নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন কিছুর প্রত্যাশায়।

অচেনা আজাদ

আপাততো শিখতেছি.।

অচেনা আজাদ › বিস্তারিত পোস্টঃ

ভয় অথবা আতংক।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৭

হরতালের দিন গুলোতে সাধারণত প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ থাকে। একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রের কাছে এই হরতালের দিন গুলো খুব ই বিরক্তিকর। বিশেষ করে যারা ম্যাস অথবা হোষ্টেল এ থেকে লেখা পড়া করে। আর বর্তমান কালের হরতালের কথা কি বলবো, এই হরতাল বিরক্তির সাথে যোগ করেছে আতংক। দিনে থাকে ককটেল আর পেট্রোল বোমার ভয়, আর রাতে থাকে বন্দুক যুদ্ধের। আমি জানি, আমার মত অনেক সাধারণ ছাত্র আছে, যারা ঢাকা শহর এ থেকে পড়া লেখা করছে। তাদের বেশির ভাগের মনেই সবসময় এই ভয় টা কাজ করে, না জানি কখন ককটেল অথবা পেট্রোল বোমা হামলার মধ্যে পড়ি। না জানি কখন বন্দুক যুদ্ধের মত খেলার সামগ্রি হয়ে যাই, কখন ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে যাওয়ার ডাক আসে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



দেশ সন্ত্রাসীদের দখলে, সবই সম্ভব।

হাসিনাকে বলেন পুলিশ বাড়াতে, রিজার্ভে টাকা কেন জমাচ্ছে ড: আতিয়ার, চুরির জন্য?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

অচেনা আজাদ বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।

পুলিশ বাড়ালেই কি এ সব বন্ধ হয়ে যাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.