![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।
আচ্ছা একটা গল্প বলি.....
খুব ভোর বেলা ঘুম ভাঙ্গছে। আজকে বিশেষ কারণে ঘড়িতে এলার্ম দিয়ে রেখেছিলাম। ঘুম ভেঙ্গেই প্রতি বছরের মত আজকের দিনে বিজয়ের গান শোনা যাচ্ছে চারিদিকে। কিন্তু যেই গানটা সবচেয়ে বেশি কানে এসে ঢুকলো সেটা হলো ২১ শে ফেব্রুয়ারির অমর সেই গানটি। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..আমি কি ভুলিতে পারি....।
যাইহোক,কিছুক্ষণ শুনলাম । শুনলাম এজন্যই কারণ এসব গান যখনই শুনি না কেন তখনি ভালো লাগে। আমরা আসলে দিন দিন সবকিছু ভুলে যেতে বসেছি। কোনটা বিজয় দিবস কোনটা স্বাধীনতা দিবস আর কোনটা একুশে ফেব্রুয়ারি এগুলোর খুব একটা গুরুত্বও আর নেই !
গুরুত্ব নেই বলে এমনটা নয়। আছে তবে সরকারিভাবে কোনো তাগাদা না থাকেলে হয়ত এসব পালন করা প্রায় বন্ধ হয়ে যেত! দলীয়ভাবে যেগুলো করা হয় তা শুধুমাত্র টাকার জোড়ে। হ্যা আবার বলছি শুধুমাত্র টাকার জোড়ে!! আজকেই টাকা খরচ করা বন্ধ করুক নেতারা কালকে থেকেই আর কেউ এসবে এসে সময় নষ্ট করবে না! অথচ এই সব দিনে এময় সময়ে আমাদের একটি দেশের নাম পৃথিবীর বুকে অঙ্কিত হয়েছিল।
বিজয় মানে আমি যেটা খুব সহজ করে বুঝি তা হলো জয় করা। কোনো কিছু নিজের করে নেওয়া আর কোনো জিনিস যখন কষ্ট করে জয় পাওয়া যায় তখন সেটার অন্য রকম একটা আনন্দ থাকে। নিজের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। তো বিজয়ের দিনে আমরা আনন্দ করতেই পারি। আমরা সাধারণত বিজয় দিবসেই বিভিন্ন ধরণের খেলা ধুলার আয়োজন করে থাকি । কেন এসব আয়োজন করে থাকি এই কথার উত্তর কিংবা প্রশ্ন আমরা কাউকে করার চেষ্টাও করিনা আবার আমাদের ভবিষ্যৎ প্রজম্মকেও খুব একটা আগ্রহ নিয়ে বলি না।
সবাই দু’চারটা ছবি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছি আর দেশ প্রেম দেখাচ্ছি। আমিও এর ব্যতিক্রম নই। আবার শহিদ মিনারের পাদদেশে ফুল নিবেদন করার পর বিজয় দিবস,দেশ,স্বাধীনতার ইতিহাস কিংবা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যে দেশ প্রেমে উদ্ধুদ্ধ করবো এরকম কোনো কথাও বলি না! ঐ আমরা শুধু যাই আর ফুল দেই এবং ফুল দেওয়া শেষে একটা গতানুগতিক রাজনৈতিক বক্তব্য দিয়ে ইশারায় বলি অমুক দোকানে আইশো চা খাবো সবাই !!
এখন তো আবার এই বিজয় দিবস ব্যবসায় পরিণত হয়েছে। বিজয় দিবসের নামে বেনামে এর কাছে টাকা ওর কাছে টাকা চাঁদা দাবীর মাধ্যমে দুই টাকা খরচ করে দুই হাজার টাকার ফায়দা হাসিল করছে অনেকেই!! আমরা বাঙালিরা স্বার্থ ছাড়া কোনো কাজই করি না । আমাদের মধ্য থেকে দেশ প্রেম দিন দিন কমে যাচ্ছে। এসব ভাবলে খারাপ লাগে! লিখতে ইচ্ছে করছে না আর !! ধুরও........
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
কিছু আগাছা বাংগালী আছে, যাদের কাছে ২১ ফেব্রু, স্বাধীনতা দিবস, বিজয় দিবস সবই অর্থহীন, আপনি ওদেরই একজন
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: লাল সবুজের দেশ যেন থাকে বেশ, সারা বছর লেগে থাকুক বিজয়ের রেশ।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
ঢাবিয়ান বলেছেন: কিছু চেতনার এজেন্ট আছে যাদের কাছে খুনে ডাকাতদের নিরাপদ স্বর্গে ২১ ফেব্রু, স্বাধীনতা দিবস, বিজয় দিবস বিশাল অর্থবহ।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের দেশের মানুষগুলো অনেক লোভী হয়ে গিয়েছে। সব কিছুতে ধান্দা করতে চায়...
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
মাহমুদুর রহমান বলেছেন: এসব বন্ধ হবে কবে?
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোনটা বিজয় দিবস কোনটা স্বাধীনতা দিবস আর কোনটা একুশে ফেব্রুয়ারি
...........................................................................................................
আপনার বয়স কম তাই এসবের গুরত্ব বুঝেন না
এর পিছনে কত কান্না, ছেলেহারা মায়ের আহাজারি ,
কত বোন ব্যথা বেদনা আছে
তা বুঝলে একথা বলতে পারতে না ।