![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।
ডিম নিয়ে দেশে যা হচ্ছে তা দেখে মনে হচ্ছে দেশের মানুষ ডিম দেওয়া শুরু করেছে!!
আচ্ছা আপনি যার ডিম নিয়ে এত্ত ফালাফালি করতেছেন সেই ডিম দেওয়া মুরগিটার কথা একবারও কি ভেবেছেন ? কত কষ্ট করে মুরগি ডিম দেয় ? আমার মনে হয় ডিম দিবস না হয়ে বরং মুরগি দিবস হলে ভালো হত!
কম দামে ডিম নিতে যাওয়া মানুষ গুলোর কোনো দোষ দেখিনা বরং ডিম এভাবে বিক্রির কথা প্রচারণা না করলেও বেটার হত। ১০ টাকাই হোক আর ২ টাকাই হোক,কম দামে পাইলে বাঙালি আলকাতরাও খায় সেটা তো জানা আছে নাকি ?
ডিম নিতে আসা এক ব্যক্তি তো ইতিমধ্যে ভাইরাল!! বাড়িতে বলে এসেছে ডিম নিয়ে যাবে না নিয়ে গেলে স্ত্রী বাসায় ঢুকতে দিবেনা!! এমন অনেক লোকই হয়ত সেখানে মনস্থির করে এসেছিলো,কেউ কেউ হয়ত বউকে কথাও দিয়েছিলো ডিম যদি আনতে না পারি তাহলে আমি সুইসাইড খাবো!! নাহলে এই মুখ দেখাবো না!!
একটা মুরগির ডিম দিতে যতটা কষ্ট হয়, গত কালকের ডিমের অবস্থা দেখে আমারও সেরকমি কষ্ট হয়েছিলো মাইরি বলছি!!
আমি প্রায়ই কম বেশি ডিম কিনে আনি,প্রতি পিচ ডিম ৭ টাকা করে আর সেখানে মাত্র ৩ টাকায় একটা ডিম পেলে জনগণ তো চেয়ে দেখবেনা!!
বউ ফেইসবুকে নিশ্চয় দেখেছে আজকে অমুক জায়গায় ৩ টাকা করে ডিম বিক্রি হবে। বউ হয়ত এই দেখে স্বামীকে বলেছেন,আজকে ডিম আনতে পারলে বুঝবো স্বামী হিসেবে তোমার যোগ্যতা আছে!!
ডিম নিয়ে অনেক ডান্ডা,মান্ডা অবশেষে সব ঠান্ডা হয়ে গেলেও বেঁচারা স্বামীকূলের কি হবে জানিনা!! অবশেষে চাকরীর অর্ধেক মাসের আগাম টাকা নিয়ে বউ এর হাত থেকে রক্ষা পাবার জন্য হলেও ৩ টাকার ডিম ৭ টাকায় কিনে বাসায় গিয়ে বলতে হতেই পারে, বউ আমি সফল পুরুষ!! দেখো ডিম পেরেছি!! থুক্কু!!! ডিম এনেছি.........
১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪
মো: আব্দুল মোমেন বলেছেন: হাচা কথা কইছেন গাজী ভাই
২| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৫
কুঁড়ের_বাদশা বলেছেন:
মোরাগ আগে!
৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭
বিষাদ সময় বলেছেন: ভাল লিখেছেন। এখন হলো ডিম রিপোর্টিং সময়।
@ চাঁদগাজী ভাই,
দারিদ্রতা জাতিকে কঠিনভাবে পেয়ে বসেছে,
কথা সত্যি, তবে এ দারিদ্রতা আর্থিক না মানসিক।
১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৯
মো: আব্দুল মোমেন বলেছেন: মানসিক দারিদ্রতা
৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৯
অনিক_আহমেদ বলেছেন: হা হা হা। ডিমই তাহলে পুরুষত্বের প্রমাণ!
৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৭
মো: আব্দুল মোমেন বলেছেন: যে যাই বলুন ডিম কিন্তু চাই ই চাই
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৯
চাঁদগাজী বলেছেন:
দারিদ্রতা জাতিকে কঠিনভাবে পেয়ে বসেছে, মানুষ সামান্য ডিমের জন্যও হতাশ হচ্ছে!