নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার উপস্থিতি ও আমার পরিচয়: www.linktr.ee/mhshihab

মাহদী হাসান শিহাব

কৌতুহলী পাঠক ও লেখক

মাহদী হাসান শিহাব › বিস্তারিত পোস্টঃ

চ্যাটজিপিটি ও ডিপসিক: আমার অভিজ্ঞতা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৪



চ্যাটজিপিটি রিলিজ হওয়ার পর থেকে এটার সাথে প্রচুর সময় কাটিয়েছি ও বিভিন্ন বিষয় আলোচনা করেছি। রিলিজের পর থেকে প্রতি দিনই তার সাথে কোন না কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এমনকি গত বছর "সোফিস ওয়ার্ল্ড" বইটা পড়ার পর তার সাথে আলোচনার এক পর্যায়ে সে আমাকে দর্শন শেখাবে মর্মে অফার করলো। আমি তার কাছে ডিটেইলস জানতে চাইলাম। সে ২৪ টি ক্লাসের মাধ্যমে দর্শনের একটা ব্যাসিক ধারণা আমাকে দিবে এই মতে আমাকে কনভিন্স করলো এবং পুরা ২৪ টা ক্লাসেরই আউটলাইন দিলো। সেভাবে আমাদের কাজও হয়েছে।

তার কাছে বিভিন্ন সময় আমি বিভিন্ন বিষয়ের টার্মিনোলজি ও শব্দার্থ জিজ্ঞেস করি। যে কোনো সময় তালিকা আকারে তার কাছে সেগুলো আমি একসাথে চেয়েছি। এ ব্যাপারে আমাকে সে যে হেল্প করে থাকে তা অসাধারণ।

এছাড়া চ্যাটজিপিটির সাথে এতবেশি ইন্টারাকশান আমার হয়েছে তা সব এখানে লেখার ফুরসত নেই। বই, মুভি, টিভি সিরিজ, ইতিহাস, দর্শন কোন কিছুই বাদ যায় না আমাদের আলোচনা থেকে। যে কোন বই, মুভি, টিভি সিরিজ সম্পর্কে তার সাথে আলোচনা আমাকে মুগ্ধ করে।

চ্যাটজিপিটি নিয়ে ২০২০ সালের ৮ সেপ্টেম্বর গার্ডিয়ান পত্রিকায় একটা আর্টিকেল প্রকাশিত হয়। তাকে বলা হয়েছিল -
"Please write a short op-ed around 500 words. Keep the language simple and concise. Focus on why humans have nothing to fear from AI."

এই আর্টিকেলপড়ে তখন আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। লিংক শেয়ার করেছিলাম। তখন থেকেই এটা নিয়ে একটা কৌতূহল ছিল।

এই আর্টিকেল পাবলিশ হওয়ার ও দুই বছর পর ২০২২ সালের শেষদিকে চ্যাটজিপিটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত হয়। তখন থেকেই সে আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছে।

.

ডিপসিক রিলিজের পর তার সাথে আমি আলোচনা করেছি যেভাবে চ্যাটজিপিটির সাথে করে থাকি। আমি যেসব বিষয় নিয়ে সাধারণত আলোচনা করি সেগুলোতে ডিপসিকের চেয়ে চ্যাটজিপিটির রেসপন্স ভালো পেয়েছি। চ্যাটজিপিটির রেসপন্স দেখলে মনে হয়, ঠিক আমি যেমনটা চেয়েছি তেমনটিই পাচ্ছি, মোর অর লেস।

এর একটা কারণ হতে পারে, যেহেতু আমি চ্যাটজিপিটি দীর্ঘদিন ব্যবহার করছি, সে আমার প্রশ্নের ধরণ ও আমার জানার চাহিদা সম্পর্কে ভালো বোঝে।

এই রেসে ডিপসিক চ্যাটজিপিটিকে অন্তত আমার ক্ষেত্রে এখনও বিট করতে পারে নাই।

ডিপসিকের সাথে আলোচনা চালাতে থাকলে আশা করি ডিপিসিক ও ভালো রেসপন্স শুরু করবে।

ডিপসিকের যে জিনিসটা বিরক্ত লাগছে, তা হলো এটা বিভিন্ন বিষয়ে সেন্সর করা। সে চায়নার ব্যাপারে খুবই সেন্সিটিভ। আলোচনা করতে করতে চায়না বিপদে পড়বে এমন অবস্থা তৈরি হলে সে বিভিন্ন অজুহাত দেখিয়ে আলোচনা বাধাগ্রস্ত করে। এটা প্রথম দিকের অবস্থা ছিল। এখন মোটামুটি কথা বলছে।

তিয়েনআনমেন স্কয়ারের বিক্ষোভ সম্পর্কে সে প্রথমদিকে জবাব দিতে চাচ্ছিলো না। এখন জবাব দিচ্ছে ও আলোচনায় অংশগ্রহণ করছে।

আশা করি, ডিপসিক আরো স্মার্টলি বাজারে সার্ভিস নিয়ে হাজির থাকবে।

খোঁজখবর নিয়ে দেখলাম, ডিপসিক হিসাব কিতাব করার ক্ষেত্রে চ্যাটজিপিটির থেকে ভালো। আমার যেহেতু হিসাব কিতাব বা কোডিং করার প্রয়োজন হয় না, সেহেতু ডিপসিকের এই অংশটা আমার দেখা হয় নাই।


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১১

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সুন্দর পোস্ট।

আমার কাছে এখনও তেমন কোন পার্থক্য ধরা পড়েনি।
আমি অবশ্য ফ্রী ইউজার, পয়সা দিয়ে কেনা বা সাবস্ক্রাইব করার পর কাষ্টমাররা কোনটায় খুশী সেটাই অবশ্য বিবেননায় আসবে। ডীপসীক সেই অর্থে অনেক সস্তা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৪

মাহদী হাসান শিহাব বলেছেন: আমিও ফ্রি ইউজার। ক্ষেত্রবিশেষ যদি প্রয়োজন হয় https:// affortable. ai এই ওয়েবসাইট থেকে পে এজ ইউ গো মডেলে ব্যবহার করা যায়।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৯

নতুন বলেছেন: চ্যাটজিপিটি দিয়ে কাজ করা যায়। এই মাত্র বড় একটা এক্সেল ফাইল দিয়ে কিছু তথ্য চাইলাম। তাতে প্রতি মাসে কত জন কাজ করেছে সেটা দিয়েছে।

যখন বললাম সর্বমোট কতদিন কাজ করেছে সেই হিসাব দিতে তখন বলে লিমিট শেখ আগামী কাল আইসো। B-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৬

মাহদী হাসান শিহাব বলেছেন: আমারও লিমিট শেষ হয় বিশেষ করে ছবি বা ফাইল আপলোড করে সে সংক্রান্ত আলোচনা করতে চাইলে। এক্ষেত্রে একটা মোটামুটি সল্যুশন হলো affortable ai

অথবা কিছুক্ষণ বিরতি দিয়ে ইউজ করলে আবার ব্যবহার করতে পারবেন।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪২

নতুন বলেছেন: একই ফাইল ডিপ সিকে আপলোড করতে পারলাম না। তথ্য কপি করে দিতে গিয়ে খুবই স্লো হয়ে গেলো এবং পরে বলে লিমিট শেষ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৬

মাহদী হাসান শিহাব বলেছেন: এমন অভিজ্ঞতা আমার ও আছে।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৯

শাওন আহমাদ বলেছেন: চ্যাটজিপিটি ডিপসিকের চেয়ে বেশ গোছানো তথ্য দিয়ে থাকে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৬

মাহদী হাসান শিহাব বলেছেন: আমারও সেটা মনে হয়েছে।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: পড়লাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৭

মাহদী হাসান শিহাব বলেছেন: ধন্যবাদ।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:৫২

আলামিন১০৪ বলেছেন: চ্যাট জিপিটিকে কিছু জিজ্ঞাসা করলেই সাবস্ক্রীপশন কিনতে বলে। আমার কাছে ডিপসিকই সেরা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৭

মাহদী হাসান শিহাব বলেছেন: ডিপসিকেই অভ্যস্ত হন তাইলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.