নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার তেমন কিছুই নেই। সাধারণ একটা ছেলে। অতি সাধারণ একটা মানুষ হয়েই থাকতে চাই..

মো: আব্দুল মোমেন

ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।

মো: আব্দুল মোমেন › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির শেয়াল

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২০

একবার বনের সিংহ সিদ্ধান্ত নিলো, পুরো বনের দায়িত্ব শেয়ালকে দিবে! সেই হিসেবে পুরোনো এক শেয়াল দায়িত্ব পেল!
দায়িত্ব পেয়ে প্রথম দিকে বনের সকল পশু পাখিকে ভালোই রাখছিল! বনের রাজা সিংহ যাতে খুশি থাকে সেজন্য বনের পশু পাখিকে শিকার করা থেকে বিরত থাকলো!প্রথম দিকে সুনাম অর্জন করলে পরে বনের দায়িত্ব পেয়ে শেয়াল লোভ সামলাতে পারলোনা!!
শেয়াল এজন্য পুরো পরিবারকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে শুরু করল! চারিদিকে শেয়ালদের আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বনের নিরিহ পশু পাখিরা শেয়ালের মুখের উপর কথা বলতে পারতনা!!

শেয়ালের চতুরতা দেখে বনের অনেকেই খুব খুশি হলো! এভাবে কিছুদিন যাওয়ার পর শেয়াল তার পরিবারের লোকজনের বিভিন্ন ধরণের ক্ষমতা ভাগ করে দিলো! বনের কে কোন সাইড দেখা শোনা করবে এটা শেয়াল ঠিক করে দিল!!
এভাবে বন ভাগ করে দেওয়ার পর শেয়ালরা আধিপাত্য বিস্তার করতে থাকল পুরো বনে! আধিপাত্য বিস্তারের মাত্রা যখন চারিদিকে ছড়িয়ে পড়লো তখন তারা বনের নিরিহ পশু পাখির উপর অত্যাচার করতে লাগল!
ক্ষমতা পেয়ে বনের শেয়াল হয়ে গেল সিংহেরও রাজা!!

এভাবে ক্ষমতা আর নিরিহ পশু পাখিদের উপর নির্যাতন,বনের বেশির ভাগ খাদ্য তাদের পেটেই যেত!
এভাবে বনের অন্যান্য প্রাণীরা বুঝে গেল,বেটা শেয়াল বনকে ধ্বংস করার জন্য চেষ্টা চালাচ্ছে! এদিকে শেয়াল আবার বনের অন্যান্য প্রাণীদের সাথে বিভিন্ন সময় মিছিল মিটিং করে সবাইকে বোঝাতে চেষ্টা করলো,যে বনের উন্নতি হচ্ছে! বনকে আমরা রক্ষা করার কাজ করতেছি!!

শেয়ালের সেয়ানাগিরি দেখে সিংহ আর ঠিক থাকতে পারলনা!! সিংহ বনের নিরিহ প্রাণীদের কাছে গোপনে খোজ খবর নিলো,শেয়ালের মতিগতি সম্পর্কে!
সিংহকে অনেকেই জানালো,শেয়াল বনের সবকিছু খেয়ে পেট মোটা করে ফেলেছে! এভাবে চলতে থাকলে বনের সবকিছু খেয়ে ফেলবে একদিন!!

সিংহ শেয়ালকে কিভাবে শিক্ষা দিবে সেটা নিয়ে চিন্তায় পড়ে গেল,সিংহ একদিন তার দলবল নিয়ে বনে ঢুকলো,বনে ঢুকে শেয়ালকে দেখা মাত্রই জিজ্ঞেস করলো, কিরে শেয়াল তোর তো অনেক সুনাম শুনতেছি,তুই নাকি বনের জন্য অনেক কাজ করতেছিস?
শেয়াল বুক উচু করে গর্বের সাথে বললো,আমাকে আর কিছুদিন সময় দিন তার পর দেখুন বনের কি অবস্থা করি,বনকে পুরাই অন্য জায়গায় নিয়ে যাবো!!

সিংহ এবার শেয়ালকে কষে একটা থাপ্পর দিল,তার বললো তোদের পুরো গোষ্ঠী মিলে আমার নাম ভাঙ্গিয়ে এতদিন যা করেছিস আমি সবকিছু শুনেছি! তোকে এই বন থেকে বিতারিত করবো!
তুই বনের পশুপাখিদের অনেক ক্ষতি করেছিস,তোকে দিয়ে আর কোনো কাজ করাবোনা! তোর কাছ থেকে এটা আশা করিনি! তুই অনেক পশু পাখির অনেক কিছু মেরে খাইছিস!!

শেয়াল ক্ষমতা থেকে পালাবদলের পরেও সিংহের পিছনে লেগে থাকে দালালি করতে! কোনো সময় সিংহের পা মুছে দেয়,কোনো সময় সিংহের জুতা হাতে নিয়ে ধন্য হয়! আবার মাঝে মধ্যেই সিংহের পায়ের কাছে লেপটে পড়ে!
কারণ শেয়ালের সেই ক্ষমতা আর খাওয়ার লোভ সামলাতে পারেনা এখনো!! শেয়ালের আবার ক্ষমতা চাই-ই চাই....!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শেয়াল এত সহজে পিছু ছাড়বে না।
যে কোন শর্তে সে তার লাভ তুলে নিবেই।

২| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


শিয়াল তো শুনেছিলাম কুমীরের বাচ্চাদের পড়াতো, এরপর দেশ চালায়েছে?

৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

কাটপিস বলেছেন: শেয়াল ক্ষমতা থেকে পালাবদলের পরেও সিংহের পিছনে লেগে থাকে দালালি করতে


https://ebongtumi.blogspot.com/2017/10/blog-post_30.html

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.