নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার তেমন কিছুই নেই। সাধারণ একটা ছেলে। অতি সাধারণ একটা মানুষ হয়েই থাকতে চাই..

মো: আব্দুল মোমেন

ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।

মো: আব্দুল মোমেন › বিস্তারিত পোস্টঃ

আসুন দুর্নীতিকে না বলি....।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪

শাসক শ্রেণি দুবর্ল শ্রেণির উপর সর্বদাই জোর পূর্বক ক্ষমতা প্রদশর্ন করবে এটাই স্বাভাবিক।
পৃথিবীর ইতিহাসও তাই বলে, দাস প্রথার আগেও কিন্তু শক্তি কিংবা বল প্রয়োগের একটা ক্ষমতাসীন দল ছিলো, তার আগেও হয়ত এই নিয়মেই পৃথিবী চলত!
পৃথিবীর সামগ্রিক বহুকিছু পরিবর্তন হলেও নিয়ম বা প্রথার পরিবর্তনটা খুবই কম হয়।
যুবকের সাথে বৃদ্ধরা যেমন শক্তিতে পারেনা তেমনি গরীবরাও ধনীদের সাথে লাগতে যায়না!
পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও আবার অনেকেই আছেন যিনারা টুপির ফাঁকে নতুবা দাঁড়ির মাঝে ঘুষ বানিজ্যের জন্য প্রসিদ্ধ!
এক স্যার আমাকে একদিন বলেছিলেন,
মোমেন অফিস সময়ে দুপুর বেলা নামাজ পড়ার জন্য মসজিদে লোকের ভিরে জায়গা ধরেনা আবার মসজিদের পাশেই বড় বড় বিল্ডিং গুলোতে ওইসব লোকরাই টাকার খেলায় মাতোয়ারা!
আশ্চর্য হওয়ার কিছু নেই, ইতিহাস আমাদের এমনটি বলেনা,
এই টাকার খেলার পিছনের চিত্রটা আরেকটু ভিন্ন!
ক্ষমতার দাপটে কিংবা ক্ষমতাসীনরা বিশাল অংকের টাকা খরচ করে যেমন উপরে উঠার শিরি তৈরি করে দেয় তেমনি ওইসব শিরি বেয়ে উঠা মানুষ গুলোকে কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা!
চাকরি দেওয়ার নাম করে, আগাম অথবা চাকরি হওয়ার পরে চলে টাকার খেলা!
এখন আর মানুষ বাহু শক্তির উপর নিভর্র করেনা,বরং মেধা শক্তিকে অপপ্রয়োগ করাটাই মূখ্য হয়ে উঠেছে।
শত শত বছরের পুরোনো ইতিহাসকেও হার মানাতে প্রস্তুত বর্তমান সমাজ ব্যবস্থা!
সুশীল সমাজ আমাদের দেশে নেই,যা আছে সবই দালাল আর চামচা!
ইতিহাসকে ভুলে গিয়ে নতুন ইতিহাস তৈরি করা যেমন সহজ তেমনি এর কুফল হিসেবে প্রজন্ম থেকে প্রজন্ম চরম একটা নিষ্কৃয়তার মধ্যে পড়বে এটাও বলাবাহুল্য!
দেশ এগিয়ে যাবে,যাচ্ছেও,তবে গুণীজনরা গুনের জায়গাটা পাবেন সেটাই যেন সবার বোধগম্য হয় এই প্রত্যাশাই করি.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.