নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন কিছুর প্রত্যাশায়।

অচেনা আজাদ

আপাততো শিখতেছি.।

অচেনা আজাদ › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

আমি প্রায় মানুষ কে জিজ্ঞেস করি যে, আপনি রাজনীতি করেন? বেশির ভাগের উত্তর হছে জ্বী না, আমি রাজনীতি করি না। যদি জিজ্ঞেস করি কেনো আপনি রাজনীতি করেন না? তখন তারা বলে, রাজনীতি খুব ই নোংরা জিনিস। ভালো মানুষ কখন ও রাজনীতি করে না। এ জন্য রাজনীতি করি না।

এখন আমার কথা হলো, সব ভালো মানুষ যদি রাজনীতি সম্পর্কে এ রকম ধারণা নিজের মধ্যে পোষে রাখে তাহলে চোখ বন্ধ করে বলা যায় যে, অদূর ভবিষ্যতে রাজনীতি আর রাজনীতি থাকবে না। নোংরা নীতি তে পরিণত হবে। আর এ জন্য দায়ী থাকবো আমরা সবাই। কারণ কোনো কিছু ই শুরু তে খারাপ থাকে না। যদি না মানুষ সেটা কে খারাপে পরিণত না করে।



ব্যক্তিগত ভাবে আমি মনে করে বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের উচিত রাজনীতি তে আসা। নিজের অভিমত প্রকাশ করা। ভালো টা কে গ্রহণ করা, খারাপ টা কে বর্জন করা। সাথে সাথে দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো এ রকম বিষয় সম্পর্কে সাধারণ মানুষ কে জানানো। তাহলে আমাদের এই দেশ উন্নতি লাভ করতে পারবে। তখন কিন্তু এ কথা বলার আর সুযোগ থাকবে না যে, ভালো মানুষ রাজনীতি করে না। বরং বলতে হবে রাজনীতি করেই এখন ভালো মানুষে। যেখানে খারাপ মানুষের কোনো স্থান নেই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫

নিলু বলেছেন: রাজনীতিতে ক্লাস লাগবে ভাই , ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

অচেনা আজাদ বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।

আশে পাশের বাস্তবতা টাকে গভীর ভাবে পর্যবেক্ষণ করলে আশা করি ক্লাশের দরকার হবে না।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:
"এখন আমার কথা হলো, সব ভালো মানুষ যদি রাজনীতি সম্পর্কে এ রকম ধারণা নিজের মধ্যে পোষে রাখে তাহলে চোখ বন্ধ করে বলা যায় যে, অদূর ভবিষ্যতে রাজনীতি আর রাজনীতি থাকবে না। নোংরা নীতি তে পরিণত হবে। "

-জেনারেল জিয়া ১৯৭৫ সাল থেকে রাজনীতিকে কবর দিয়ে, রাজাকার, চোর ডাকাতদের নিয়ে দল বানায়েছে; আপনি ভাবছেন ভবিষ্যতে ঘটবে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৩

অচেনা আজাদ বলেছেন: হতে পারে চোর ডাকাত দিয়ে দল বানিয়েছে। তাই বলে যে ভবিষ্যতে ও চোর ডাকাত এর দখল এ থাকবে এমন টি নাও হতে পারে। আর এটা ভুলে যাওয়ার কোনো কারণ নেই যে, এই দেশে চোর ডাকাত ছাড়া ও ভালো মানুষের দল ও ক্ষমতায় এসেছিল। সেই ভালো মানুষ জন এসে ও যে, চোর ডাকাতি করে নাই এমন টি বলা যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.