাদের সিনিয়র ভাই ই। আমি শুধু শুকনো একটা হাসি দিলাম। ভাই বললেন আচ্ছা চল আমিও যাচ্ছি টি এস সি।
রুমে ফিরেই চিরকুট পেয়েছি “ এসেছিলাম তোমাকে না পেয়ে ফিরে যাচ্ছি, সোনার মেয়ে! আজ আর দেখা হচ্ছে না, তবে ততক্ষণ আমার হৃদয়ের যত্নের ভার কিন্তু তোমার উপর”। চমৎকার একটা রোদ ঝলমলে দিন বিষণ্ণতার আলোতে ছেয়ে গেল, কি আর করা নিজেকে কাজে ডোবালাম রুমমেট পিচ্চি কে শাড়ি তে সাজালাম। প্রজাপতি মেয়েটা মনে হচ্ছে উড়ে যাবে! বলল আমার সাথে একটু টি এস সি আসো আপু আজ আমি প্রথম কবিতা পড়বো। একটু গুছিয়ে নিয়ে নিজেকে বের হলাম।
তোমার পাশের জঞ্জাল টাকে উড়িয়ে দেয়ার তীব্র বাসনা যখন তখন বুকে পাখা ঝাঁপটায়। শুধু তোমাকে দেখলেই সেই ইচ্ছেটাকে গলা চেপে খুন করি, ঠিক এভাবেই একদিন আমার সমস্ত দ্বিধা কে নির্বাসনে পাঠিয়ে। তোমাকে বলে দেবো আমার একাকীত্বের সাতকাহন! একদিন অবশ্যই বলবো, বলতেই হবে। এই যে মিঃরাস পুটিন! সমস্ত সত্ত্বায় বেহাগের করুন সুরের অস্তিত্ব জাহির করে কোথায় চললেন? এই কথা শুনে পিছনে ফিরে যখন ওকে দেখি! অসহ্য সুখ শব্দ টার মর্ম অনুভব করি শিরায় শিরায়। আমি পালটা প্রশ্ন করলাম, বিষণ্ণ হৃদয়ের তরুণ কি এই প্রথম দেখলেন ? হাসিতে আলোর ঝরনা ছড়িয়ে বলল- জানতো পৃথিবীর সমস্ত বিষণ্ণতার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করা আছে। বইমেলা তক পায়েপায়ে সপ্তসুরের বীন বাজলো, আনন্দ উচ্ছলতায়। মাঝ রাস্তায় থেমে তাকে জানালাম - তোমাকে চাই ! ঠিক সেই মুহূর্ত টা পৃথিবী তে ইতিহাস হয়ে থাকল আমার হৃদয়ে, ক্ষণিকের নিস্তব্ধতা শেষে ওর হাসির কালবৈশাখী, ফাল্গুনের মিষ্টি রোদ কে লণ্ডভণ্ড ফেললো। কিছুই বলল না, পাশের স্টল থেকে আনিসুল হক এর গাধা বই টা কিনে তাতে লিখলো “ গাধা আবীর! আমার কাছে একটাই মাত্র সফল ভালোবাসার গল্প আছে। আর ভালোবাসার গল্প একটার বেশি থাকা ঠিক না।
সবচাইতে বিচ্ছিরি পরিক্ষাটা ১৫ ফেব্রুয়ারী আর সবচাইতে কঠিন হৃদয়ের ছেলেটাকে আমি ভালোবাসি! ঠিকঠিক সাফ জানিয়ে দিলো পরীক্ষার শেষে অপেক্ষা করবে লেকচার থিয়েটারের সামনে। এই দুদিন দেখ হচ্ছে না।
ভালোবাসা দিবসের দুপুরে লাল খামে চিঠি পেলাম, আনন্দম আনন্দম !
যাক কালকের পরীক্ষা তাহলে উৎরে গেল, মনে মনে ভাবলাম কঠিন হৃদয় তাহলে সুরে ভিজেছে! ওর চিঠি ভেবে অস্থির হয়ে পড়া শুরু করলাম। লাল রঙের হৃদয় শেপের কার্ড পাঠিয়েছে পিচকা, হায় রে।
কোনদিন জানবে না ঠিক কখন তোমাকে ভালবেসেছিলাম
কোনদিন বলব না কতবার লুকিয়ে তোমার হাসি চুরি করেছিলাম
কাউকে বলিনি হারিয়ে যাওয়া স্বপ্নের গল্প-
ছোট্ট জল কন্যার কষ্টেরা যেমন সমুদ্রের সৌন্দর্য্য কে মহিমা দিয়েছে
আমার কষ্ট গুলো ও দেখবে ঠিক
তোমার জীবনের আকাশে খুশীর তারা হয়ে জ্বলবে।
জোছনার ঢেউ দেখবো যখন তোমাকে ভাববো
চঞ্চল বৃষ্টির খুশী ঝর্না ছড়ালে তোমাকে ভেবে নিবো
বুক ভরে এই অসহ্য সুন্দর পৃথিবীতে নিঃশ্বাস নেবো
শুধু তোমায় ভেবে নিয়ে।
ঐ যে হলদে হয়েআসা শিমুল গাছকে যখন কার্বন ডাই অক্সাইড বিলাবো
তুমি শুধু তুমি থাকবে আমার ভাবনা জুড়ে।
নিজের জন্মের সময় নির্ধারণ কারী নই আমি, কেমন করে যে ঠিক ১৮২৫ টি দিন পরে জন্ম নেয়া আমাকে তোমাকে পাবার আবেদনে পিছিয়ে দিলো। পাঁচবছর! মাত্র পাঁচ বছরের ব্যবধান কি অতোটাই বড় প্রাচীর! একটুও পারলেনা আমার জন্য অপেক্ষা করতে তুমি।
শুধু মনে রেখো গাধা হয়েছি বলেই তোমার ভার আমি সারাটি জনম বয়ে বেড়াতে পারবো।
আবীর!
১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৮
মনিরা সুলতানা বলেছেন: মামুন ভাই প্রতিষ্ঠিত গল্পকারদের কাছে ভাল কিছু শুনতে খুব ভাল লাগে কৃতজ্ঞতা ভাই । ছোট্ট একটা জীবনে কতকিছু দেখা হয়ে গেল , গল্পগুল তাই জীবন থেকেই তুলে আনি ।
ভাল থাকবেন ভাইয়া
২| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৯
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অসাধারণ লাগলো । বেশ মজাও । আবেগটা ঠিকই ছুঁয়ে গেলো ।
গল্পে ভালোলাগা ।
১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৪
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পার্সিয়াস...
অন্যদের কথা জানি না , আমার সব সময় অব্যাক্ত কথা গুল বুঝে নিতে ভাল লাগে ।
আবেগ টা আপনাকে ছুয়ে জেতে পেরেছে তাইতেই লেখক ধন্য
শুভ কামনা ভাইয়া
৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:১২
প্রবাসী পাঠক বলেছেন: গল্পে দ্বিতীয় ভালো লাগা রইল।
১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ প্রবাসী ...
শুভ কামনা
৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২০
আবু শাকিল বলেছেন: আবেগ,কিছু পুরনো দিনপুঞ্জি এবং কিছু ভালবাসার কথা জানলাম।
ভাল্লাগছে আপু।
ভাল থাকবেন।
১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২১
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ...।
সব পুরনো ই ইতিহাস সব ইতিহাস ই গল্প
শুভ কামনা
৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক মজা পেলাম....
ভাষা খুবই প্রাঞ্জল.... গল্পও সুন্দর....
১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৩
মনিরা সুলতানা বলেছেন: মইনুল ভাই ...
মাইন্সের কস্টে মজা পাওয়া ঠিক না
থ্যাঙ্কু থাঙ্কু গল্প সুন্দর বলার জন্য
৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫
এহসান সাবির বলেছেন: রা রা রাস পুটি.. রাশান লাভ মেশিন....
রাস পুটিন নামটা দেখে বনি এমের গানটার কথা মনে পড়ে গে।
সুন্দর গল্প।
১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪২
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা এহসান সাবির ...
এই গান টার আমি সুধু রা রা রাস পুটিন ই বুঝতে পারেছি বিভিন্ন জায়গায় শুনে
অনেক অনেক ধন্যবাদ শুভ কামনা
৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: নিজের জন্মের সময় নির্ধারণ কারী নই আমি ,কেমন করে ঠিক ১৮২৫ টী দিন পরে জন্মনেয়া আমাকে তোমাকে পাবার আবেদনে পিছিয়ে দিল । ৫ বছরের ব্যাবধান কি এতোটাই বড় প্রাচীর ? একটু ও পারলে না আমার জন্য অপেক্ষা করতে ।
সময়কে ব্যাখ্যা করার নতুন এক ধারনা পেলাম। আমার অফিস কলিগ আবীর কে দেখালাম লেখাটা। একটু মচকি হাসলো.....
লেখয়ায় ++
১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
মনিরা সুলতানা বলেছেন: ইশ এত্ত জলদি ধরা খেয়ে যাবো বুঝি নাই , আবীরের কোণ কলিগ ব্লগে আছে জানলে নাম চেঞ্জ করে দিতাম
সময় ব্যাখার নতুন ধারনা কোথায় কাজে লাগালেন , খবর দিয়েন ।
শুভ কামনা ইমতিয়াজ ,++ এর জন্য এত্তগুলা ধন্যবাদ
৮| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০
তুষার কাব্য বলেছেন: একরাশ ভাললাগা ।
১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১২
মনিরা সুলতানা বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ কাব্য ।।
আপনার জন্য একরাশ শুভ কামনা
৯| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৭
কলমের কালি শেষ বলেছেন: কিভাবে সহ্য হয় এওোগুলা আবেগ !!
গল্পে পিলাচ লাগা ।
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫১
মনিরা সুলতানা বলেছেন: আবেগ ভালু জিনিশ ।
পিলাচ এর লিগা এত্তগুলা ধইন্যবাদ
১০| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
খেলাঘর বলেছেন:
বিরক্তিকর
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম খেলাঘড় ...
ভাই এই বিরক্তিকর ব্যাপার আপনার সাথে যেন দ্বিতীয় বার না ঘটে সেই জন্য আপনি ব্যাবস্থা নিবেন না আমি সাহায্য করব
শুভ কামনা
১১| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৪৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এসেছিলাম তোমাকে পেলাম না চলে গেলাম , সোনার মেয়ে আজ আর দেখা হচ্ছে না , ততক্ষণ আমার হৃদয়ের যত্নের ভার তোমার উপর ।
চমৎকার কিছু লাইন আছে লেখাটাতে।শুভেচ্ছা আপু।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫০
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম রেজওয়ানা আপু ...
অনেক অনেক ধন্যবাদ প্রশংসার জন্য
আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা
১২| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "আপু শুধু মনে রেখো গাধা হয়েছি বলেই তোমার ভার আমি সারা জনম বয়ে বেড়াতে পারবো ।"
(গাধা না হয়েওতো আজীবন তেনাদের ভার বয়ে বেড়াচ্ছি । )
তবে বড়গল্পটি বড়ই ভালো লেগেছে ।
১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩
মনিরা সুলতানা বলেছেন: যার জা কাজ সেত তা করবেই ভাইজান
১৩| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাহলে ধরে নিচ্ছি , সিন্দাবাদের ভুতের মত অন্যের ঘাড়ে সওয়ার হওয়া যাদের কাজ , তারা তা করবেই
২২ শে নভেম্বর, ২০১৪ রাত ২:২৭
মনিরা সুলতানা বলেছেন: আগেইন জিক্স
১৪| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
জুন বলেছেন: অনেক বার এসে ফিরে গেছি । কিন্ত আজ আসা আমার ব্যার্থ হয়নি। অনেক অনেক ভালোলাগলো দিনপঞ্জী নাকি গল্প নাকি প্রিয় ব্লগার মনিরা সুলতানার একান্তই কিছু ব্যক্তিগত কথা
+
২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
মনিরা সুলতানা বলেছেন: আপু পুরোটাই গল্প ,তবে নিজের দেখা কিছু অভিজ্ঞতা আছে ।
বহুদিন পর আমি নিজেও ফিরে এসছি ব্লগে আপু , খুব ভাল লাগছে আপনাদের লেখা পড়তে
১৫| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০১
আরমিন বলেছেন: অসাধারণ !
মুগ্ধপাঠ!
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৭
মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে আপু অনেক অনেক দিন পর ...
কেমন আছ তুমি ?
অনেক অনেক ধন্যবাদ
১৬| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৫
আরমিন বলেছেন: চতুর্থ প্লাস !
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৮
মনিরা সুলতানা বলেছেন: ইইয়েসস আমি প্লাসায়িত ।।
মি আনন্দিত
শুভ কামনা আরমিন
১৭| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
লেখার মাঝে ম্যাজিক আছে। পুরোটা সময় আটকে যেতে হলো। স্মৃতিচারণা মূলক হলেও লেখায় আবেগের বিন্যাস, লেখার প্যাটার্ন, শাবলীল বর্ণনা সব মিলিয়ে অসাধারণ লাগল।
+++++
২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
মনিরা সুলতানা বলেছেন: সত্যি বলছিস নাকি , আপা কে খুশি করলি ভাই ?
+++++ এর জন্য থ্যাংকস
১৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
নারে আপা অনেক সময় নিয়ে পড়ছি। কিছু কিছু লাইন খুব টাচ করে গেছে।
২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০
মনিরা সুলতানা বলেছেন:
১৯| ২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন । ৫ম ভালোলাগা +
অনেক শুভকামনা রইল
২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৩
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা রায়হান ...
+++ এর জন্য ধন্যবাদ
শুভ কামনা
২০| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯
নুরএমডিচৌধূরী বলেছেন: অসম্ভব ভাল লেগেছে আমার
লিখায়++++
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
মনিরা সুলতানা বলেছেন: নুরএমডিচৌধূরী ভাই , লেখায় স্বাগতম ...
+++++ এর জন্য কৃতজ্ঞতা
অনেক অনেক শুভ কামনা
২১| ২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
শোভন শামস বলেছেন: একরাশ ভাললাগা ।
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৬
মনিরা সুলতানা বলেছেন: পরিব্রাজক ভাই কে অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা রইল
২২| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৬
অতঃপর জাহিদ বলেছেন: আপুরা সব পারে এক মাত্র অপেক্ষা ছাড়া।
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৯
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা ভাল বলেছেন ...
আপু রা অপেক্ষা ও করতে পারে , সেই গল্প না হয় আর একদিন শোনাবো
লেখায় স্বাগতম জাহিদ ।।
শুভ কামনা আপনার জন্য
২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৪
এমএম মিন্টু বলেছেন: শুভ সকাল
০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬
মনিরা সুলতানা বলেছেন: শুভ সকাল, বিজয়ের মাসের শুভেচ্ছা
২৪| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫
মাহফুজ তানজিল বলেছেন: এককথায় অসাধারণ! তীব্র আবেগ মন ছুঁয়ে গেল!
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৩
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম মাহফুজ তানজিল
পাঠকের ভাললাগা লেখায় আনন্দ যোগায় ।।
শুভ কামনা
২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৯
অন্তরন্তর বলেছেন:
আসলেই মুগ্ধপাঠ। এমন গল্প বার বার পড়া যায়।
অনেক ভাল লাগা গল্পে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৩:১৯
মনিরা সুলতানা বলেছেন: মন ভাল করা মন্তব্য.......
শুভ কামনা
২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪
দুঃখী__ বন্ধু বলেছেন: তোমার গুনমুগ্ধ শুধু আবীর নয় আরো অনেক গাধা আছে আমি জানি । আমি নিজেও সে রকম । একটা সফল প্রেম চিরদিন উজ্জ্বল থাকুক ।এই শুভকামনায় ।
০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭
মনিরা সুলতানা বলেছেন: সফল প্রেমের পিছনের ইতিহাস এ থাকে অনেক অনেক বেশি আত্ম ত্যাগ হৃদয় ক্ষরণের ছাপ । এটাই সত্যি যে যো জিতা ওহি সিকান্দার "
সব কিছু র পর জীবন অনেক অনেক সুন্দর
বেচে থাকা আনন্দময়
শুভ কামনা নাপা
২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭
দুঃখী__ বন্ধু বলেছেন: আরেকটি কথা গল্প পাঠে মুগ্ধতা আর ভাললাগা , পরিণত সুন্দর , বিষন্নতা আনন্দ সব কিছুর তারুণ্যদীপ্ত উপস্থিতি । আরো আরো লিখ , এই প্রার্থনায় ...
০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০২
মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ বন্ধু ...
এই লেখার শেষ করে পোস্ট করার পিছনের একজন তুমি
২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০০
মহান অতন্দ্র বলেছেন: আপনার সব কটি লেখা পড়লাম আপু । খূব ভাল লেগেছে । মনে হয়েছে আপনার কাছে শেখার আছে ।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
মনিরা সুলতানা বলেছেন: সময় নিয়ে লেখা গুল পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মহান অতন্দ্র
আপনার লেখা অনেক ভাল ভাল লাগে ...
শুভ কামনা
২৯| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪
বাংলাদেশী দালাল বলেছেন: দিদি সালাম আন্ড স্যালুট।
কেমন আছেন?
স্মৃতিচারণের প্রেক্ষাপট জানতে ইচ্ছে হচ্ছে।
আধ খাওয়া সিগারেট টা মাটিতে না ফেলে নিজের ডান পায়ের পাতায় ফেলে বা পা দিয়ে ডলতে লাগলাম
১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২
মনিরা সুলতানা বলেছেন: ও আলাইকুম আস সালাম ভাই...
আমরা তো আলহামদুলিলাহ ভাল আপ্নি কেমন আছেন??
ভাই স্মৃতি চারন না, পুরটাই গল্প..
তবে লেখার উপাদান চারপাশ থেকে ঈ নেয়া
লাস্ট লাইন কি আপ্নার জীবনের সাথে মিলে গেল???
শুভ কামনা
৩০| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০০
খেয়া ঘাট বলেছেন: তোমার গুনমুগ্ধ শুধু আবীর নয় আরো অনেক গাধা আছে আমি জানি । আমি নিজেও সে রকম । একটা সফল প্রেম চিরদিন উজ্জ্বল থাকুক ।এই শুভকামনায় ।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪
মনিরা সুলতানা বলেছেন: আহা কপি পেস্ট আর আমাদের নাপা মনি এই দুই না হলে কি জে হত আমাদের, ভাবতেই ভয় লাগে
লেখা কস্ট করে পড়ছ তো নাকি শুধু মন্তব্য গুলি পড়লা???
এই সুজুগে একটা তথ্য দিয়ে রাখি এটা পুরটাই এক্টা গল্প লেখার অপচেস্টা... আনারী লেখক কিনা তাই সবাই নিজের কাহিনি ভাবে
শুভ কামনা
৩১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৩
না পারভীন বলেছেন: যে আমার মন্তব্য কপি করেছে তার সংগে কিন্তু আমার ঝগড়া চলছে ।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৪
মনিরা সুলতানা বলেছেন: সন্ধি করার পথে এক ধাপ কপি পেস্ট ওয়ালা এগিয়েছে
নেক্সট ইউর ...
৩২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৫
বোকামানুষ বলেছেন: ইশশশ....... বেচারা আবীর
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪১
মনিরা সুলতানা বলেছেন: আহা
হাহাহাহা
শুভ কামনা
৩৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো গল্পটা। অনেক শুভকামনা রইলো।
০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম তাহসিনুল ...
লেখায় সার্থকতা খুঁজে পাই পাঠকদের চমৎকার সব কমেন্ট এ
অনেক অনেক শুভ কামনা
৩৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯
আরমিন বলেছেন: কেমন আছ মনিরা আপু?
০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮
মনিরা সুলতানা বলেছেন: ভালো আছি রে আপুনি ...
তোমার কেমন চলছে ?
খুব খুব জলদি আমাদের কে একটা সুন্দর লেখা দাও
শুভ কামনা আপু
৩৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ লাগল।
ভালো লাগা আর আবেগের মিশেলে মুগ্ধ হয়ে পড়ে গেলাম।
শুভ কামনা রইল এমন সব অসাধারণ লেখা উপহার দেবার জন্য।
+++
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৩
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজপুত্র ...
++++ এ কৃতজ্ঞতা , এই ধরনের মন্তব্যে লেখার সাহস পাই
আজীবন ভেবে এসছি আমার ভাবনায় ভুল আছে
শুভ কামনা
৩৬| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: পুরো লেখাটি পড়া হলো না মতিঝিল এজিবি কলোনীর কথা শুনে।। আইডিয়ালে পড়েছি,পাশও করেছি ফয়জুর স্যারের আন্ডারে।। জীবনের উদ্দাম-উচ্ছলতার দিনগুলিও কেটেছে এই এজিবিকে ঘিরেই। এফ টাইপ,টি এনটি থেকে জী টাইপ থেকে ম্যাডিক্যাল জোনের প্রতিটি ইন্চিতে ছিল পদচারনা।
আপনি ফিরিয়ে নিয়ে গেলেন সেই দিনগুলিতে।। যা প্রায় ভুলতে বসেছিলাম।। (বাকি লেখাটুকু আর পড়া হলো না,দুঃখিত। বোঝেনইতো আবেগের এবং স্মৃতির প্রাধান্যই বেশী)।।
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:১০
মনিরা সুলতানা বলেছেন: ভাল থাকুক স্মৃতিরা
শুভ কামনা ভাইয়া
৩৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩১
বিপ্লব06 বলেছেন: এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। বাকিগুলাও সময় করে পড়া লাগবে।
১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩
মনিরা সুলতানা বলেছেন: লেখায় সাগ্বতম বিপ্লব
আপনার লেখায় হিউমার আমাকে মুগ্ধ করেছে
অনেক অনেক ধন্যবাদ সময় করে আমার লেখায় আসবার জন্য
শুভ কামনা
৩৮| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯
সাফরিনলিপি২ বলেছেন: খুবই ভাল লেগেছে, ভাল থাকুন।
১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত আপু ...
আপনার ভাল লেগেছে জেনে আমার ও ভাল লাগছে
শুভ কামনা
৩৯| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫০
এহসান সাবির বলেছেন: নতুন পোস্ট চাই আপু....!!
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৮
মনিরা সুলতানা বলেছেন: হে আল্লাহ আপুর আইলসামি কাটিয়ে দাও দোয়া করেন ভাই
প্যারায় আছি , ধৈর্য নিয়ে বসে লিখতে ইচ্ছা করে না
শুভ কামনা
৪০| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২
সায়েদা সোহেলী বলেছেন: কপি পেস্ট মন্তব্য দিতে মন চাচ্ছে
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬
মনিরা সুলতানা বলেছেন: লেখক বলেছেন: আহা কপি পেস্ট আর আমাদের নাপা মনি এই দুই না হলে কি জে হত আমাদের, ভাবতেই ভয় লাগে
লেখা কস্ট করে পড়ছ তো নাকি শুধু মন্তব্য গুলি পড়লা???
এই সুজুগে একটা তথ্য দিয়ে রাখি এটা পুরটাই এক্টা গল্প লেখার অপচেস্টা... আনারী লেখক কিনা তাই সবাই নিজের কাহিনি ভাবে
শুভ কামনা :
আমিও কপি পেস্ট
৪১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫
সায়েদা সোহেলী বলেছেন: হি হি হি
আপু আমি কিন্তুু জিজ্ঞেস করিনি কে কলা খাচ্ছে
আবির টা গাধাই , আমি হলে বই না কিনে সুমনের সিডি কিন্তাম -- তোমাকে চাই ,
শেষ পর্যন্ত তোমাকে চাই
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৪
মনিরা সুলতানা বলেছেন: ইশ কেন যে আবীর এর তোমার মত একজন পরামশক রাখলাম না, পরেরবার অবশ্যই ।একজন ভাল বুদ্ধির কাউকে রাখব আবীরদের সাথে.
৪২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫২
সায়েদা সোহেলী বলেছেন: আবীর দের পরামর্শ দেওয়া হয় সুলভে -- সাইনবোর্ড টানিয়ে একটা অফিস খুলে বসবো নাকি? ??
আমার বেকারত্ব সমস্যা দুর হবে , সমাজ সেবাও হবে
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৩
মনিরা সুলতানা বলেছেন: খুব ভাল হয় তাহলে ।।
তোমার বেকার সমস্যার সমাধান আর ফেসবুক , ব্লগের দিশেহারা জনতার গতি , আর আমার গল্পের চরিত্র গুলির গ্রহন যোগ্যাতা বাড়ে টাইলে ...
শুভ কামনা ফর ইউর অফিস উইথ সাইন বোর্ড
৪৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৩
জাফরুল মবীন বলেছেন: জীবনঘনিষ্ট লেখাটি হৃদয় ছুঁয়ে গেল
অনেক অনেক শুভকামনা জানবেন।
অট: ৭৮দিন অতিক্রান্ত হয়েছে....আপনার নতুন পোস্ট ভূমিষ্ট হচ্ছে না কিন্তু
২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬
মনিরা সুলতানা বলেছেন: মবীন ভাই আমি পড়তে পড়তে লেখক
আপনাদের লেখা পড়েই যায় বেলা ...
লেখা পড়েছেন ভাল লাগল
শুভ কামনা
৪৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
মোঃ ইসহাক খান বলেছেন: আবেগ এবং গতিময়তা আছে গল্পে।
শুভেচ্ছা রইলো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম মোঃ ইসহাক খান
আমার মনে হয় আমি ব্লগে একঘড়ে টাইপের পাঠক, জানি না কিভাবে আমি আপনার কোন লেখা পড়ার আগেই আপনার প্রকাশিত বই উপহার হিসেবে পেলাম আপনার কোণ একজন মুগ্ধ পাঠকের কাছে থেকে ।
আপনার মন্তব্য এ ভাললাগা ।।
শুভ কামনা
৪৫| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৪
বিপ্লব06 বলেছেন: "কোন দিন জানবে না ঠিক কখন তোমাকে ভালবেসেছিলাম
কোন দিন বলব না কতবার লুকিয়ে তোমার হাসি চুরি করেছিলাম
কাউকে বলিনি হারিয়ে যাওয়া স্বপ্নের গল্প ।"
ভালো লাগছে!!!
১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১২
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ..
আপনার নতুন লেখা পাচ্ছি না কেন?
শুভ কামনা
৪৬| ০৭ ই মে, ২০১৫ দুপুর ২:৩১
নীলপরি বলেছেন: খুব খুব ভালো লাগলো ।
০৭ ই মে, ২০১৫ বিকাল ৩:২৮
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ পরী
৪৭| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ২:৪৭
নক্ষত্র নীড় বলেছেন: এরকম গল্প পড়তে পড়তে খুব কষ্ট হয়।গল্পের জায়গাগুলো সমিল আমারও।যদিও সেখানে কোনো জমাটি নায়িকা ছিলনা।
২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের সুবাদে আজকে অনেকদিন পর আমি নিজেও নিজের লেখা পড়লাম ;
আহা রে আনন্দময় ব্লগিং সময় ছিল সেটা ,আমার নিজের লেখা ভাবতেও একটু আলাদা লাগছে ।
আপনার জীবনের গল্প যেনে ভালোলাগল !
অনেক অনেক ভালোথাকার শুভ কামনা আপনার জন্য ।
৪৮| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯
নক্ষত্র নীড় বলেছেন: আপনার নিবিড় প্রতি মন্তব্য আনন্দিত।ও হ্যাঁ আমন্ত্রণ জানাতে নাকি!আমন্ত্রণ।
২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
মনিরা সুলতানা বলেছেন: গ্রহন করলাম !!
৪৯| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
জাহিদ অনিক বলেছেন:
পুরো গল্প থেকে আমার নজর কেড়েছে এই লাইনটা, নিজের জন্মের সময় নির্ধারণ কারী নই আমি ; কেন কেড়েছে সে কথা বলব না, সে জ্বালা যন্ত্রনা কেউকে বলব না ; বলব বাচি কি যে সুখে, দিন যায় কথা থাকে !
তারপর, এই কথার পরে বলতে মন চায়, এতদিন কোথায় ছিলে পাখির নীড়ের মত চোখ তুলে নাটরের বনলতা সেন।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৫
মনিরা সুলতানা বলেছেন: আজ আমার নস্টালজিয়ার দিন
আজ আমার পুরনো লেখার দিন !!
বিকেলে মিথী এসে " প্রিয় তালিকার রূপবতীদের দেখে গেছে ,এখন আবার কবি জাহিদ !!!!
ভালোলাগা ভালোলাগা আপনাদের আগমন ঘিরে ।
আমার যদ্দুর মনে হয় এই গল্পে এসে কবি মনোভাব ছিলো ঠিক এমন
পরীক্ষার হলে প্রশ্ন পত্র কমন পরলে যেমন
পুরো গল্প থেকে আমার নজর কেড়েছে এই লাইনটা, নিজের জন্মের সময় নির্ধারণ কারী নই আমি ; কেন কেড়েছে সে কথা বলব না, সে জ্বালা যন্ত্রনা কেউকে বলব না ; বলব বাচি কি যে সুখে, দিন যায় কথা থাকে
থাক আমাদের বলার দরকার নেই " কী যে একা দীর্ঘ রাতের বর্ণনা ঝিলমিল কে দিলেই হবে "
তারপর, এই কথার পরে বলতে মন চায়, এতদিন কোথায় ছিলে পাখির নীড়ের মত চোখ তুলে নাটরের বনলতা সেন।
আরেয়ে আরেয়ে বনলতা সেন চলে এসছে এর মধ্যই !!!!!
শবনম শবনম
দিলে জানে একি নাম " বিদায় নিয়েছে তাহলে !!!
৫০| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২
জাহিদ অনিক বলেছেন:
নাহ ! আপনি দেখছি ঝিলমিল আর শবনম দিয়ে আমাকে কুপোকাত করার চেষ্টা চালাচ্ছেন।
এটা কিন্তু খুব ভাল হচ্ছে না ! এই খেলায় আমার কোন হাতিয়ার নেই; অথচ আপনার হাতে দুই দুইটা বল্লম !
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
মনিরা সুলতানা বলেছেন: কবি লড়াই তো সেই কবে ই শেষ
তাছাড়া এই হাতুড়ে কবির হাতে শত বল্লম থাকলেও লক্ষভেদ উহার সাধ্য নেই ।
৫১| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৯
জাহিদ অনিক বলেছেন:
হরতাল ! হরতাল ! হরতাল !
আপনি বড্ড ফাঁকিবাজ ও চতুর।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ২:২৭
মনিরা সুলতানা বলেছেন: এই রে !!!
ঘরের কথা , পরে জানলো কেমনে
৫২| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৬
জাহিদ অনিক বলেছেন:
ঘরের কথা পরে জানলো কিভাবে !
তার থেকেও বড় কথা কথাটা তাহলে সত্য !
কনফেশন দেয়ার জন্য ধন্যবাদ।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০
মনিরা সুলতানা বলেছেন: এই মন্তব্যের উত্তরের জন্য এই গল্প থেকেই শব্দ ধার করতে হচ্ছেঃ
"ইয়া আল্লাহ ব্লগিং এর বৃদ্ধ বয়সে এসে কার দোয়া কবুল হইলো ,একের পর এক বেইজ্জতি "
৫৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫২
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা হা,
কার দোয়া কবুল হইলো জানলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। আমার অনেক দোয়া বাকী আছে। অনেক কিছু চাইতে হবে।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ২:২৬
মনিরা সুলতানা বলেছেন: খুঁজে , চলেছি .....স্নিগ্ধ সেই মুখ
৫৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৫
জাহিদ অনিক বলেছেন:
একের পর এক বেইজ্জতি বেইজ্জতি!!!
মোটেই না, অনুরাগ! অনুরাগ!
শুভ রাত্রি কবি।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ !! ধন্যবাদ !!!
৫৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০০
মলাসইলমুইনা বলেছেন: এখন আমি বড় আর্কিয়োলজিস্ট ! কেমন করে হারানো অতীতের গর্ভ থেকে (তি----ন বছর আগের !) বের করে এনে পড়লাম পৃথিবীর সেরা শিরোনাম দেওয়ায় গল্পটা ? চমৎকার ! আমার প্রিয় ব্লগার মনিরা সুলতানা ছাড়া এই গল্প আর কে লিখতে পারবে ? খুবই ভালো লেগেছে |
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯
মনিরা সুলতানা বলেছেন: ও মাই গড !!!!!!
এত কল্পনার বাইড়ের !!!!
সত্যই ই আপনি মারাত্মক বড় একজন আর্কিয়োলজিস্টঃ
পৃথিবীর সেরা শিরোনাম দেওয়ায় গল্পটা ?
আচ্ছা প্রশ্ন বোধক কেন ? পৃথিবীর সেরা শিরোনাম যে আমি ছাড়া কারো পক্ষে সম্ভব না ,এই নিয়ে এখন ও ও আপনার সন্দেহ আছে !!!!!! মর্মাহত হলেম ।
চমৎকার ! আমার প্রিয় ব্লগার মনিরা সুলতানা ছাড়া এই গল্প আর কে লিখতে পারবে ? খুবই ভালো লেগেছে |
এক লাইনে মন ভালো করে দিলেন।
অনেক অনেক ধন্যবাদ এত আগের একটা লেখা পড়ে এত্ত সুন্দর একটা মন্তব্যের জন্য ।
শুভ কামনা ।
৫৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
মলাসইলমুইনা বলেছেন: আছে কি কোনো সেই পুরুষোত্তম যে আমার কথা চ্যালেঞ্জ করবে,তাই প্রশ্ন বোধক চিহ্ন ? এক্সক্লেমেটরি সাইন দিলে আমার বিস্মিত ভালো লাগাটা হয়তো ঠিকই বোঝানো যেত কিন্তু চ্যালেঞ্জটা বোঝানো যেত না| প্রশ্ন বোধক চিহ্নর শানে নুযুলটা আর কিছু না,এটাই | ভালো থাকবেন |
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০০
মনিরা সুলতানা বলেছেন: আজকাল দুবাই এর যে ক্রাউন পিন্স শেখ হামদান খুব চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছে হরদম সে এক এক অর্গানাইজেশনে যেয়ে ফিটনেস চ্যালেঞ্জ দিয়ে আসছে । আপনার চ্যালেঞ্জ শুনে তা মনে পড়লো ।
ধন্যবাদ ফিরে এসে চমৎকার করে বোঝানোর জন্য ধন্যবাদ ।
শুভ কামনা ।
৫৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার শিরোনামে লেখা গল্পটা পড়ে মুগ্ধ হ'লাম।
"ওর কাছে থাকা মানে ওড়নার আচলে সবগুলো তারা গুলিকে কুড়িয়ে নেওয়া" - বাহ, এটাও খুবই চমৎকার কথা।
"শুধু মনে রেখো গাধা হয়েছি বলেই তোমার ভার আমি সারা জনম বয়ে বেড়াতে পারবো।" - কি সরল অনুরাগ এবং তার স্বীকারোক্তি!
গল্পে ভাল লাগা + +
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪
মনিরা সুলতানা বলেছেন: আপনি সত্যি ই একজন দুর্দান্ত পাঠক !!!!
আপনার পাঠ ,পাঠে মুগ্ধতার প্রকাশ সবকিছু ই দারুন উৎসাহ দেয় লেখায়।
বিশ্ববিদ্যালয় জীবন যাদুকরী এক সময় নিঃসন্দেহে !!!! তাতে জুড়ে থাকা স্মৃতি ,কথা সব কিছুই বেশ চমৎকার হয়।
আপনার ভালোলাগা প্রকাশ এবং ++++ এর জন্য ধন্যবাদ।
৫৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৮
মিথী_মারজান বলেছেন: এত সুন্দর একটা গল্প আমি কেন এতদিন পড়িনাই!!!
ওর কাছে থাকা মানে ওড়নার আঁচলে সবগুলো তারা গুলিকে কুড়িয়ে নেওয়া - এই লাইনটা আমি মনেহয় জীবনেও কখনো ভুলবোনা। এতো ভালোলেগেছে লাইনটা আমার কাছে।
অন্যরকম সুন্দর একটা গল্প!
৪৯ নং মন্তব্যের প্রতিউত্তরে আমার নামটা দেখে সেই দিনটার কথা মনে পড়লো।
আজও মনে আছে যেদিন আপনার প্রিয় তালিকার রূপবতীদের লেখাটা পড়েছিলাম।
সত্যি বলতে সেদিন থেকেই আপনার রুচিবোধ, মননশীলতা আর লেখার অনন্য স্টাইলের সাথে আমার পরিচয়।
আপনার কিছু লাইন, কিছু শব্দ, আমি আগেও আপনাকে বলেছি কথাটা আপু, আমি আনমনে গুনগুন করি মাঝেমাঝে।
ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা প্রিয় আপু আমার।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক দিন পর কেউ এই লেখায় ! তাও আবার প্রিয় প্রিয় কেউ
কেউ কেউ থাকে যাদের সান্নিধ্য, সব পেয়েছির আনন্দে দেয়। সব সব সব ই ভালোলাগে তখন।
অনেক ধন্যবাদ মিথীমনি আমার অতটাই মুগ্ধ পাঠক হবার জন্য ; ভালোবাসা।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৩
মামুন রশিদ বলেছেন: লেখাটায় তাজা একটা আবেগ আছে, খুব বেশি জীবনঘনিষ্ট গল্পে যা হয় আরকি!
এই যে মিঃ রাস পুটিন ,সমস্ত সত্ত্বায় বেহাগের করুন সূরের অস্তিত্ব জাহির করে কোথায় চললেন ?
দারুণ