নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার তেমন কিছুই নেই। সাধারণ একটা ছেলে। অতি সাধারণ একটা মানুষ হয়েই থাকতে চাই..

মো: আব্দুল মোমেন

ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।

মো: আব্দুল মোমেন › বিস্তারিত পোস্টঃ

বনের রাজা সিংহ আর শেয়ালের গল্প!

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০

এক বনে একবার বেশ কিছু গাছের বরাদ্দ আসলো,বনের রাজা হিসেবে সিংহই প্রথমত এই খবরটা পেল। বনের রাজা সিংহ খবর পাওয়ার সাথে সাথে বনের সকল শেয়ালদের ডাকলো।

বনের জন্য যেই গাছের বরাদ্দ এসেছে সেটা কি কি কাজে লাগানো হবে এবং কোন কোন জায়গায় লাগানো হবে সেটা নিয়ে আলোচনা হলো। সিংহ শেয়ালদের এজন্যই ডেকেছিল যে,বনের মধ্যে শেয়ালরা বেশি দৌড়াদৌড়ি করে বেড়ায়। তাই তাদের দ্বারায় কাজ করা সহজ হবে । তাই শেয়ালকে দিয়ে গাছ গুলো লাগানোর জন্য সবাইকে ডেকে পাঠায়।

প্রতিটি ইউনিয়ন অর্থাৎ নিজেদের জায়গা গুলো সবাই ভাগ করে নিলো সেই সাথে রাজা সবাইকে বন্টন করে দিল গাছ ‍গুলো। রাজা সবাইকে বন্টন করে দেওয়ার পর অনেকদিন আর খবর নিলোনা। ইতিমধ্যে বনের শেয়ালরা গাছ গুলো বিভিন্নভাবে বিক্রি করে টাকা পয়সা মেরে দিলো।

বনের রাজা হঠাৎ একদিন বন পরির্দশন করতে আসলো,শেয়ালকে না জানিয়েই। যেখানে গাছ লাগানোর কথা ছিল সেই জায়গা গুলোতে পুকুর ছিল।

রাজা এসে যখন এসব দেখলো তখন ভীষণ রাগান্বিত হলো। রাগান্বিত রাজা সকল শেয়ালকে ডাক দিলো জরুরী ভাবে। রাজা শেয়ালদের ডেকে তাদের কাছে জবাব চাইলো,কেন তারা গাছ লাগায়নি ?

শেয়ালদের উত্তর ছিল,স্যার আমরা গাছ লাগিয়েছিলাম,কিন্তু বন্যায় এসব এলাকা ডুবে গিয়ে এখন পুকুর হয়ে গেছে। আমরা অনেক চেষ্টা করেও বন্যার পানি থামাতে পারিনি। এখন আমাদের পুকুর ভরাট করার জন্য বরাদ্দ দরকার।

রাজা পুকুর ভরাটের জন্য বরাদ্দ দেয় কিন্তু সেই বরাদ্দের টাকা আবার ভাগ করে খেয়ে ফেলে শেয়ালরা।
রাজা অনেকদিন পর আবার আসে সেই জায়গা দেখতে। এবার এসে দেখে আবারও পুকুর আছে। শেয়ালরা এবার রাজাকে বলে,স্যার একবার যখন পুকুর হয়েই গেছে তখন আর সেটাকে ভরাট করার দরকার কি!

আমরা বরাদ্দের টাকায় মাছ ছেড়েছি পুকুরে। মাছ বিক্রি করে আমরা বরাদ্দের টাকা তুলতে পারবো।
শেয়ালদের এসব কথা শুনে রাজা একটু খুশি হলো,এবার শেয়ালরা আবার রাজাকে বললো,স্যার মাছ চাষের জন্য এবং মাছ গুলোকে খাদ্য দেওয়ার জন্য আরো একটা বরাদ্দ লাগবে। রাজাকে এভাবে বুঝিয়ে শেয়ালরা আরো একটা বরাদ্দ নিলো।

মাছ চাষের বরাদ্দের টাকা শেয়ালরা আবার ভাগ করে খেয়ে নিলো। হঠাৎ একদিন রাজার কাছে খবর গেল,পুকুরের সব মাছ চুরি হয়ে গেছে।অনেক চেষ্টা করেও চোরকে ধরা যায়নি!! রাজা বিশ্বাস করলো এবং পূণরায় আবার বরাদ্দ দিলো,এভাবে বনের গাছ থেকে পুকুর হয়,পুকুরে মাছ চাষ হয়,মাছ চুরি হয়,আবার বরাদ্দ আসে!!

সর্ষের মধ্যেই ভূত থাকলে যা হয় তাই হচ্ছে আর কি............
এম এ মোমেন খান,
খানসামা দিনাজপুর।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪

করুণাধারা বলেছেন: ভাল উপমা দিয়ে গল্প।

২| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

ওমেরা বলেছেন: বেশ ভাল তো!

৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

আবু তালেব শেখ বলেছেন: বনের নাম অবশ্যই বংগাল দ্যাশ?

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

মো: আব্দুল মোমেন বলেছেন: তাই তো মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.