নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার তেমন কিছুই নেই। সাধারণ একটা ছেলে। অতি সাধারণ একটা মানুষ হয়েই থাকতে চাই..

মো: আব্দুল মোমেন

ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।

মো: আব্দুল মোমেন › বিস্তারিত পোস্টঃ

মুখোশধারী

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭



মুখোশধারী মুখোশ পরী আড়াল করে মুখ
লজ্জা তাদের ঢেকে রাখে হাটু থেকে সুখ!

মুখোশধারীর আছে আবার হরেক রকম বায়না
মাঝে মধ্যেই তারা আবার সুখের দেখা পায়না!

চেহারা তাদের ঢাকা থাকে গয়না দিয়ে ভরা
মেকআপ দিয়ে সাদা করে পুরো মুখের আয়না!

কালো হলেও দেখায় কত সাদা মনের মানুষ
এসব নাকি উপরে তাদের ভিতরে থাকে অমানুষ!

রঙ্গিন চশমায় ঢেকে রাখে নিজের প্রতিচ্ছবি
মুখোশ তাদের আড়াল করে সমাজপ্রতিপত্তি!!

তাদের দাবী ওরাই নাকি বংশ বিরাট রকম
অহংকারের সীমা দেখলে গাঁয়ে খাড়ায় লোম!

অমুক তমুক কত কিছুই করছে নাকি তারা
গরীব মানুষ কাছে গেলেই বলে তাকে সরা!

আর কতকাল চলবি মনা রঙ্গিন দুনিয়াতে
সময় ফুরালে বুঝবি তখন কি করেছি তটে!!

স্যুট কোর্ট আর টাইয়ে তোমায় দারুণ মানায় জানি
স্যুটের গরম চলে যাবে চোখ বুঝবি যেদিন....

মোঃ আব্দুল মোমেন।
খানসামা,দিনাজপুর।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর হয়েছে। লিখতে থাকুন। শুভেচ্ছা।

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫

মো: আব্দুল মোমেন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.