নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার তেমন কিছুই নেই। সাধারণ একটা ছেলে। অতি সাধারণ একটা মানুষ হয়েই থাকতে চাই..

মো: আব্দুল মোমেন

ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।

মো: আব্দুল মোমেন › বিস্তারিত পোস্টঃ

হিরোর দেশ বাংলাদেশ

১৮ ই মে, ২০১৮ রাত ১০:৪৪



আমি তখন খুব ছোট, মোটামুটি বুঝতে পারি এমন বয়সে আমাদের পাড়ায় একবার আগুন লেগেছিল! আমাদের খুবই ঘনবসতি পাড়া হওয়াতে একটা বাড়িতে আগুন লাগলে মোটামুটি পাড়ার সব বাড়িই আগুনে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে!

শহরে দালান কোঠার ঘিঞ্চি পরিবেশ থাকলেও বর্তমানে গ্রাম গুলোতে মানুষের বসবাসের ঘনত্ব বেড়ে গেছে! একদিকে মানুষ বৃদ্ধির চাপ অপরদিকে বসতবাড়ি করার জমির অভাব!

যাইহোক,পাড়ায় আগুন লেগেছে একটা বাড়িতে,বেশি রাত হয়নি তখন, আগুনটা রান্নাঘর থেকে পাট খরির মাধ্যমে চালের ছাউনিতে লেগেছে! গ্রামের সেই সময় বেশির ভাগ বাড়ি ছিল ধান অথবা গমের আঠি(খর) দিয়ে তৈরি। প্রচন্ড রোদে আঠি গুলো এমন শুকনা হয় যে আগুন লাগলে বাঁচার উপায় থাকে না বলেই চলে!!

যেই বাড়িতে আগুন লেগেছে সেখানে বহু মানুষের সমাগম এবং পানি নিয়ে দৌড়ঝাপ শুরু হয়েছে। আগুন কিছুটা সময় ধরে চলার পর অনেকে ভেবে নিয়েছিল আর বাঁচার উপায় নেই! তাই নিজ নিজ ঘরের খাট,আলমারি,সুকেস,টাকা পয়সা,চেয়ার টেবিল যে যেভাবে পারছে পাশের পুকুরে ডুবিয়ে রাখছে অথবা বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে রেখে আসছে!!

মানুষ যখন বাইরে ঘরের জিনিসপত্র রেখে আসলো ঠিক তখনি কিছু চোরের আগমন ঘটলো! চোরেরাও সুযোগের সদ্ব্যবহার করা শুরু করলো!। এদিকে আগুন নেভাতে সবাই ব্যস্ত! ওদিকে ঘরের জিনিস চোরকে পাহারা দিতে বাইরে রেখে আসলো!

কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রনে এলো,অন্য কোনো বাড়ির ক্ষতি হলো না! এদিকে চোরের আগমনকে টের পেয়ে এলাকাবাসী যখন নিজের জিনিসপত্র দেখতে গেল তখন দেখলো বাড়ির সব দামী জিনিসপত্র চোর নিয়ে গেছে!!

ফলাফল দাড়ালো,চোরকে মুরগি আধি দেওয়ার ঘটনার মতই!

এটা গেল আগুনের কাহিনী এবার আসি "হিরোর দেশ বাংলাদেশ" নিয়ে দুটো কথায়!!

অনেকদিন ধরে মনের মধ্যে গিজ গিজ করছে এই বিজ্ঞাপন চিত্রটা! আমরা তো দেশের আম পাবলিক তাই কিছু বলেও লাভ হবে না জেনেও লিখে ফেললাম!

হিরোর দেশ বাংলাদেশ! এ কেমন কথা? একটা বিজ্ঞাপন চিত্রে তাদের প্রডাক্ট একটি দেশ দখল করে নিতে পারে কিভাবে?
যদি এই প্রডাক্ট বাংলাদেশের তৈরি হত তাহলে একটা কথা ছিল কিন্তু প্রডাক্ট যখন আমাদের দেশের নয় তখন একটি দেশকে তাদের দাবী করার মধ্যে সুক্ষ্ম রাজনৈতিক বিশ্লেষণে ফেলতেই হয়!।

বাংলাদেশে কি আর কোনো কম্পানি নেই যারা বা যাদের মোটরসাইকেল বিক্রি হয়? অনেক কম্পানি আছে! তারাও যদি এমন বিজ্ঞাপনের মাধ্যমে একটি দেশকে নিজেদের দাবী করে তাহলে আমরা হবো রাজ্যের প্রজা মাত্র!!

হিরো ইন্ডিয়ান কম্পানির,আজকে হিরো মোটরসাইকেল বিজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশেকে তাদের দেশ হিসেবে দাবী করছে,কালকে যখন ভারত বলবে বাংলাদেশ ভারতের রাজ্য তখন কি হবে?
বৃটিশরা কিন্তু এই ব্যবসা করতে এসেই দেশ দখল করে শাসন কায়েম করেছিল!

আমাদের মনে রাখতে হবে আমাদের দেশে এসে বাণিজ্য করে নিজেদের আধিপত্য কতটা বিস্তার করছে সেটার দিকেও নজর দেওয়া দরকার! মোটকথা,হিরোর এই বিজ্ঞাপন বন্ধ না করা পর্যন্ত আমাদের সবাইকে কথা বলতে হবে! একটা আওয়াজ তুলেই দেখুন না প্লিজ.....

লেখকঃ এম এ মোমেন
খানসামা,দিনাজপুর।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:২৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আপনার লেখা দুই অংশে বিভক্ত। প্রথম অংশ "আগুন লাগার সাথে দ্বিতীয় অংশ "হিরোর দেশ বাংলাদেশ" লেখার তেমন একটা মিল খুজে পেলাম না। তবে দুইটা অংশ-ই খুব-ই বাস্তব।

২| ১৯ শে মে, ২০১৮ রাত ১:৪৯

ঢাকার লোক বলেছেন: "বৃটিশরা কিন্তু ব্যবসা করতে এসেই দেশ দখল করে শাসন কায়েম করেছিল !" এখন হয়তো সেদিন আর নেই তবে শাসন না করলেও শোষণ করা সম্ভব, কোনো সন্দেহ নাই ! ভাববার বিষয় !!

৩| ১৯ শে মে, ২০১৮ রাত ৩:০৭

অর্থনীতিবিদ বলেছেন: চটকদার বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি বাড়ানোর চেষ্টা।

৪| ১৯ শে মে, ২০১৮ সকাল ৭:২৭

বোববুরগের বলেছেন: The commercial sounds dumb, like most other commercial, but I wouldn't stress so much about it. If Toyota was saying Bangladesh is their country would you freak out over it just as much? Also let's be honest, India has no desire to claim us as their territory. They have enough separatist movements going as is, they know better. But they do want to economically dominate us, that is a fact. They tried to buy our stock market, our credit rating agencies, our garments, wants to control our ports and power plants. Read this news a few weeks ago on bdnews24 that our government rejected a proposal by an Indian group to build a coal based power plant. That group owns a coal mine in Australia that has poor product quality and can't find a market to dump their inferior coal so they wanted to sell it to us. I admit India helped us a lot during our liberation war but that doesn't mean we should bend over backwards and take their economical shafting. I would start by consuming Bangladeshi products more instead of Indian shit even if it's a bit expensive. At least we get to keep the money in our market.

৫| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: মনের মত জীবন হয়না
তাই জীবনের মত মন করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.