![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।
প্রচলিত একটা কথা আছে, যে বনে বাঘ নেই সে বনে শেয়ালই রাজা! কথাটা আমরা অনেকেই জানি,অনেকভাবে অনেককে উদাহরণ স্বরুপ বলেও থাকি।
একবার একটা বিরাট বনে কিছু শেয়াল বিভিন্ন পশু পাখির উপর তান্ডব চালাতে লাগলো,শেয়ালরা অনেক চালাক হয় এটা আমরা জানি।
শেয়ালের গল্প অনেক ছোট বেলা থেকেই আমরা বাপ দাদার কাছে শুনে এসেছি। আসলে এই গল্প শোনার মধ্যেই আমরা শেয়ালদের অনেক চালাক এবং ধ্রুত ভাবি। কারণ আমরা ছোট থেকেই শুনে আসছি শেয়ালরা অনেক চালাক হয়!
এটা শুনে শুনে আমরা মানসিকভাবে অভ্যস্ত হয়ে গেছি যে,শেয়ালরা সত্যিই চালাক! কিন্তু শেয়াল কি আসলেই চালাক ? নাকি আমরা শেয়ালকে গল্পের মধ্যেই চালাক বানাতে বানাতে এখন সেটা শেয়ালের উপমা হয়ে দাড়িয়েছে ?
সে যাইহোক,বনের শেয়ালরা দল বেধে নিরিহ প্রাণীদের উপর নির্যাতন চালাতে লাগলো,নির্যাতনের এক পর্যায়ে শেয়ালরা ঠিক করলো,তাদের আরো জাড়ালো এবং সংগঠিত হতে হবে। সংগঠিত হতে না পারলে তাদের কথা কেউ শুনবেনা এবং তারা বনের নিরিহ প্রাণীদের মধ্যে প্রভাব খাটাতে পারবেনা!!
শেয়ালদের মধ্যে তখন একটা ইউনিটি তৈরি হলো,গরীব নিরিহ প্রাণীদের উপর এবার দলবদ্ধভাবে চালাতে লাগলো নির্যাতন।
এভাবে নির্যাতনের এক পর্যায়ে শেয়ালরা অনেক মুরগি এবং নিরিহ প্রাণীদের খেতে শুরু করলো। বেশ কিছুদিন চলতে থাকলো তাদের কার্যক্রম।তাদের কার্যক্রম দেখে আশপাশের প্রাণীরা ক্ষিপ্ত হলো।
শেয়ালদের অত্যাচার কিভাবে কমানো যায় এবং বন থেকে তাদের কিভাবে বিতারিত করা যায় সেই বুদ্ধি আটতে লাগলো সবাই মিলে। কিন্তু শেয়ালদের দল এতই শক্তিশালী হয়ে উঠেছে যে,তাদেরকে প্রতিহত করা না গেলে সাধারণ প্রাণীদের মেরে শেষ করে দিবে!!
শেয়ালরা যাচে দাওয়াত নিতে থাকলো অন্য প্রাণীদের উপর,যারা দাওয়াত দিতনা তাদের বিরুদ্ধে চলত অ্যাকশন! দলবেধে বিভিন্ন কৌশলে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদেরকে ভক্ষণ করার চেষ্টা করত!
একদিন শেয়ালের দল বনের নিরিহ প্রাণীদের মারতে গেল,কিন্তু সেদিন বাঁধলো বিধিবাম! শেয়াল বাবাজিরা বনের ভেতর দেখতে পেল বনের বাকি প্রাণীরা লাঠি শোঠা নিয়ে দাড়িয়ে আছে এক প্রান্তে!!
শেয়ালরা প্রথমে হুংকার দিলেও কোনো কাজে আসলোনা,কারণ বনের জনগণ ক্ষেপলে যা হয় তাই হতে লাগল!!
শেয়ালদের হুংকার উপেক্ষা করে বনের বাকি প্রাণীরা শেয়ালের দলের কাছে ছুটে আসতে থাকলো। এতজনের ছুটে আসা দেখে শেয়ালরা ভয়ে পালাতে শুরু করলো।
কে কোথায় পালালো আর কে কোথায় গেলে সেটা বোঝা গেলনা!!
সুতরাং আমাদের শোনা গল্পে হয়ত আমরা জানি শেয়ালরা অনেক চালাক কিন্তু বাস্তবে সামাজিক চিত্তে এসব শেয়ালের কোনো ভ্যালুই নেই!! কেউ মূল্যায়নও করেনা!!
জাতি সাবধান!!
এম এ মোমেন খান
খানসামা,দিনাজপুর।
২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্লগার লোনাররে কইরাম- লেঙ্গুড় তুলাত সাধ দেওয়া বালা কাজ নায়।
বাড়ির মেহমানোর কুনু অবস্থায় উচিৎ নায় বাড়ির মালিকরে কষ্ট দেওয়ার।
বালা মানুষ ওলান মাতে না।
জিনিসটা একটু বুঝুক্কা।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২
আবু তালেব শেখ বলেছেন: সেই দিন আসবে?????
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
লোনার বলেছেন: সিলেটিতে একটা প্রবাদ বাক্য আছে: আওরর মাঝে হিয়াল রাজা....