![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।
এখন আর আমাদের রাষ্ট্র বলতে কেমন লাগে জানি! আমাদের কথা বলতে তো আমরা সবাই কিন্তু দেশ আর সবার নেই মনে হয়। দেশ এখন গুটি কয়েকটি সংগঠন এবং কয়েকটি দল-বিরোধী দলের মধ্যে সীমাবদ্ধ ! এজন্য আর আমাদের রাষ্ট্র বলাটাও আমার কাছে কেমন খটকা লাগে!
যাইহোক, রাষ্ট্র আমাদের না হলেও আমরা যেহেতু রাষ্ট্রের মধ্যে নিরিহ প্রাণী হিসেবে বাস করছি তাই দু‘চারটি কথা মুখ ফুসকে বলেই ফেলি!!
যেমন বাড়ির পোষা প্রাণীরা করে থাকে। হাজার পোষ মানানোর পরেও দেখা যায় অনেক সময় ধানক্ষেতে যেতে মানা করলেও যায়!
আমরাও ঠিক এরকম প্রাণীই হয়ে গেছি!
এই যে সারাদেশে সম্রাট শাহাজান খান দুইভাবে মানুষ মারছে তার কি কোনো ধর্মঘট হবে না ? দুইভাবে মানুষ মারছে বলতে,একটা সড়ক পথে অপরটা সড়ক অবরোধ করে বা ধর্মঘট ডেকে! এই সাহস অবশ্য সরকার দেয়নি এই সাহস তিনি পেয়েছেন সংগঠন তৈরি করে সংগঠনকে ভালোবেসে। ভালোসার কথা কেন বললাম,কারণ ভালোবাসা না থাকলে এসব অ-শিক্ষিত,অর্ধ-শিক্ষিত,বা একেবারই শিক্ষিত নয় এমন লোকও এই শাহাজান খানকে দারুণ ভালোবাসেন। ভালোবাসা না থাকলে কি আর কারো জন্য মানুষ মারা যায়! অবশ্যই শাহাজাহান খানের উপর শ্রমিক ভাইদের অগাধ ভালোবাসা লেপ্টে আছে! একদম সুপারগুলুর মত!
আর এই ভালোবাসার কাছে আমরা সবাই জিম্মি! ভালোবাসার উপ্রে তো পৃথিবীতে কোনো কথা নেই। শাহাজাহান খানের এই ভালোবাসার কাছে আমাদের দেশের শাসন বিভাগ,বিচার বিভাগ সর্বপরি সরকার বিভাগও বড্ড অসহায় !
সরকার বিভাগ বলারও একটা কারণ আছে সবাই অবশ্য এসব তাত্তিক কথা না বুঝতে পারেন। আমাদের সরকার বিভাগ মানে থাকে না দেশের একটা দল,জাতীয় সংসদের দল,খেলার দল ইত্যাদি!
একটু জেনে নেই বিগত কয়েক বছরে আমাদের সোনার বাংলায় কত গুলো দুর্ঘটনা হয়েছে এবং কতজনের মৃত্যু হয়েছে আবার কতজন বিচার পেয়েছে...বেসরকারি সংস্থা নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) এর তথ্যানুযায়ী, ২০১৫ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে দুই হাজার ৬২৬টি। এতে পাঁচ হাজার তিনজন নিহত এবং ছয় হাজার ১৯৭ জন আহত হয়েছেন।( এর বাইরে যেগুলো দেখা যায় না বা পত্রিকা,টিভিতে প্রকাশ হয় না সেগুলোর হিসেব নেই)
সংস্থাটি জানায়, ২০১৬ সালে সড়ক দুর্ঘটনা ঘটে দুই হাজার ৩১৬টি। এতে নিহত হন চার হাজার ১৪৪ জন। আর আহত হন পাঁচ হাজার ২২৫ জন।
২০১৭ সালে সড়ক দুর্ঘটনা ঘটে তিন হাজার ৩৪৯টি। এতে নিহত হন পাঁচ হাজার ৬৪৫ জন। আর আহত হন সাত হাজার ৯০৮ জন।
২০১৭ সালের সড়ক দুর্ঘটনার মধ্যে বাস, মিনিবাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার দুর্ঘটনা নয়শ ৬৩টি, পণ্যবাহী ট্রাক, মিনি ট্রাক, (ইট-বালু-মাটি) বহনকারী যানবাহনের দুর্ঘটনা নয়শ ৪১টি, মোটরসাইকেলের দুর্ঘটনা সাতশ ২০টি, কাভার্ড ভ্যান ও এ ধরনের যানবাহনের দুর্ঘটনা ১০৭টি। আর নসিমন, করিমন, ভটভটি, অটোবাইক, সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইক, লেগুনা, টেম্পু, আলমসাধু, মহেন্দ্র, ইঞ্জিনচালিত রিকশাসহ অবৈধ যানবাহনের দুর্ঘটনা ঘটেছে ছয়শ ১৮টি।
প্রতিদিনই দেশে সড়ক দুর্ঘটনা ঘটছে, মামলাও হচ্ছে। কিন্তু সড়ক দুর্ঘটনায় বছরে কতগুলো মামলা হচ্ছে, নিষ্পত্তি হচ্ছে কতগুলোর, সাজা দেওয়া হচ্ছে কতজনকে, খালাস পাচ্ছেন কতজন, তার কোনো পরিসংখ্যান নেই দায়িত্বশীলদের ভালোবাসার কাছে হার মানা বিচার বিভাগের কাছে!!
তাই চলুন আমরাও ভালোবাসতে শিখি এবং সংগঠন তৈরি করি। যেমন, বর্তমানেও দেশে নিত্য নতুন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে গড়ে উঠছে দল বা সংগঠন!!
লেখকঃ এম এ মোমেন খান
২| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮
হাবিব বলেছেন: সম্রাট সাজাহান কার জন্য মহল গড়বেন তাই দেখার বিষয়।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪
রাজীব নুর বলেছেন: দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে!
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার।।
------------------জাগরণের কবি, সাম্য ও মৈত্রীর কবি, মহাবিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১৬
ঈশ্বরকণা বলেছেন: আমাদের মাননীয় মন্ত্রী বলে কথা ...
৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪
খাঁজা বাবা বলেছেন: ভাই এত হিসেব করে লাভ নেই।
আর এই আন্দোলন শুধু শ্রমিক দের আন্দোলন না, দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এই আন্দোলনের নির্দেশ আসছে, বর্তমান রাজনৈতিক অবস্থা থেকে দৃষ্টি ফেরানোর জন্য।
এখন ক্ষমতাবান রা রাজা আপনি প্রজা
ইচ্ছা হলে দেশে থাকেন নইলে চলে যান।
বেশি কথা বললে কি কি যেন ধারা হইছে তাতে জেলে গিয়া ডলা খাইবেন।
তারা দেশে থাকতে দিয়েছে এটাই আপনার উপর বড় মেহেরবানি।
দেশের সংগা খুইজেন না।
৭| ১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
জমীরউদ্দীন মোল্লা বলেছেন: এই গুটিকয়েক লোক আমাদেরকে শুষে খাচ্ছে তার মানে আমারা নিজেরাই আমাদের দাবি দাওয়া নিয়ে সচেতন না। সচেতন হলে হাজারখানেক লোক বাকি ১৬ কোটিকে এভাবে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখতে পারতো না।
৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৪
আবির মাহমুদ আলআমিন বলেছেন: ধন্যবাদ ভাই, ঠিক বলছেল নতুন কিছু দেশের জনগনকেই করে দেখাতে হবে। তা না করলে রক্ষ্মা নেই
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭
সাইন বোর্ড বলেছেন: কি বলব অাজ ভেবে নাহি পাই...