নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার উপস্থিতি ও আমার পরিচয়: www.linktr.ee/mhshihab

মাহদী হাসান শিহাব

কৌতুহলী পাঠক ও লেখক

মাহদী হাসান শিহাব › বিস্তারিত পোস্টঃ

২০২৪ এ যা করলাম, ২০২৫ এ যা করবো

৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৮



যে কোন কিছুতে উন্নতি করার প্রথম ধাপ হচ্ছে সেটাকে ট্রাক করা।

এ জন্য বছর শেষে যা করলাম তা ডকুমেন্টেড রাখা উচিৎ যেন তা পরের বছর বা তারও পরে দেখা যায়।

১. এ বছর ২৯ টি বই পড়েছি।
২. ১০ টি মুভি দেখেছি।
৩. নিজের বিভিন্ন লেখা সাবস্ট্যাকে আনার কাজ ৮০% - ৯০% শেষ করেছি।
৪. অর্থনৈতিক ব্যাপারে সচেতন হয়েছি।
৫. ব্যবসায় ও শেয়ারবাজার সম্পর্কে পড়াশুনা করেছি।
৬. শেয়ারবাজারে পরীক্ষামূলক বিনিয়োগ কার্যক্রম শুরু করেছি।
৭. দর্শন ও সাইকোলজি সম্পর্কে পড়াশুনা করেছি।
৮. বিনিয়োগের ক্ষেত্রে মার্কেট ও কম্পানি এনালিসিস সম্পর্কে পড়াশুনা শুরু করেছি।
৯. ব্যবসায় বিনিয়োগ করেছি।
১০. ঘর মেরামত করেছি।
১১. সামাজিক কাজে সময় দিয়েছি।

.

২০২৫ এ কী করবো-

১. ৩০ টি বই পড়বো।
২. ২০ টি মুভি দেখবো।
৩. ২ টা টিভি সিরিজ দেখবো।
৪. ৩০ টি লেখা পাবলিশ করবো, যা পড়েছি বা পড়ছি সে সংক্রান্ত নোট ও লেখা।
৫. ব্যবসায় সংক্রান্ত পড়ালেখা ও মূলধন বাড়াবো।
৬. ৫০ ঘন্টা SEO শিখবো।
৭. ৫০ ঘন্টা অংক ও রিজনিং চর্চা করবো।

.

এগুলা হচ্ছে ২০২৫ সালের গোল। গোল সেট করার সময় SMART গোল সেট করা উচিৎ।

SMART Goal বলতে এমন Goal কে বোঝানো হয়, যা বাস্তবায়নের জন্য স্পষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক, এবং সময়সীমার মধ্যে থাকে।

SMART গোলের ক্ষেত্রে ৫ টি বৈশিষ্ট্য থাকে যা SMART শব্দটির প্রত্যেকটি অক্ষর দিয়ে গঠিত।

S = Specific
লক্ষ্যটি নির্দিষ্ট এবং সুস্পষ্ট হওয়া উচিত।
উদাহরণ: "আমি আগামী ৬ মাসে ১০ কেজি ওজন কমাব।"

M = Measurable
লক্ষ্যের অগ্রগতি মাপার মতো হওয়া উচিত।
উদাহরণ: "প্রতি মাসে ২ কেজি ওজন কমানোর লক্ষ্য।"

A = Achievable
লক্ষ্যটি বাস্তবসম্মত এবং আপনার সামর্থ্যের মধ্যে হওয়া উচিত।
উদাহরণ: "স্বাস্থ্যকর খাবার খাওয়া ও প্রতিদিন ৩০ মিনিট হাঁটার মাধ্যমে ওজন কমাব।"

R = Relevant
লক্ষ্যটি আপনার জীবনের প্রয়োজন এবং বড় লক্ষ্যগুলোর সঙ্গে সম্পর্কিত হতে হবে।
উদাহরণ: "আমি সুস্থ ও কর্মক্ষম থাকার জন্য ওজন কমানোর লক্ষ্য ঠিক করেছি।"

T = Time-bound
লক্ষ্য অর্জনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকতে হবে।
উদাহরণ: "আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ১০ কেজি ওজন কমাব।"

.

আমি ব্যক্তিগতভাবে ২০২৫ সালের জন্য স্মার্ট গোল সেট করবো। অর্থনৈতিক ক্ষেত্রে আলাদাভাবে স্মার্ট গোল ঠিক করবো।

.

২০২৫ সাল হোক আমাদের সবচেয়ে প্রোডাক্টিভ বছর।

আপনি কী করতে চান সংক্ষেপে লিখে ফেলেন। অল্প লক্ষ্য হোক, কিন্তু তা যেন স্পেসিফিক ও স্মার্ট হয়। গোল মাথায় রাখবেন না। প্যাড, খাতা বা ভার্চুয়াল যে কোন মাধ্যমে লিখে ফেলতে পারেন।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৩২

ক্লোন রাফা বলেছেন: বাহ্ বেশ গুছিয়ে করেন মনে হয়!
খুবই ভালো , আপনার সব গোল সুন্দরভাবে সম্পন্ন হোক ২০২৫-এর।

২| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: গত বছরটা আমার অনেক ভালো গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.