| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশ্বাসের শব্দ অনুভব করি জোরে জোরে
আমি ঢুকে যাই মিশে যাই অস্থিতে
আমাকে আটকে ফেলে হৃৎপিণ্ডের কোঠরে
শিহরণ জাগে শিরায় শিরায়
কোন এক হিংসুটে শব্দে আমার চৈতন্য ফেরে
নিজেকে ঝাঁকিয়ে নেই পায়ের দুলুনিতে চুপচাপ বসে বসে
পায়ে দোল হাঁটুতে দোল দুলনিতেই অনুভব
এ তো শুধু মনের সাথে মনের
এ তো শুধু ভাবনার সাথে ভাবনার
এরপর ফুলে ফেঁপে ওঠে মাতাল বাতাস
মাঠও দোলে ঘাটও দোলে আরও দোলে ঘাটের নৌকা
এপার ওপার পারাপার
ভিতর বাহির ভালোবাসার সম্ভার
নিজেকে নিজে বাহুবিস্ট করে আলিঙ্গন করে
উপভোগ করি মিটমাট করি অনুভবের মুহূর্ত
----মশিউর রহমান
০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৬
মশিউর বেষ্ট বলেছেন: স্বাগতম ও ধন্যবাদ ।
২|
০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:২৫
খায়রুল আহসান বলেছেন: বেশ লিখেছেন, কবিতা ভালো লেগেছে। পছন্দের কিছু পংক্তিমালাঃ
নিজেকে ঝাঁকিয়ে নেই পায়ের দুলুনিতে চুপচাপ বসে বসে
পায়ে দোল হাঁটুতে দোল দুলনিতেই অনুভব
এ তো শুধু মনের সাথে মনের
এ তো শুধু ভাবনার সাথে ভাবনার - আর...
নিজেকে নিজে বাহুবিস্ট করে আলিঙ্গন করে
উপভোগ করি মিটমাট করি অনুভবের মুহূর্ত -
কবিতায় প্রথম 'লাইক' দিয়ে গেলাম।
০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪
মশিউর বেষ্ট বলেছেন: জনাব, আমার ব্লগপাতায় আপনাকে স্বাগতম। ধন্যবাদ।
৩|
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:০০
কবীর বলেছেন: খুব সুন্দর হয়েছে।।
ভালো লাগলো।
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:০৭
মশিউর বেষ্ট বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৬ ভোর ৬:৪১
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: সুন্দর । ভাল লাগল।