নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার তেমন কিছুই নেই। সাধারণ একটা ছেলে। অতি সাধারণ একটা মানুষ হয়েই থাকতে চাই..

মো: আব্দুল মোমেন

ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।

মো: আব্দুল মোমেন › বিস্তারিত পোস্টঃ

আমার পোষাকের বাহার

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

অসম্ভব সুন্দরী মেয়েটাও আমার দিকে ইদানিং বার বার তাকায়!!
বিষয়টা আমার কাছে ঠিক সুবিধের মনে হচ্ছে না, তাই নিজেকেই বার বার আয়নার সামনে প্রদশর্ন করতে থাকলাম!!
নিজের মধ্যে তেমন কিছুই খুঁজে পেলাম না!
সম্মানের চাহিদাটাও ইদানিং বেড়ে গেছে, ঝুলিতে বেশ নামিদামী মানুষদের ডাক হাক!!
সব কিছুর আদি অন্ত সেদিন বের করেই ছাড়লাম।
একটা গল্পের এক পর্যায়ে দেখলাম 'শেখ সাদীর' দামী কাপড়ের সেই বিখ্যাত গল্পের অংশটা।
গল্পটা পড়া বাদ দিয়ে নিজের দিকে খেয়াল করলাম।
ইদানিং কালে আমি একটু সাজ গোজ করে বেড়াতে অভ্যস্ত হয়েছি,
যদিও সর্বদাই পরিস্কার পরিচ্ছন্ন থাকতেই ভালোবাসি।
অতঃপর আমার রহস্য ঘেরা নজর কারার ঘটনা উৎঘাটন করেই ছাড়লাম।
গাঁয়ে একটা কোর্ট,ভালো একটা শার্ট,আর পায়ে সু থাকলে যে সুন্দরী রুপসীরাও তাকায় তার প্রমান অহরহ পৃথিবীতে আছে!
দাম যাই হোক,লন্ডাই হোক আর ব্রান্ডই হোক,চেহারা থাক আর না থাক,,মাগার কালো গাঁয়ের মধ্যেই যদি ফর্সা একখান কাপড় পড়েন তাহলে কাম হইছে!
হায়রে বিবেক!!
তুই পোষাক চিনলি বাট মন চিনলিনা!!
কোথায় আছেনা,,শয়তান তুই দেহ পাবি কিন্তু মন পাবিনা!!

দাদু শেখ সাদী,,তোমার আমার মধ্যে ব্যাপক একটা মিল আছে!
শুনেছি তুমি নাকি অনেক কালো ছিলে, আমিও কালো!
তাই তোমার পথ অনুসরণ করছি!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:



বড় পন্ডিত

২| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

ইটস আনডিফাইন্ড আইডি বলেছেন: :D LOL :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.