নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ষা শুরু।
যারা বৃষ্টি ভালবাসে তাদের কাছে এ এক অন্য রকম অনুভূতি।
বৃষ্টির সাথে প্রেম ছোটকাল থেকেই। এখন শহরে বাস করছি কিন্তু বড় হয়েছিতো গ্রামেই। গ্রামের বৃষ্টি আর শহরের বৃষ্টি আলাদা। গ্রামের টিনের চালের বৃষ্টির শব্দ আর শহরের ছাদে বৃষ্টি পড়ার শব্দ এক নয়।
গ্রামে বড় হওয়া ছেলেটির বৃষ্টির অভিজ্ঞতা থাকে ভরপুর, থাকে মধুর অনেক স্মৃতি।
বৃষ্টিতে ভিজে আম কুড়ানো, বৃষ্টির মধ্যে নদীতে উদম ঝাপাঝাপি করা সেগুলো এখন শুধু সুখ স্মৃতি হয়েই আছে।
বর্ষা আজ আবার দোর গোড়ায়। যান্ত্রিক এই শহরের ছাদে বৃষ্টিতে ভিজে ছোটবেলার সুখ স্মৃতি মনে করে সূক্ষ্ম যন্ত্রণাটাই শুধু অনুভূত হবে। রহস্যময় বৃষ্টি সামান্য সুখ কি দিয়ে যাবে না!!!!!
সব ব্লগার বন্ধুদের "বর্ষা"র শুভেচ্ছা।
©somewhere in net ltd.