নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার তেমন কিছুই নেই। সাধারণ একটা ছেলে। অতি সাধারণ একটা মানুষ হয়েই থাকতে চাই..

মো: আব্দুল মোমেন

ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।

মো: আব্দুল মোমেন › বিস্তারিত পোস্টঃ

মানবিকতা বেঁচে থাকুক সবার মাঝে !

০১ লা মে, ২০১৮ রাত ১:২২



কিছুদিন আগে ফেসবুকে এক বৃদ্ধা মা'কে নিয়ে লিখেছিলাম। লেখাটা দেখে এক ভাই ৫০০ টাকা পাঠিয়েছিলেন, সেই মা'কে ফল কিনে দেওয়ার জন্য। একটু ব্যস্ততা কাটিয়ে উঠে সীমা আপু'র সাথে যোগাযোগ করলাম। সীমা আপু হলেন আমার শিক্ষিকা,তিনিই ওই বৃদ্ধা মা'য়ের সন্ধান দিয়েছিলেন। এক'শ বছরের বেশি বয়সের বৃদ্ধা মা' থাকেন মেয়ের বাড়িতে! একটা বস্তিতে ছোট দুইটা ঘর,বারান্দার একটা টিনের বেড়ায় থাকেন বৃদ্ধা মা।

তিন ছেলে দুই মেয়েসহ পাঁচ সন্তানের জননী এই মা! দুর্ভাগ্যবশত কোনো ছেলেই বৃদ্ধা মা'কে দেখা শোনা করেন না!সবাই দিনাজপুরে থাকেন।
এক মেয়ে থাকেন ভারতে,তার সাথে কোনো যোগাযোগ নেই! ছেলেরা যেহেতু মা'কে দেখেন না সেক্ষেত্রে এক মেয়ে দেখাশোনা করেন। দেখাশোনা বলতে সেটাও যা দেখলাম খুবই করুণ অবস্থা!

মেয়ে আর নাতিনাতনিরা মিলে অমানবিক নির্যাতন করেন এক'শ বছর বয়সের এই বৃদ্ধার সাথে!
কিছু ফলমূল নিয়ে সীমা আপুর হাসবেন্ডকে সাথে নিয়ে বৃদ্ধা মা'য়ের কাছে গেলাম। বয়সের ভারে নুয়ে পড়লেও মনের ইচ্ছে শক্তি দিয়ে চলছেন বুড়ি মা! হাতের বেশ কয়েক জায়গায় ক্ষত! বৃদ্ধা মা'কে ডাক দিতেই খোয়ারের মত ঘরটা থেকে হুংকার দিয়ে বের হলেন।

বাড়িতে তখন কেউ ছিল না,একটু পরে বুড়ি মা'র নাতি আসলো! ছেলেটা অটো চালায়। দেখেই মনে হলো কেমন একটা ছেলে! চেহারার মধ্যে একটা মাস্তানি ভাব!

কথা বলে ছেলেটাকে বোঝানোর চেষ্টা করলাম,আমরাও একদিন এই বয়সে আসবো! আমাদেরকেও তো মরতে হবে! একদিন আমাদেরও নাতিনাতনি হবে,বুড়ি মাকে যেন একটু দেখাশোনা করেন।

আমি জানি,আমার এই মিষ্টি কথায় কোনো কাজ হবে না,তারপরেও কিছু কথা বলে আসছি,এটাও বলে আসছি মাঝে মধ্যে খোজখবর নিতে আসবো।
বৃদ্ধা মা ফলের ব্যাগটা হাতে নিয়ে অনেক খুশি,একটা কলা বের করে খাওয়াই দিলাম। সাথে বুড়ি মা'র ওষুধ কেনার জন্য সীমা আপুর হাসবেন্ড নামজুল হক বিপ্লব ভাই একটা এক'শ টাকার নোট বের করে দিলেন।

জানি না আদৌ সেই এক’শ টাকাটা দিয়ে বুড়ি মা'র জন্য ওষুধ কেনা হবে কিনা!
তবে বুড়ি মা দো'য়া করলেন খুব কাছ থেকে! এই বয়সে তিনি যা আমাকে দিলেন সেটা পৃথিবীর সেরা প্রাপ্ত পুরুস্কার! মাথায় হাত,কপালে চুমু,আর কি যেন দো'য়া পড়ে বেশ কয়েকবার চুমু খেলেন। আমার গাঁ শিহরিত হলো! বুঝতে পারলাম তিনি মন থেকেই আমার জন্য দো'য়া করেছেন। যদিও দো'য়া পাবার কথা যেই ভাই টাকাটা পাঠিয়েছেন সেই ভাইয়ের প্রাপ্ত।

মহান সৃষ্টিকর্তা হয়ত এই দো'য়ার ভাগ আমাদের সবাইকে দিবেন। কষ্ট লাগলেও সেখান থেকে প্রসস্থান হলাম। খারাপ লাগলেও কিছু করার নেই! আমাদের সমাজে তো এরকম বৃদ্ধা মায়েরা অনেক আছেন! আমরা কতজনের মুখে হাসি ফোটাতে পারি বলেন?

তবুও পৃথিবী চলছে তার নিয়মে! বয়স বাড়ছে তার গতিতে! এই তো কয়েক বছর পর আমি আমরা এরকম একটা বয়সে এসে পৌঁছাবো!!

সীমা আপু,মাহবুব মিনার ভাই(ডোনার)নাজমুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ! আপনাদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা,একদিন এভাবেই পৃথিবী বদলে যাবে সবার ছোট ছোট সহযোগিতায়। বদলে দিতে চাই আমাদের সমাজ,সমাজের মানুষ তথা রাষ্ট্রকে!!

চলুন বদলে ফেলি আমাদেরকে...

বিঃদ্রঃ কিছুদিন পর বুড়ি মা'র কাছে যাবো,কেউ যেতে চাইলে বলতে পারেন। মিনার ভাই আরো কিছু জিনিস পাঠাতে চেয়েছেন,সেগুলো নিয়ে যেতে হবে....
অনেকে বলতে পারেন,বেটা অন্যের দেওয়া দানে বড় বড় স্ট্যাটাস মারে,বলতে পারেন,কিন্তু অন্যের আমানত খেয়ানত না করে একটু লিখলেই যদি কারো উপকারে আসে তাহল খারাপ কিসে?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৮ রাত ১:৪৭

মাআইপা বলেছেন: খুব ভাল কাজ করেছেন। ধন্যবাদ আপনাকে।
নির্যাতনের বিষয় নিয়ে লোকাল পত্রিকায় লেখালেখি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন।
শুভ কামনা রইল।

২| ০১ লা মে, ২০১৮ রাত ১:৫৫

চাঁদগাজী বলেছেন:


ভালো কাজ করেছেন।
কোন এলাকায় থাকেন এই মহিলা?

৩| ০১ লা মে, ২০১৮ সকাল ৯:২৫

অর্ক বলেছেন: খুব শিহরিত হলাম লেখাটি পড়ে। অনেক অনেক শ্রদ্ধা আপনাদের সকলকে। আপনি লিখে মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলছেন। এটাই একজন লেখকের সমাজের প্রতি দায়বদ্ধতা। আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার আপনাদের মতো মানুষদের বড্ড প্রয়োজন সমাজের।

ধন্যবাদ শেয়ারের জন্য।

৪| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:০৬

মো: আব্দুল মোমেন বলেছেন: চেষ্টা চলছে,খোজখবর নেওয়ার জন্য আবার যাওয়া হবে। ধন্যবাদ।

৫| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:০৮

মো: আব্দুল মোমেন বলেছেন: দিনাজপুরের ছোটগুড়গুলাতে। একটা ঘিঞ্জি গলির ভিতর দিয়ে যেতে হয়।

৬| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:০৯

মো: আব্দুল মোমেন বলেছেন: অনেক ভালোবাসা রইল ভাই।

৭| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: আমাদের সবার অনেক বেশি ,আনবিক হতে হবে।

৮| ০১ লা মে, ২০১৮ বিকাল ৫:৪৩

শামচুল হক বলেছেন: ভোল কাজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.