নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার তেমন কিছুই নেই। সাধারণ একটা ছেলে। অতি সাধারণ একটা মানুষ হয়েই থাকতে চাই..

মো: আব্দুল মোমেন

ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।

মো: আব্দুল মোমেন › বিস্তারিত পোস্টঃ

আমি আর কাঁদি না

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:২৪

আমি আর কাঁদি না,
কান্না গুলো শেষ হয়েছে কবেই
যবে মানবতায় শুনেছি হা-হুতাস
তবে থেকে আর কাঁদি না!!

আমি আর কাঁদি না,
কেঁদে কি হবে ভবে?
ভব তবে দেখে সবে
হেসে বলে গেছে কবে!!

আমি আর কাঁদি না,
কান্না আসে না চোখে
নিথর হয়ে পাথর শরীর
অপেক্ষায় থাকে চেয়ে!!

আমি আর কাঁদি না,
একদিকে সন্তানের আর্তনাত
অন্যদিকে বাবার মিছে ফোনালাপ
মাঝখানে দু'একটা ভুলের কথিত মহাপ্রলাপ!

আমি আর কাঁদি না,
বুলেটের শব্দ গুলো ভাঁসছে কানে
কান্না থেমেছে ভয়ে
তাই, আমি আর কাঁদি না!

আমি আর কাঁদি না,
স্বামীর অপেক্ষায় যে স্ত্রী করেছে রাত ভোর
সন্তানেরা ঘুমাতে যাবে বলে ডাকছে বাবায়,
সেখানে একটা কণ্ঠ বলে দিলো,
বাবা তুমি কাঁদছো যে....

তখন থেকেই আর কাঁদি না,
কখনোই কান্না আসেনি চোখে!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৩৩

মীর সাজ্জাদ বলেছেন: কান্না নিয়ে অনেক সুন্দর একটা কবিতা হয়েছে। ভালো লাগলো পড়ে।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৪৭

মো: আব্দুল মোমেন বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৪৮

ফেনা বলেছেন: অনুভুতির সুন্দর প্রকাশ।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৫৬

মো: আব্দুল মোমেন বলেছেন: চেষ্টা করছি । ধন্যবাদ

৩| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: কান্নার দরকারও নাই।
কান্না পেলে চার্লি চ্যাপলিনের মুভি দেখবেন।

৪| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৪৫

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.