নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

এম. এ. কালাম

সুন্দর ও মননশীল জীবনের প্রত্যয়ে এগিয়ে যেতে চাই।

এম. এ. কালাম › বিস্তারিত পোস্টঃ

মহারাষ্ট্রে গোমাংসে নিষেধাজ্ঞা বাতিল করে দিল বম্বে হাইকোর্ট

০৬ ই মে, ২০১৬ রাত ১০:৩৮


গোমাংস খাওয়া বা বিক্রি করার উপর মহারাষ্ট্র সরকারের জারি করা নিষেধাজ্ঞা খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি সুরেশ গুপ্তের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

মহারাষ্ট্রে গোহত্যা অবশ্য আগের মতোই নিষিদ্ধ থাকছে। কিন্তু অন্য রাজ্য থেকে গোমাংস আনা, বহন করা, বিক্রি করা বা খাওয়ার উপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না বলে মহারাষ্ট্রের হাইকোর্ট জানিয়ে দিয়েছে।

গোহত্যা মহারাষ্ট্রে অনেক আগে থেকেই নিষিদ্ধ। বিজেপি সে রাজ্যে সরকার গঠন করার পর থেকেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস গোমাংস রাখা, বিক্রি করা এবং খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে তৎপর হন। ২০১৫ সালের মার্চে মহারাষ্ট্র অ্যানিমাল প্রিজার্ভেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট নামে একটি আইন মহারাষ্ট্রে বলবৎ হয়। সেই আইনের মাধ্যমেই সে রাজ্যে গোমাংস রাখা, বহন করা, বিক্রি করা এবং খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। বম্বে হাইকোর্ট শুক্রবার আইনের ওই অংশটিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা
০৬-০৫-২০১৬

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৬ সকাল ১১:৩৪

বাংলার জামিনদার বলেছেন: ঐদেশের লোক কি খেয়ে বাচবে তা তাদের ই ঠিক করতে দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.