নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার তেমন কিছুই নেই। সাধারণ একটা ছেলে। অতি সাধারণ একটা মানুষ হয়েই থাকতে চাই..

মো: আব্দুল মোমেন

ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।

মো: আব্দুল মোমেন › বিস্তারিত পোস্টঃ

উপমহাদেশের সবচেয়ে বৃহত্তম ঈদগাহ ময়দান দিনাজপুরে

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৩৭

এতদিন ধান,চাউল আর লিচুর নামের সাথে দিনাজপুরকে মানুষ চিনলেও বর্তমানে আরো একটি বিষয় নতুন করে যুক্ত হয়েছে দিনাজপুরের ইতিহাসে। দেশকে ছাড়িয়ে পুরো উপমহাদেশের মুসলমানদের আনন্দময় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এবারও ।

এক সাথে কয়েক লক্ষ মুসল্লি এক কাতারে দাড়িয়ে নামাজ আদায় করবে এবার ঈদেও। গতবারে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে। গত ঈদের নামাজে শোলাকিয়া ঈদগাহ মাঠকে ছাড়িয়ে প্রায় ৪ লক্ষের বেশি মানুষ একসাথে দাড়িয়ে ঈদের নামাজ আদায় করার সুযোগ পেয়েছিলেন।

ধারণা করা হচ্ছে সামনে ঈদের নামাজে ৫ লক্ষেরও বেশি লোক এক সাথে দাড়িয়ে ঈদের নামাজ আদায় করবে। বিশালাকৃতির দুই পাশে দুটি মিনার স্বলিত সবুজ চত্ত্বরের পুরো ঈদগাহ ময়দান জুড়ে লাগানো হয়েছে সবুজ ঘাস। ইতিমধ্যেই শোলাকিয়াকে ছাড়িয়ে পুরো উপমহাদেশের বড় ঈদগাহ ময়দানের খেতাব জুটেছে দিনাজপুরের এই ঈদগাহ মাঠটির।

জেলার তেরটি উপজেলার মানুষ বাদেও আশপাশের রংপুর,নীলফামারী ঠাকুরগাঁও,পঞ্চগড় থেকে ইদের নামাজ পড়তে আসে দিনাজপুরের এই বৃহত্তর মাঠে। ঈদের নামাজের আগে কঠোর নিরাপত্তায় সাজানো হয় পুরো মাঠ,আইনশৃঙ্খলা বাহিনীর কঠিন তৎপরতায় লক্ষ লক্ষ মানুষের সমাগমে পুরো দিনাজপুর শহরই হয়ে উঠে মানুষময়!

দিনাজপুরের এই ঈদগাহে নামাজ পড়তে এসে অনেকেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চান। বেশির ভাগ মুসলমান, ভ্রমণপ্রিয় এবং শৌখিন মানুষরাই দূর থেকে এখানে নামাজ পড়তে আসেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৪৪

খনাই বলেছেন: এতোদিনতো জানতাম কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হয় ! এটা আবার কবে থেকে শুরু হলো ?

২| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১:১০

মো: আব্দুল মোমেন বলেছেন: খনাই ,এটা গত বছর থেকে শুরু হযেছে।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:২১

মো: আব্দুল মোমেন বলেছেন: গত বছর থেকে শুরু হয়েছে।

৩| ০২ রা জুন, ২০১৮ দুপুর ২:০৬

আবু ছােলহ বলেছেন:



এই মাঠে কত লোক হয়েছিল গত বছর ঈদের নামাজে?

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:২২

মো: আব্দুল মোমেন বলেছেন: প্রায় সাড়ে ৪ লক্ষ

৪| ০২ রা জুন, ২০১৮ দুপুর ২:১১

রোকনুজ্জামান খান বলেছেন: কয় একর জায়গা জুরে এটি অবস্থিত ।


আমার নতুন গল্প
সময়ের প্র য়ো জ ন পর্ব ১
লিংক Click This Link

এক বার ঘুরে আসার বিনীত অনুরোধ রইল।

৫| ০২ রা জুন, ২০১৮ দুপুর ২:৫৫

সনেট কবি বলেছেন: নতুন জানলাম।

৬| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.