নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু বিশ্বজুড়ে সুবিশাল বাংলা পরিধি

.....Rest on one's oars

ম েনা েন শ দাস

আপনার যদি সামুতে জেনারেল অথবা সেইভ নিক থাকে - তাহলে অবশ্যই আপনি থাকতে পারবেন পৃথিবীর সবচাইতে বড় বাংলা ভাষাভাষীদের কেন্দ্র বিন্দুতে ।

ম েনা েন শ দাস › বিস্তারিত পোস্টঃ

এপ্রিল ফুল আমরা প্রতিদিনই উদ্যাপন করি !

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০২

আজ ইংরেজী মাসের ১লা এপ্রিল । এপ্রিল ফুল ডে । প্রতি বছর এই দিনটি বিশ্বব্যাপী অল ফুল ডে উদ্যাপন করা হয় । বিশ্বের বহু দেশের মানুষ এই দিনে কাওকে বোকা বানিয়ে মজা উপভোগ করে থাকেন । কিন্তু মজার বিষয় হচ্ছে , আমরা বাংলাদেশীরা প্রতিদিনই এই দিনটি উদ্যাপন করে থাকি । যেমন, কেনা কাটা । আমরা দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিনই কিছু না কিছু কিনে থাকি । তন্মধ্যে চাল- ডাল, মাছ- মাংস,শাক- সবজি , ইলেকট্রিক- ইলেকট্রনিক্সসহ আরো অনেক কিছু । যা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না । এসমস্ত পণ্য একদামে বিক্রি হয় এমন দোকানের সংখ্যা খুবই কম । অধিকাংশ দোকানেই আমাদের পণ্য কিনতে হয় দর- দাম কষে । বিক্রেতার চাওয়া (হাঁকা) উৎভট দামে কখনও বিব্রত বোধ করি আবার কখনও প্রতিকূল পরিবেশ থেকে উত্তীরণে ভেবে- চিন্তে সঠিক ক্রয় মূল্য মনে করে সঠিক দাম দিয়ে ক্রয় করি বলে মনে করি । পণ্য কেনার পর বাড়ি নিয়ে আসলে পরিবারের সদস্যদের কাছে ফুল (বোকা) বনে যাই । বলা হয়, ঠকে কিনেছি । আমাকে বোকা বানানো হয়েছে । আমাদের দেশে এমন কি কোন পরিবার আছেন ? যারা এই বিষয়টির বা ফুল বা বোকা হওয়ার মুখোমুখি হননি বা হবেন না । মনে হয় এ থেকে উত্তীরণের পথ আমাদের রুদ্ধ করে দেয়া হয়েছে । এর জন্য দায়ী কে বা কারা তা আমার জানা নেই । পণ্য বিক্রেতাদের কাছে জানতে চেষ্টা করেছি , এমন উদ্ভট বা অতিরিক্ত দাম চাওয়ার কারণ কি ? বিক্রেতা জানান, আমাদেরকেও এমন পরিস্থিতির (দর-কষাকষি) মোকাবেলা করে ক্রয় করতে হয় । এনিয়ে একটি প্রবাদও আমাদের দেশে প্রচলিত আছে । তা হচ্ছে, কিনে পর্তা করতে না পারলে বিক্রি করে খুব বেশী মুনাফা বা লাভ পাওয়া যায় না । উইকিপিডিয়া সূত্রে জানা যায়, ফ্রান্সে এপ্রিলের শুরুর দিকে ডিম ফুটে বাচ্চা বের হয় । এই শিশু মাছগুলোকে সহজে বোকা বানিয়ে ধরা হয় । সেজন্য তারা ১ এপ্রিল পালন করে এপ্রিলের মাছ । এদিন বাচ্চারা অন্য বাচ্চাদের পিঠে কাগজের মাছ ঝুলিয়ে দেয় তাদের অজান্তে । অন্যরা দেখে তাকে বোকা বলে । এটাতো গোপনে বা অজান্তে বোনা বানানো । আমরা প্রকাশ্যে প্রতিদিন জ্ঞাত হয়ে বোকা হই । তাও আবার শিশুরা না আমরা বুড়োরা । এই বোকামি বা ফুল হওয়ার শিকার আমাদের কতকাল হতে হবে তা বলা মুশকিল !

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৬

বনমানুষহনুমান বলেছেন: এপ্রিল ফুল আমরা প্রতিদিনই উদ্যাপন করি !একমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.