![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর ও মননশীল জীবনের প্রত্যয়ে এগিয়ে যেতে চাই।
এই সেই কমপ্লেক্স যেখানে আস্তানা গেড়েছিল লাদেন।
তাঁর নাম শাকিল আফ্রিদি। লাদেনের নাগাল পেতে পাকিস্তানে টিকাকরণের ভুয়ো ক্যাম্প খুলেছিলেন। সেই ক্যাম্পের আড়ালে থেকে এই চিকিৎসক চালিয়ে যেতেন ক্রমাগত নজরদারি। তিনি না-থাকলে ওসামা বিন লাদেনের হদিসই পেত না আমেরিকা। সিআইএ-কে তিনিই দেখিয়ে দেন, লাদেন কোথায় লুকিয়ে। কখন, কোন পথে, কীভাবে যেতে হবে আক্রমণে, তা-ও তিনি বলে দিয়েছিলেন।
জানেন, সেই শাকিল আফ্রিদি আজ কোথায়? পাকিস্তানের জেলে পচছেন। হ্যাঁ, আর অন্য কোনও শব্দ নয়, ‘‘পচছেন’’। গত পাঁচ বছর ধরে জেলবন্দি হয়ে রয়েছেন একসময়ের বন্দিত এই চিকিৎসক।
শাকিল এখন তাঁর মধ্যপঞ্চাশে। তাঁকে ২৩ বছরের কারাবাস দেওয়া হয়েছে। অথচ, আইনজীবীর সঙ্গে তাঁকে দেখা দেওয়া হচ্ছে না। একটা ছোট্ট, অন্ধকার ঘরে তাঁকে রেখে দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়। বছরে মাত্র ৬ বার, তা-ও অত্যন্ত কম সময়ের জন্য।
লাদেন লুকিয়ে ছিল অ্যাবটাবাদে। কেউ ঘুণাক্ষরেও টের পাননি, যে শহরে পাকিস্তানের মিলিটারি অ্যাকাডেমি যে শহরে, যে শহরে সকাল-সন্ধে সেনার গাড়ির চাকায় ধুলো ওড়ে, সেখানেই আত্মগোপন করে থাকবে লাদেন। কিন্তু শাকিল টের পেয়ে যান। আমেরিকার সেন্ট্রাল ইনটালিজেন্স এজেন্সি বা সিআইএ-র সঙ্গে শাকিলের যোগাযোগ কীভাবে হয়েছিল, তা অবশ্য অজানা। কিন্তু হেপাটাইটিস সি-র টিকা দেওয়ার অছিলায় যে ক্যাম্প তিনি অ্যাবটাবাদে খুলেছিলেন, সেই ক্যাম্পই হয়ে উঠেছিল গোটা মার্কিন প্রশাসনের একমাত্র আকর্ষণ।
২০১১ সালে ঠিক আজকের দিনেই হত্যা করা হয়েছিল ওসামা বিন লাদেনকে। যে কম্পাউন্ডে লাদেন থাকত, নেভি সিল্স-এর দু’টি কপ্টার এই দিনে তার মাটিতে অবতরণ করে। পাক মিলিটারি অ্যাকাডেমি থেকে মাত্র এক কিলোমিটার দূরে চালানো এই অপারেশনে নিকেশ করা হয়েছিল বিশ্বের ত্রাসকে।
কিন্তু তার পরে? মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামার প্রশংসায় প্লাবন চতুর্দিকে। ধন্য ধন্য পড়ে গিয়েছে সিআইএ-র। আর শাকিল আফ্রিদি? জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে তাঁকে গ্রেফতার করে পাকিস্তান। সেই যে অন্ধকার কুঠুরিতে ছুড়ে ফেলা হয়েছিল, আজও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। সিআইএ এবং মার্কিন প্রশাসনও বেমালুম ভুলে গিয়েছে তাঁকে।
এই না হলে ‘ইনাম’?
সূত্র : এবেলা
২| ০৩ রা মে, ২০১৬ সকাল ৭:৩৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লাদেনের অবস্থান জানা ছিল না বলে পাকিস্তান যতই সাফাই দিক, তারা ঠিকই তার অবস্থান জানতো। এবং সম্ভবত তারাই তাকে লুকিয়ে থাকতে সহযোগিতা করেছে।
৩| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:৪৬
নক্শী কাঁথার মাঠ বলেছেন: হেপাটাইটিস সি-র টিকা হয়না, হেপাটাইটিস বি এর হয়।
০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:৫২
এম. এ. কালাম বলেছেন: ব্লগ বলেন, ফেইসবুক বলেন, এই সব সোসাল মিডিয়ার একটা উপকারিতা কি জানেন? নিজে কিছু জানা এবং অন্যকে জানানো। এই পোস্টটা একটা খবর মাত্র, আমি নিজেও জানতাম না যে হেপাটাইটিস সি-র টিকা হয়না, তাই খবরে যে ভাবে ছিল সেভাবেই প্রকাশ করেছি। এইযে একটা ভুল ধরে দিলেন সেটা আমার জন্য লাভই হয়েছে। নতুন একটা অজানা তথ্য জানতে পারলাম। শুধু যে প্রশংসাই পাব সেটা ভাবা ঠিক না, সমালোনা মানুষকে শিক্ষা দেয়।
অনেক ধন্যবাদ ভাই, নক্শী কাঁথার মাঠ।
৪| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৩২
হুকুম আলী বলেছেন: এসব কাজ যারা করে তারা পরবর্তীতে কঠিন শাস্তির মুখোমুখি হয়। এরকম ইতিহাসে অনেক উদাহারণ আছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৬ রাত ১২:২৪
কাক রূপ কবি বলেছেন: এবেলা ফালতু নিউজ পোর্টাল। তথ্যসূত্র এটা না দিয়ে ভালো কিছু থেকে দিলে ভালো হত।