![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।
নাম দুখু মিয়া।
আমার তেইশ বছর বয়সে এই দুখু দাদাকে একই রকম দেখে আসছি।
জ্ঞান হওয়ার পর থেকেই দেখি দুখু দাদা কঠোর রোদে মানুষের বাসায় কাজ করতেছে।
কাজের মধ্যে নিষ্ঠা আর সততা যেন তার থেকে আর কেউ ভালো জানেইনা।
তবে এখন আর কাজ করতে পারেনা,দেখা হলেই বার বার নিজের পরিচয়টাও দিতে হয় এখন।
স্মৃতি শক্তিও লোপ পেয়েছে বেশ।
দুই ছেলে আছে এই মানুষটার । অথচ এই ঠান্ডায় এমন জায়গায় দুখু দাদা থাকেন দেখলে মানুষ মনে হবেনা।
সেদিন কম্বল বিতরণের লিষ্ট করতে গিয়ে চোখে পড়ে দাদাকে।
আগে যদিও তার বাসায় যাওয়া হয়নি।
দুই ছেলের একজনও কোন খোজ খবর রাখেনা।
আমিও মানুষটা বড্ড বেহায়া,,সবার সাথে খুব গভীর ভাবে মিশতে পারি,ভিতরের খবর উলট পালট করে শুনতে পছন্দ করি।
জীবন কিভাবে চলে এসব লোকদের দেখলে সবাই খুব সহজে বুঝতে পারবেন।
আমারও অনেক সীমাবদ্ধতা আছে, ইচ্ছে থাকলেও এসব লোকদের জন্য কিছুই করতে পারিনা।
বাবার একটু সম্পত্তি থাকলেও কিছু করার চেষ্টা করতাম আমার এলাকার এমন কিছু মানুষের জন্য।
খুব ইচ্ছে আছে জীবনে বড় কিছু হতে পারলে এসব মানুষকে নিয়ে কাজ করবো।
আমারও বাবা মা আছেন, আমিও একদিন বাবা হবো,কোন সন্তান যেন তার বাবা মাকে এমন অবস্থানে না রাখেন সেই প্রচারণা চালাবো।
আমি আপনি সবাই মিলেই পারি এসব মানুষকে একটি সুন্দর সমাজ উপহার দিতে।
বিশ্ব মানবতা যখন উন্নয়নের দিকে ধাবিত তখন আমামাদের সমাজ সেখান থেকে নিম্মগামী।
কার আদলে এসব মানুষ ভরসা পাবে তাদের সন্তানদের পড়া লেখা করে মানুষের মত মানুষ করার??
কে তৈরি করে দিবে আমাদের সামান্তবাদ?
আমরা আজ বিবেকহীন, মনুষ্য মানবতায় নেই,বিশেষ করে আমাদের মত গরীব সমাজে!!!!
Concept by.......M.a. Momen Khan
২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭
অন্ধবিন্দু বলেছেন:
হ্যা! আমি আপনি সবাই মিলেই পারি এসব মানুষকে একটি সুন্দর সমাজ/জীবন উপহার দিতে। কিন্তু আপনাতে আমতে যে কেবলই হিংসা... ঝগড়া-বিবাদ... এসব সীমাবদ্ধতা পাশ কাটিয়েও যারা মানুষ ও মানবতার জন্য কাজ করছে, তাঁরাই প্রকৃত মানবতাবাদী।
আপনাকে ধন্যবাদ, আব্দুল মোমেন।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪
জাহিদ হাসান মিঠু বলেছেন: সহমত।
আপনার দুখু মিয়ার মত আমারও পরিচিত একজন ছিল। তবে অন্য নামে। সব গ্রামে এমন দুই বা একজন দুখু মিয়া পাবেন। তারা সবাই কিন্তু গরিব,
তারা আবার সবার থেকে আলাদা।
আপনার লেখাটা আমাকে মনে হয় হাজার মাইল দুরে নিয়ে গেল,
সেই মানুষটার কাছে।
ধন্যবাদ।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯
হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ মোমেন ভাই। কোনো উদ্যোগ নিলে জানাবেন। আমারও কিছু একটা করার ইচ্ছা আছে টাকা-পয়সা হলে।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬
মো: আব্দুল মোমেন বলেছেন: প্রামানিক স্যার,ধন্যবাদ আপনাকে...
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
মো: আব্দুল মোমেন বলেছেন: অন্ধবিন্দু, আপনাকে ধন্যবাদ । এদেশে অনেক মানুষ আছে যিনারা মানবতার জন্য কাজ করে নিরবে।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯
মো: আব্দুল মোমেন বলেছেন: জাহিদ হাসান মিঠু ভাই, আপনার কমেন্টস পড়ে আমিও সমব্যথিত!!
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
মো: আব্দুল মোমেন বলেছেন: হাবীব কাইউম ভাই, আমি এখনো অনেক ছোট আছি,তবে কিছু একটা করবো একদিন ইনশাআল্লাহ।।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫
প্রামানিক বলেছেন: আমরা আজ বিবেকহীন, মনুষ্য মানবতায় নেই,বিশেষ করে আমাদের মত গরীব সমাজে!!!!
কথা ঠিকই বলেছেন। ধন্যবাদ