![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।
আমাদের দেশে এখন নতুন একটা প্রথা বা সিস্টেম চালু হয়েছে,বিয়ে করতে হলে একটা চাকরি লাগবেই! বিয়ের পর বউ কি খাবে,কি পরবে, কিসে ঘুমাবে এসব কিছুই নির্ভর করে চাকরির উপর!
চাকরি না থাকলে কোনো মেয়ের বাপ বিয়ে দিতে চায়না আবার দেশের অবস্থা অনুযায়ী চাকরিও সহজ ব্যাপার সেটাও না! আমার দেখা অনেক ছেলে আছে যারা বয়সের ভারে এখন চিরকুমার উপাধিতে ভূ্ষিত হবার উপক্রম! কিন্তু চাকরি নেই বলে বিয়ে হচ্ছেনা! কি আজব সমাজ আমাদের!!
একটা মানু্ষের উপর ডিপেন্ট করে আরেকটা মানু্ষের জীবন অতিবাহিত হয়! আচ্ছা ছেলেদের যদি চাকরি ছাড়া বিয়ে না হয় তাহলে মেয়েদের চাকরি ছাড়া বিয়ে করার মানে কি!! ?
যেই মেয়ে চাকরি করবেনা বা পাবেনা তাদেরও বিয়ে হবেনা!!
আসলে আমরাই সমাজে নারী পুরুষের বৈষম্য সৃষ্টি করে দেই,সেটা জম্মের পর থেকে শুরু হলেও বড় হওয়ার সাথে সাথে এর প্রবণতা বাড়তে থাকে!
কেন নারীরা একটা ছেলের উপর নির্ভর করবে? আর ছেলেটাকেই বা কেন চাকরি নির্ভর হয়ে বিয়ে করতে হবে একটা মেয়েকে!!
বাবা মায়েরা যখন জোর করে একটা মেয়েকে অন্য একটা কর্মজীবি ছেলের উপর চাপিয়ে দেয় তখন সেই মেয়েটা ঐ ছেলে কিংবা তার পরিবারের উপর আনুগত্য প্রকাশ করতে বাধ্য!!
আবার নারী পুরুষের বৈষম্যের ক্ষেত্রে মেয়ের বাবারাই গলাবাজি করে,ধর্ষণ,ইভটিজিং কিংবা নারী নির্যাতনের মত ঘটনা এসব মানসিকতা থেকেই কিন্তু সৃষ্টি!! চাকরি ছাড়া বিয়ে করলে হয়ত সংসারে অভাব অনটন দেখা দেয় তবে বহু চাকরিজীবী সংসার আছে যাদের মিলবন্ধন মোটেও নেই! তাদের ক্ষেত্রে কেন অশান্তি হয় ?
আমাদের সিস্টেম আমরাই চালু করি আবার আমরাই এসবের বিরুদ্ধে কথা বলি!!
বাপ দাদার আমলে চাকরি ছিলনা,চাকরি থাকলেও অনেকেই করেনি,তখন জমি জায়গা কিংবা আভিজত্য দেখে মেয়েকে বিয়ে দিত আর বর্তমানে ছেলের চাকরির উপর নির্ভর করে কেমন বউ পাবে!!
অনেকের চাকরির অভাবে ভালবাসার মানুষটাও ছেড়ে চলে যায়,যেতে বাধ্য হয় এই সমাজ ব্যবস্থার কারণে! বিয়ের পরে লোকজন জিজ্ঞেস করে, জামাই কি করে?
মানসম্মত উত্তর দিতে না পারলে লজ্জা লাগে,সমাজে মুখ দেখানো ভার হয়ে যায়! অথচ সমাজই এই নিয়ম তৈরি করে রেখেছে!
বিচিত্র এই জীবনে হয়না চাকরি,হয়না টাকা পয়সা, হয়না ভালো বউ! বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এই সমস্যার সম্মুখীন হোন সবচেয়ে বেশি!
একদিকে পড়া লেখা করেও চাকরির নিশ্চয়তা নেই অপরদিকে টাকা পয়সাও থাকেনা বউ পোষার মত!!!
সেলুকাস জীবন মাইরি!!!
২| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিয়ে ছাড়াই থাকুন। খারাপ কি!
৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯
চাঁদগাজী বলেছেন:
চাকুরী না থাকলে, বউকে প্রতিবেশী পারফিউম কেনে দেবে, কনডমও কিনে দিতে পারে।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩
কালীদাস বলেছেন: ব্লগে রেগুলার না আসলে কত বিনোদন যে মিস হয়
৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮
জনদরদী বলেছেন: ১) সমান অধিকার মানে হল আপনাকে আপনার বউ-এর ভরন-পোষাণ সকল প্রকার আর্থিক চাহিদা মেটানো ।
২) সমান অধিকার মানে হল আপনাকে আপনার সন্তানদের ভরন-পোষণ ও সকল প্রকার আর্থিক চাহিদা মেটানো ।
------------
সত্য কথা বেশি বললে বগ্লাররা পিটুনী দিবে ........
৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২
Bangladeshi Moinul বলেছেন: আমার ক্ষেত্রে মজার ঘটনা ঘটেছে। আমার বিয়ে হয়েছে মাত্র মাস দুয়েক হল। আমি এখনও অনার্স শেষ করিনি। ৪র্থ ইয়ার ফাইনাল পরীক্ষা আর কিছুদিন পরে (আমার ইয়ার ড্রপ ছিল ৩টা, তাই এখনও ৪র্থ ইয়ারেই)। চাকরির তো কোনো প্রশ্নই আসে না। আর আমার বউ, সে মাস্টার্স এর ছাত্রী, পাশাপাশি সে মাদ্রাসা লাইনেও একজন মুহাদ্দিস। আমাদের বিয়ে কিন্তু প্রেমের নয়। পারিবারিক ভাবেই হয়েছে, আমার বাবা-মা দুজনে মিলে পাত্রী পছন্দ করেছে। মেয়ে পক্ষও জানত আমার সব ঘটনা। দুই ফ্যামিলি থেকেই সব ঠিকঠাক করা হয়েছে। আমি বলেছি, আমার জব হতে আরও ৫ বছর অপেক্ষা করতে হবে। আমি এদিক দিয়ে ভাগ্যবানই বলব নিজেকে। চাকরী ছাড়াই বিয়ে করতে পেরেছি, তাও পারিবারিক ভাবেই।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩
রাতুল_শাহ বলেছেন: চাকুরী না থাকলেও বউ পাওয়া যায়, তবে মনের Requirement অনুযায়ী বউ পেতে হলে চাকুরী লাগবে, তাও ভালো বিসিএস ক্যাডারের কথা বলেন নাই।
চাকুরীর সাথে সাথে শরীরও মেইনটেইন করতে হয়। শরীর ঠিক না থাকলে ক্যাডার হয়েও লাভ নাই, বউ থেকেও বউ থাকবে না। স্পর্শকাতরীয় ব্যাপার স্যাপার সব।
৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
হাফিজ হুসাইন বলেছেন: সহমত
৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
জাহিদ হাসান বলেছেন: বিয়ে করতে চাকরির দরকার কী?
দেশে ৩০ লাখ বেকার। তাদের উচিত বিয়ে করে ফেলা।
দেশে পদ্মাসেতু হচ্ছে। বউ নিয়ে পদ্মাসেতুর উপরে থাকবেন।
আর দিনে এক চামচ করে পদ্মাসেতু খেয়ে নেবেন।
১০| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৮
ওমেরা বলেছেন: ঠিকই তো চাকরী ছাড়া বউকে খাওয়াবেন কি !!
১১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪০
কলাবাগান১ বলেছেন: জাহিদ হাসানের মত লোকদের যত ক্ষোভ পদ্মা সেতুর উপর...তারা রাগ করে পদ্মা সেতু ইউজ করবে না
১২| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯
গরল বলেছেন: ভাই চাকুরী শুধু বিয়ের জন্য কেন, নিজের থাকা খাওয়ার জন্যও তো জরুরী। তার মানে হচ্ছে আপনি এখনও বাপের পয়সায় চলেন, এতেইতো আপনার লজ্জা হওয়ার কথা। বিয়ের চিন্তাতো অনেক দুরের ব্যাপার।
১৩| ২৭ শে জুন, ২০১৮ রাত ১২:৪৭
শৈবাল আহম্মেদ বলেছেন: এ সমাজ আদীমত্ত্বে গিরা পড়ে আছে-আর চলচিত্র ও চারিদিকে নানান রকম মগজধোলায় ও ভেজাল খাওয়ার করনে-মানুশের হতাশ লেগে আছে-ফলে ভাববার সময় পাচ্ছেনা যে চিন্তা,চেতনায় গিরা পড়ে আছে কি-না!
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩
নতুন বলেছেন: বিয়ের পর বউ কি খাবে,কি পরবে, কিসে ঘুমাবে এসব কিছুই নির্ভর করে চাকরির উপর!চাকরি না থাকলে কোনো মেয়ের বাপ বিয়ে দিতে চায়না আবার দেশের অবস্থা অনুযায়ী চাকরিও সহজ ব্যাপার সেটাও না! আমার দেখা অনেক ছেলে আছে যারা বয়সের ভারে এখন চিরকুমার উপাধিতে ভূ্ষিত হবার উপক্রম! কিন্তু চাকরি নেই বলে বিয়ে হচ্ছেনা! কি আজব সমাজ আমাদের!!
আয় না থাকলে বিয়ে করে বউকি নিয়ে চলবে কিভাবে?
ব্যবসায়ী ছেলের সাথে তো মানুষ মেয়ে বিয়ে দেয়.... বেকার হলে কিভাবে সংসার চালাবেন?