![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।
বেকার ছেলেটা আর কত অপেক্ষা
চাকরিটা হয়না বাড়িতে আর সয়না!
বাবা বলে কিরে চাকরিটা পেলি
মায়ে আবার দিয়ে রাখে বউ এর বায়না!
বেকার ছেলেটা চাকরিটা আর হয়না
আর কত অপেক্ষা বয়স আর কমেনা,
জুতো জোড়া নষ্ট মনে নেয় কষ্ট
চাকরি এবার হবে বলে নিজেকে দেয় শান্তনা!!
বেকার ছেলেটা চাকরি কেন হয়না,
কতশত পরীক্ষা,ভাইবায় জিজ্ঞেসা
আছে কোনো অভিজ্ঞতা ?
চাকরি তোমার হবেনা!!
বেকার ছেলেটা চাকরি আর পায়না
মনে অনেক কষ্ট কত বছর নষ্ট!
ছোট থেকে কর্মজীবি তারা আজ কত সুখে
পড়া লেখা করতে গিয়ে সুখের দেখা পায়না!!
বেকার ছেলেটা চাকরিটা কবে হবে তাও সে জানেনা
আর কত পরীক্ষা দিতে হবে দীক্ষা
ত্যাগ আর তিতিক্ষা তবু কেন চাকরিটা হয়না
ভাবে বসে সারাদিন বাবা মা আর কতদিন!!
বেকার ছেলেটা চাকরিটা কেন হয়না
এবার যদি হয় চাকরি মাকে দিবে রঙ্গিন শাড়ি
বাবাক দিবে নতুন জামা
চাকরি তবুও কপালে আর জুটেনা!!
বাড়ির বড় ছেলে হাল ধরবে চাকরি পেলে
চাকরি তো আর হয়না
বয়স যে আর সয়না
আর কত হবে দেরি ধরতে হবে সোনার তরী..
এম এ মোমেন খান।
২| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৩
মো: আব্দুল মোমেন বলেছেন: বিয়ে করে ফেলেন ভাই। চাকরি পেয়ে যাবেন।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০০
তারেক ফাহিম বলেছেন: বেশ লিখেছেন।
লাখো বেকারের শান্তনা।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১২
হাফিজ হুসাইন বলেছেন: দেখা যাক কি হয়। তবে আমি এখনই বিয়ের পক্ষপাতি নই। তাছাড়া বেকারকে কে বউ দিবে
৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উদ্যোক্তা হয়ে যান!
৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২১
প্রামানিক বলেছেন: বেকার জীবন বড় কষ্টের জীবন।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭
হাফিজ হুসাইন বলেছেন: সত্যিই ভাই অসাধারণ লিখেছেন। আমার নিজেরও একি অবস্থা। এখনও তেমন কিছু না করতে পারলেও মা এখনি বায়না ধরে বসে আছেন ছেলের বউ দেখবেন। বয়স এখনও ২৫। সামনে আরও সময় আছে ভালো চাকরি করার।বিয়ে করার। কিন্তু তিনি এখনই বউমা দেখতে চান।