| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই জীবন একটা অলৌকিক শ্রেষ্ঠ পুরষ্কার!
কোন কিছু পাওয়া না পাওয়াতে দুঃখ পাই কেন?
দুঃখ পাওয়া উচিত না। তাও আমরা দুঃখ পাই!
কারণ আমরা চাই। আপন করে পেতে চাই।
চাওয়া যখন পাওয়া হয়না তখই দুঃখ পেতে হয়।
এই জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের কাছে মূল্যবান।
আমরা সবায় এর মূল্যচুকাই বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে
প্রতিটা জীবনই অর্থপূর্ণ
প্রতিটা জীবনেরই স্বতন্ত্র প্রাপ্তি আছে
কারোটা কারো থেকে কম না
আমরা একই সাথে সবায় মনিব এবং চাকর
আমরা সবায় যাত্রী মৃত্যুর দিকে……
--মশিউর রহমান
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৬
মশিউর বেষ্ট বলেছেন: সু-স্বাগতম। ধন্যবাদ।
২|
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৮
অরুনি মায়া অনু বলেছেন: শেষের লাইনটি যখনই মনের মাঝে জাগে তখন জীবন বড় মূল্যহীন মনে হয়। চাওয়া পাওয়ার কোন কিছুই আর মনে আসেনা তখন। আমাদেরকে ফিরে যেতে হবে এটা অমোঘ সত্য।
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৫
মশিউর বেষ্ট বলেছেন: তবে মৃত্যু কামনা করা ঠিক না। স্মরণ করা উচিৎ। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০১
তাওহীদ৭১তমাল বলেছেন: আমরা সবাই যাত্রী, মৃত্যুর দিকে