নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভালবাসার ক্যানভাসটার রং যখন ফ্যাকাশে,
তখন তোমারটা রঙ্গীন।
তখন বুঝিনি,
যখন রং লেপতে শিখলাম
তখন তুমি অনেক দূর,
অথচ তুমি হয়ত ডেকেছিলে
আমি শুনিনি-শুনতে পায়নি।
মনে পড়ে? যেদিন তোমাকে দেখেছিলাম প্রথম
তখন আমি কিছু ভাবিনি-হয়ত ভাবতে শিখিনি।
তোমাদের ঐ রাস্তাটা, যেখানে দাড়িয়ে তুমি বিদায় দিয়েছিলে আমায়
কল্পনায় আজ তা আমার মন্দিরসম
আজ কি আবেগে ভিজে যায় দুচোখ
এটা কি আমার অসময়ের ভালবাসার প্রতিফলন?
তুমি স্মৃতি কিছু তৈরী করনি
তা হয়ত আমি নিজেই করেছি,
নিজের সৃষ্টির দহনে পুড়ছি আমি,
অভিশপ্ত আমি তখন কিছুই বুঝিনি।
জানি মনে পড়েনা আমাকে
সেটাই স্বাভাবিক,
জানি তুমি আসবেনা
তবু অপেক্ষা করছি তোমার
সে কিছুনা-শুধুই আমার পাগলামী।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১
মাহদী হাসান শিহাব বলেছেন: ধন্যবাদ।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
সুমন কর বলেছেন: হুম
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
মাহদী হাসান শিহাব বলেছেন: সুমন কর ভাই, আমি হুম বললে ভয় পাই। মনে হয় কোথায় যেন ভুল হয়ে গেল।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫২
এহসান সাবির বলেছেন: বেশ....!!