![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।
শহরে আর গ্রামের মধ্যে এই জায়গা গুলোতেই সবচেয়ে বেশি পার্থক্য ! শহরের অট্টালিকার পরিবেশে এসব দৃশ্য দেখতে পাওয়া কল্পনাতীত! গ্রামীণ পরিবেশে ছোটদের এরকম সুন্দর দৃশ্য দেখে মন ভরে যায়। এজন্যই হয়ত শহরের অনেক মানুষ গ্রামের টানে ছুটে আসে অনেক সময়।
ছবিতে কয়েকটি শিশু কাঠাল গাছ থেকে কাঠাল ছেড়ার জন্য চেষ্টা করছে। বিশেষ করে গ্রামের এই বয়সের শিশুদের মধ্যে অন্যের গাছের আম কাঠাল পাড়ার চুপিচাপি চেষ্টা চালায়।
দৃশ্যটি দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহার ডিগ্রি কলেজ থেকে ধারণ করা হয়েছে। ছবিতে কয়েকটি শিশু কাঠাল গাছের নিচে একজনকে ঠেলা দিয়ে ধরে রাখছে যাতে সে পড়ে না যায় এবং কাঠালটা ছিড়তে পারে
ছবিঃ এম এ মোমেন খান,খানসামা,দিনাজপুর।
২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:২০
মো: আব্দুল মোমেন বলেছেন: শহর আর গ্রামের মধ্যে এইটুকুই পার্থক্য ভাই।
২| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:২২
তারেক_মাহমুদ বলেছেন: আমার শৈশবটি এমনি ছিল।
২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৬
মো: আব্দুল মোমেন বলেছেন: বেশ । খুব সুন্দর ।
৩| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৬
মোগল সম্রাট বলেছেন: আমাদের শৈশব-কৈশর ছিলো আরো দুরন্ত, ঝিনুক ফুটো করে নুন নিয়ে আম গাছে উঠে যেতাম তার পর ডালে বসে বসে কাঁচা আম খাওয়া, জামের ডাল ভেঙ্গে কতো দিন পুকুরে পড়েছি, কলার ভেলা ভাসিয়ে শামুক কুড়ানো, শালিখের বাসা থেকে বাচ্চা নিয়ে আসা, নদীতে ডুব-সাতার, মাষ্টর বাড়ির ডাব চুরি করে খাওয়া, শীতের রাতে খেজুরের রস চুরি করে পায়েষ রান্না, আব্বার পকেট থেকে টাকা চুরি করে স্কুল পালিয়ে গঞ্জে সিনেমা দেখতে যাওয়া, হেড স্যারের জোড়া ব্যাতের পিটান খাওয়া, সবই ব্যাথাতুর স্মৃতি হয়ে আছেরে ভাই।মনে পড়লে নষ্টালজিক হই।
৪| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৮
মোছাব্বিরুল হক বলেছেন: গ্রামের পরিবেশের সাথে যার পরিচয় ঘটেনি, তার জীবনের অনেক কিছুই পাওয়া হয়নি।
সত্যি, কিছু দৃশ্য স্মৃতিতে ভাসিয়ে নিয়ে চলে।
৫| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩১
কাইকর বলেছেন: গ্রামের কথা খুব মনে পড়ে
৬| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৯
লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।
৭| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:০৫
সিগন্যাস বলেছেন: সুন্দর লিখেছেন
৮| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শহর আর গ্রামের মধ্যে এইটুকুই পার্থক্য ভাই।
আমি গ্রামে ফিরে যাবো। চাষবাস করবো।
৯| ২৬ শে জুন, ২০১৮ রাত ১:৪৯
ওমেরা বলেছেন: ছেলেটা তো ব্যাথা পাবে !!
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:০৮
রাজীব নুর বলেছেন: ছেলে বেলায় আমি এরকম করতে পারিনি। কারন আমি ঢাকা জন্ম, ঢাকায় বেড়ে উঠা।