![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Self-fulfilling prophecy (সেল্ফ ফুলফিলিং প্রোফেসি) জানা ও উপলব্ধি করা জরুরি। কারণ এটা আমাদের জীবনে কাজ করবেই, আমরা জানি বা না জানি।
Self-fulfilling prophecy (সেল্ফ ফুলফিলিং প্রোফেসি) হলো নিজের ব্যাপারে বা অন্য কারো ব্যাপারে কোন বিশ্বাস বা প্রত্যাশা আনয়ন করা ও সে মোতাবেক আচরণ করা। আমরা যেইটা বিশ্বাস করি আমরা সে মোতাবেক কাজ করি। ফলে দেখা যায়, আমাদের বিশ্বাস বাস্তবে রূপ নিতে শুরু করে। এই ঘটনাই হলো সেল্ফ ফুলফিলিং প্রোফেসি।
Self-fulfilling prophecy দুই রকম হয় সাধারণত।
১. Pygmalion effect (যখন ইতিবাচক প্রত্যাশা ভালো ফল বয়ে আনে) এবং
২. Golem effect (যখন নেতিবাচক প্রত্যাশা খারাপ ফল বয়ে আনে)
এই গুলাকে কগনেটিভ বায়াসের অংশ মনে করা হয়।
Pygmalion effect:
Pygmalion Effect হয়, যেখানে কোনো ব্যক্তির প্রতি উচ্চ প্রত্যাশা থাকলে সে নিজেকে উন্নত করতে এবং সেই প্রত্যাশা পূরণ করতে বেশি মনোযোগী হয়। বা নিজের ব্যাপারে যদি উচ্চ প্রত্যাশা তৈরী করা যায় তাহলেও সেটি কাজ করে।
যদি কেউ বিশ্বাস করে যে সে ভালো করতে পারবে, তাহলে সেই বিশ্বাস তাকে বাস্তবেই ভালো করতে উৎসাহিত করে।
এই প্রভাব মূলত ইতিবাচক প্রত্যাশা এবং বিশ্বাসের কারণে ব্যক্তির কর্মদক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার ফলে ঘটে।
যদি একজন শিক্ষক মনে করেন যে কোনো ছাত্র খুব মেধাবী, তাহলে তিনি তাকে বেশি উৎসাহ ও মনযোগ দিবেন তার দিকে।
ছাত্রটি বুঝতে পারে যে শিক্ষক তার ওপর আস্থা রাখছেন, ফলে সে আরও পরিশ্রম করে।
এভাবে ছাত্রটি ভালো ফলাফল করে, যা শিক্ষকের পূর্ববর্তী প্রত্যাশাকে সত্য প্রমাণ করে।
এভাবে এটা নিজের ব্যাপারেও কাজ করে। যদি ভালোমত বিশ্বাস ও প্রত্যাশা তৈরি করা যায়।
.
Golem Effect:
Golem Effect হলো উপরেরটার বিপরীত। সেটা তো আর বলতে হবে না।
যদি কাউরে বলা হয়, তোমার মতো অকম্মাকে দিয়ে এ কাজ হবে না। তাইলে সেটা না হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
সাধারণভাবে যদি কাউরে কম যোগ্য মনে করা হয়, তখন সেও নিজেকে কম যোগ্য মনে করতে থাকে।
এটা নিজের ব্যাপারেও সত্য।
কোন কাজ সামনে আসলে যদি বলা হয়- এ আমার দ্বারা সম্ভব না। তাহলে তো প্রথমেই কাজের কবর রচনা হয়ে যায়।
আমার মনে হয় Golem Effect কীভাবে কাজ করে এটা সহজে বোঝা যায়।
কিন্তু Pygmalion effect নিয়ে কাজ করা ও বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং ও পরিশ্রমের। তবে অসম্ভব বা অবাস্তব নয়।
.
পিগম্যালিয়ন ইফেক্ট ও গোলেম ইফেক্ট নিয়ে একটা তুলনামূলক আলোচনা ও অন্যান্য রেফারেন্স লিংক পাবেন সাবস্ট্যাকের লেখার এই লিংকে।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: পড়লাম।