নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার তেমন কিছুই নেই। সাধারণ একটা ছেলে। অতি সাধারণ একটা মানুষ হয়েই থাকতে চাই..

মো: আব্দুল মোমেন

ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।

মো: আব্দুল মোমেন › বিস্তারিত পোস্টঃ

কোটা নয়,কর্ম চাই

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১

আমারও একটা স্বপ্ন ছিল,পড়া লেখা শেষ করে মানুষ হবো,তারপর একটা চাকরি করে অসহায় বাবা মাকে একটু আরাম আয়েশ করার সুযোগ দিবো। ভেবেছিলাম চাকরি হবে,পড়া লেখা করছি চাকরির জন্যেই তো নাকি ?
শুধু মানুষ হয়েও লাভ নাই, মানুষ হয়ে আবার ভাত কাপড় কই পাবো ? ভাত কাপড় নাহলে আবার জীবনও চলবেনা!

এদিকে বাড়িতেও বাবা মা বার বার বলছেন কিরে বাবা চাকরি কবে করবি ? বাবা মাকে তো অনেকদিন ধরেই বলছি এইত চাকরি একটা হবে,হচ্ছে,চেষ্টা করছি !!

এই চেষ্টার জন্যই তো সব কিছু করছি !! কোটা সংস্কার আন্দোলন করেই কি হবে ? কতজনের চাকরি হবে কোটাহীন ভাবে ?

ছোট থেকে আমার বাবা আমাকে ভালো স্কুলে পড়াতে পারেননি,ভালো কলেজে পড়াতে পারেননি,কোনো প্রাইভেট টিউটর রাখতে পারেননি,কোনো প্রাইভেট পড়তেও পারিনি !! বরং আমিই ছোট থেকে বাবাকে যতটা পেরেছি সাহায্য করেছি বিভিন্ন সময় বিভিন্ন কাজে বাবার পাশে থেকেছি !!

অপরপক্ষে, বাড়ির পাশে যে চাকরিজীবী বা ধনী পরিবারের লোকটা ছিল তার সন্তানকে তিনি একটি নামী দামী স্কুলে পড়িয়েছেন,বাড়িতে তিন চারটা টিউটর রেখেছিলেন,ভালো কলেজে পড়িয়েছিলেন,ভর্তি কোচিং এর জন্য হাজার হাজার টাকা খরচ করে ঢাকায় পড়িয়েছিলেন ! কেউ পাবলিক ভার্সিটিতে ভর্তি হবার সুযোগ না পেলেও তার ছেলেটাকে প্রাইভেট ভার্তিসিটিতে পড়িয়েছেন !! আর আমি পড়েছি একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে!

আমি মাসে তিন মাসে একবার কলেজে গিয়েছি অপরপক্ষে বড়লোক ঘরের ছেলেটা প্রতিদিন কলেজে গেছে। আমি বড় হয়েছি আমার চারপাশের প্রকৃতির মাঝে,একটা মূর্খ সমাজের মাঝে ! আমি কথা বললেও কথার মধ্যে জড়োতা থাকে,কথা বলার সাহস পাইনা ! কিন্তু ঢাকায় পড়া ছেলে মেয়েটা আমার বাড়ির পাশের হলেও ফটর ফটর করে কথায় কথায় ইংরেজি বলতে পারে,কি সুন্দর করে কথা বলতে পারে !!

দেশে পাঁচ কোটি বেকার ছেলে মেয়ে,বর্তমানে সব পোস্টে নিয়োগ দিলেও কতজনকে আর নিতে পারবে ? খুব বেশি হলে এক লক্ষ, দুই লক্ষ,তিন লক্ষ,ধরে নিলাম এক কোটি !! তাহলে বাকি চার কোটি ছেলে মেয়ের কি হবে ?

এর মধ্যে দুর্নীতি,মামা খালু,ঘুষের দৌড়াত্ব আছে,এই দৌড়ের সাথে আমার কোনো ভাবেই পেরে উঠা সম্ভব নয় ! কারণ আমার এক টাকা দেওয়ার মতও সার্মথও নেই !
অনেকেই বলবেন, কত অজোপাড়া গাঁয়ের ছেলে মেয়ে কত ভালো জায়গায় যাচ্ছে,অনেকে আবার উদাহরণ দিবেন আতিউর রহমান কিংবা নরেন্দ্র মোদিকে !! আসলেই কি বর্তমানে সেই আতিউর রহমান,মোদি তৈরি হয় ? হলেও বা কতজন ?

সত্য কথা বলতে দেশে কোটা মোটা কিছুই না, কোটা দিয়েই আর কয়টা চাকরি হয় ? দেশে কর্মসংস্থান দরকার। দেশের কোটি কোটি বেকার ছেলে মেয়েদের কর্ম দরকার ! কর্মসংস্থান দরকার ! কোটা আমার দরকার নেই,কোটা দিয়েও আমার চাকরি হবেনা ! আমাকে পারলে জীবন চলার মত একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তাতেই খুশি থাকবো!!

এই ভাবনা গুলো কোটি কোটি তরুণের আর সেজন্যই সবাই আন্দোলনে ঝাপিয়ে পড়ে নিজেদের অধিকার আদায়ের চেষ্টা করছে মাত্র............

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আলোচনায় যথার্থ যুক্তি বিদ্যমান। ভালো লাগল।

২| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬

মো: আব্দুল মোমেন বলেছেন: আমি আর আমার বাস্তব জীবন থেকে বলেছি ভাই।
ধন্যবাদ আপনাকে।

৩| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:



দেশে সম্পদ আছে, ক্যাশ আছে, চাকুরী সৃষ্টি করা হোক

৪| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: যারা অন্যায় দাবী বলে গলা ফাটাচ্ছিলেন, তারা ই এখন ছাত্রদের অভিনন্দন জানাচ্ছেন। এ কেমন বহুরূপীতা!
যদি অন্যায় দাবী ই হবে তাহলে প্রধানমন্ত্রী কেন সরাসরি বাতিলই করে দিলেন? এখন আপনারা কি বলবেন? যদিও কোটাধারীরা এখন মাঠে নামার পাঁইতারা করবেন। কারণ সংস্কার করার পরিবর্তে সরাসরি বাতিল এটা তারা মানবেন কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.